মেসেজ আদান প্রদানঃ
ব্লগারদের নিজেদের মাঝে যোগাযোগ রক্ষার জন্য এই ফিচারটি চালু করা হয়েছে। এটি ব্যাবহার করে আপনি সোনেলার যে কোন ব্লগারের সাথে মতের আদান প্রদান করতে পারবেন। বিশেষ কোন দিনের শুভেচ্ছা , কোন ব্লগারের লেখা পোস্ট নিয়ে পরামর্শ প্রদান ইত্যাদি বিষয়ে এই ফিচারটি কাজে লাগাতে পারেন ।
লেখা সম্পর্কে মন্তব্যে কঠিন সমালোচনায় অনেক ব্লগার বিব্রত হন। সেক্ষেত্রে তাঁর ভুল গুলো মেসেজের মাধ্যমে ব্লগারকে জানানো যেতে পারে।
যেভাবে এই সুবিধাটি ব্যবহার করবেনঃ
উপরের বাম দিকের দিকে আপনার নিয়ন্ত্রন কক্ষে ক্লিক করুন । এরপর নিচের ছবির মতো পেইজ আসবে । আপনাকে কোন ব্লগার মেসেজ দিলে এখানে তা দেখতে পাবেন । নিচের বাম দিকের খামটি ক্লিক করে ইনবক্স মেসেজ দেখুন । মেসেজের উত্তর ইচ্ছে হলে দিতে পারেন ওখান থেকেই । নতুন কাউকে মেসেজ দিতে হলে ডান পাশের খাম এ ক্লিক করুন ।
কাউকে মেসেজ দিতে হলে ব্লগারের নাম থেকে সিলেক্ট করে প্রেরন করুন।
আশাকরি ব্লগারদের নিজেদের মাঝে সামাজিক যোগাযোগ বজায় রাখার জন্য সোনেলার এই ফিচারটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
ফেইসবুকে সোনেলাঃ
সোনেলার ফেইসবুক পেইজটি ব্লগে যুক্ত করা হয়েছে । যা সোনেলার ঊপরের ডান দিকে প্রদর্শন করা হয়েছে। আপনার ফেইসবুক আইডি থেকে পেইজ লাইক করুন। যাতে সোনেলার সমস্ত পোস্ট গুলো আপনি ফেইসবুক এ থাকাকালীন জানতে পারবেন। ফেইসবুকের আপনার সব বন্ধুকে পেইজ লাইক করতে উৎসাহিত করুন। এতে আপনার লেখাটি প্রচার পাবে এবং আপনার বন্ধুরা পড়তে পারবেন।
শেয়ার করুন আপনার লেখাঃ
আপনার লেখাটি শেয়ার করুন সবার সাথে । ফেইসবুক , টুইটার , গুগল প্লাস সহ অন্যান্য মাধ্যমে শেয়ার এর জন্য এই ফিচারটি যুক্ত করা হয়েছে । আপনার জগত শুধু সোনেলা নয় , আপনার জগতের সবাইকে জানান আপনি কি লিখছেন ।
আপনার বন্ধু বা সজন গণ সোনেলায় নিবন্ধন না করেও আপনার লেখায় মন্তব্য করতে পারবেন , এই সুব্যবস্থা করা হয়েছে।
সবাইকে সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভ ব্লগিং ।
১৭টি মন্তব্য
বনলতা সেন
মন্দ নয় আন্ত যোগাযোগ ব্যবস্থা ।
খসড়া
খুব ভাল ব্যাবস্থা। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সবাইকে মেসেজ দিয়ে দেখি , কাজ করে কিনা ? 🙂
একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক
জটিল তো… আগের চেয়ে অনেক আপগ্রেড হয়েছে দেখছি… :c
মিসু
মেসেজ অপশনটা যুক্ত করে খুব ভালো করেছেন । এমনটা কোন ব্লগে আছে কিনা জানা নেই ।
ব্লগারদের সাথে পরিচিতি হওয়া যাবে এতে। সোনেলা সম্পর্কে যদি কোন পরামর্শ থাকে , তা কি আপনাকে মেসেজ করলে হবে ?
পেইজ দিলেন , সোনেলা ফেইসবুক গ্রুপ এর লিংকটা দিলে ভালো হতোনা ? শেয়ার করতে এখন সুবিধা হবে সবার।
আমার মন
কয়বার পঠিত, এড করেন
আদিব আদ্নান
আনন্দদায়ক ব্যবস্থা বলতেই হচ্ছে ।
আফ্রি আয়েশা
ভালো ব্যবস্থা 🙂
ব্লগার সজীব
আমাকে কেউ মেসেজ দেয়না 🙁
তওসীফ সাদাত
বেশ ভাল ব্যবস্থা।
লীলাবতী
ব্লগারদের চাহিদাকে গুরুত্ব দেয়ার জন্য সোনেলাকে ধন্যবাদ -{@
নাইট রিডার
আমি এই ব্লগে একেবারেই নতুন। তারপরেও এই মেসেজ অপশন টি নিয়ে একটু দ্বিমত পোষণ করছি।
১। মেসেজ অপশনটি কিছুদিনের মধ্যেই চ্যাট অপশনে রুপান্তরিত হয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। তখন কেমন আছেন, ভাল আছি, খাইছি – দাইছি এই কথাগুলো ইনবক্সে চলে আসবে। এটা খারাপ কিছুনা, এর নাম সামাজিক যোগাযোগ। কিন্তু তার জন্য ফেসবুক রয়েছে। ব্লগ আর ফেসবুকের মধ্যে কিছু প্রার্থক্য থাকা উচিত।
২। ****লেখা সম্পর্কে মন্তব্যে কঠিন সমালোচনায় অনেক ব্লগার বিব্রত হন। সেক্ষেত্রে তাঁর ভুল গুলো মেসেজের মাধ্যমে ব্লগারকে জানানো যেতে পারে।*****
এই বাক্যটিতে কঠিনভাবে দ্বিমত করলাম। সমালোচনা (সে কঠিন হোকবা সহজ) গ্রহন না করতে পারা বা এতে বিব্রত বোধ করলে তার উচিত হবে লেখাগুলো নিজের পিসিতে সংরক্ষণ করা,ব্লগে প্রকাশ না করাটাই তার জন্য ভাল।
আর আমি সমালোচনা বুঝাতে গালি-গালাজ বুঝাই নি। গালি সবসময়ই খারাপ সেটা মন্তব্যে বা ইনবক্সে যেখানেই দেয়া হোক না কেন।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সোনেলার পুরাতন কিছু ব্লগারের দাবীর প্রেক্ষিতে এই মেসেজ অপশন টি চালু করা হয়েছে । এ নিয়ে আপনার যুক্তি উপেক্ষা করার মত নয় । গ্রহন এবং বর্জন এর মাঝে দিয়েই এগিয়ে যাবে সোনেলা এটি আমাদের বিশ্বাস । অসুন্দর কোন কিছুই সোনেলায় স্থান পাবেনা এই আশা আমরা অবশ্যই করতে পারি ।
ছাইরাছ হেলাল
আপনার মতামতটি আমাদের টিম মাথায় রাখবে ।
অবশ্যই ধন্যবাদ এমন করে ভাবার জন্য ।
এই মেঘ এই রোদ্দুর
অনেক ভাল হইছে
মর্তুজা হাসান সৈকত
খুবই ভালো ব্যবস্থা। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এম মশিউর
ওরা কেউ আমাকে মেসেজ দেয় না। ওরা সবাই পচা!!!! 🙁 🙁 🙁