স্প্যারো

পাগলা জাঈদ ১০ নভেম্বর ২০১৩, রবিবার, ০১:৩৮:৩৯পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

এভাবেই ছুয়ে দেব মঙ্গল
মাকড়সা হয়ে জড়িয়ে রাখব হৃৎকমল।
ঘুম চোখে এঁকে দেব টিউলিপ ক্যানভাস
বুকের যে পাঁজরে তোমার সৃষ্টি
আজ প্রতিস্থাপিত করব সেই শূন্যতা ।

একের পিঠে এক – এগারো বৈকি
নির্জতার বোঝায় দুর্জন বৃত্ত
হৈমন্তিকা প্রণয়ে মাতাল ঘুমায় পৃথিবী।

এসো উৎসর্গ করি কিছু অভিসার।

৬৯৯জন ৬৯৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ