এভাবেই ছুয়ে দেব মঙ্গল
মাকড়সা হয়ে জড়িয়ে রাখব হৃৎকমল।
ঘুম চোখে এঁকে দেব টিউলিপ ক্যানভাস
বুকের যে পাঁজরে তোমার সৃষ্টি
আজ প্রতিস্থাপিত করব সেই শূন্যতা ।
একের পিঠে এক – এগারো বৈকি
নির্জতার বোঝায় দুর্জন বৃত্ত
হৈমন্তিকা প্রণয়ে মাতাল ঘুমায় পৃথিবী।
এসো উৎসর্গ করি কিছু অভিসার।
১২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
কিঞ্চিত কঠিন আমার জন্য …
একের পিঠে এক – এগারো বৈকি
নির্জতার বোঝায় দুর্জন বৃত্ত
হৈমন্তিকা প্রণয়ে মাতাল ঘুমায় পৃথিবী।
ভাইয়া এগুলোর মানে বলে দিন…
আবু জাঈদ
একের পিঠে এক -আগারো—- কথাটা চিরন্তন সত্য, কিন্তু আমার ভাবতে ইচ্ছে করছিল একের পিঠে এক দিয়ে দুই হবে কিন্তু তা হয়না, এক আর এক এ এগার হয়ে যায়, মানে দুই প্রেমিকের মাঝে আরো ৯ জন এসে ভিড় করে।
প্রেমের দুর্জন বাধা গুলো পিঠে নির্জনতার বোঝা নিয়ে মুচকি হাসে প্রেমিক অথবা প্রেমিকার আহাজারি দেখে, তারা পরামর্শ ও দেয় না আবার বিদ্রুপ করে না, কিন্তু তাদের মনোভাবে কষ্ট পায় দু’টি মন।
হৈমন্তিকা প্রনয়ে মাতাল ঘুমায় পৃথিবী —–
এখানে পৃথিবী মানে প্রকৃতি বা ঈশ্বর, তিনি তার সৃষ্টি নিয়ে আত্মতুষ্টিতে চুপ করে থাকে, আমার কথা হল যদি সে প্রেম দিল তবে তা স্বার্থক করার ক্ষমতা না দিয়ে চোখ মুদে থাকে কেন।
আপনি প্রশ্ন করাতে খুব ভাল লাগল, আমি ব্যাখ্যা দিলাম আমার মত করে আপনি চাইলে নিজেও একটা ব্যাখ্যা দার করাতে পারেন, নও প্রবলেম, আমি সাধারণত একাধিক থীম এক করে একটি লেখা লিখি, সেক্ষেত্রে আপনি এর আরো ব্যাখ্যা করতে পারেন, বা বললেও আমিও আরো ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা দিব 🙂
ভাল থাকবেন।
খসড়া
“স্প্যারো” কি বাংলা শব্দ? যদি!বাংলা হলে অর্থটা বলবেন প্লিজ। আর যদি বাংলা না হয় তবুও অর্থ টি বলুন।
তা না হলে কবিতাটি বুঝতে পারছি না। ধন্যবাদ।
আবু জাঈদ
স্প্যারো অর্থ চড়ুই 😉
এই কবিতাইয় একজন প্রেমিক আছে, সে সব সময় চড়ুইর মত কিচিরমিচির করে তার প্রেমিকা কে উদ্ভ্রান্ত করে বলে এই নাম :p
আদিব আদ্নান
আপনার লেখা সবসময়ই আমার পছন্দ ।
‘একের পিঠে এক – এগারো বৈকি’——— দারুন ।
মাঝে-মধ্যে একের পিঠে দুই নিয়ে ও এগারোর মত ভাবতে ইচ্ছে করে ।
আরও বেশি বেশি লিখুন ।
আবু জাঈদ
জেনে ভাল লাগল আমার লেখা আপনার খুব পছন্দের। দোয়া করবেন যেন এভাবেই লিখতে পারি।
আমার কিন্তু একের পিঠে এক দিয়ে দুই করতে ইচ্ছে করে
স্বপ্ন নীলা
ভীষণ সুন্দর হয়েছে
আবু জাঈদ
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
পাঁজরের খোঁজ পেলে উৎসর্গ করাই যায় এমন অভিসার ।
চলুক , সাথে থাকব এমন সুন্দর লেখা পড়ার জন্য ।
আবু জাঈদ
dhonnobad pashe thakar jonne 🙂
বনলতা সেন
আপনার উৎসর্গ পৌছে যাক যথাস্থানে যথাসময়ে ।
আপনি ভাল লেখেন ।
আবু জাঈদ
ধন্যবাদ জানবেন