দেরি করে ফেলেছি অনেক। তবুও আজ হার মানবো না বলেই বসে গেলাম লিখতে।সোনেলার মিলনমেলা নিয়ে অনেক পোস্ট ইতিমধ্যে পোস্টায়িত হয়ে গেছে।
কি রকম দিন যাচ্ছে কেটে!
কেমনতরো হাওয়ার তোড়ে;
পারতেম যদি ধরতে –
সকল কিছু ছাপিয়ে গিয়ে
বসেই যেতাম কাগজবুকে লিখতে।
এই রকম আরকি!
গতবছর গেছে চলে এমনি করেই। নানা কারনে যেতে পারিনি সোনেলার মিলন আড্ডায়।এবার? বেঁচে থাকলে ইনশাল্লাহ্ যাবো।এমনটা বলে রেখেছি সবখানে।
নানা কৌশলে গভর্নিং বডির সভাপতি’কে আগেই জোর আর্জি দিয়ে রাখার কথা, সাত/পাঁচ ভাবতে ভাবতে অপেক্ষায় ছিলাম মোক্ষম সুযোগের! কখন কেমন করে বলবো।দিনটা তো শুক্রবার!!
সভাপতি সাহেব বাসায় থাকেন। আমি সাধারন গভর্নিং বোর্ডের ধর্তা কর্তার সহযোগী ডান হাত! ছুটি মিলবে কি মিলবে না, কি রকম রিএ্যাক্ট পাবো, তার ঠিক নেই !
অবশেষে এসেই গেলো মোক্ষম সুযোগ। সভাপতি সাহেব নিজেই আমাকে ছেড়ে যাবেন দাওয়াতে। সাথে সাথে বাণ ছুঁড়ে দিলাম আর কি! “তাইলে আমি সোনেলার প্রোগ্রামে যাবো আগামীকাল” ১০১টা প্রশ্নের সন্তোষজনক উত্তর পাবার পর তিনি প্রসণ্ণ চিত্তে ঘুম দিলেন। যেহেতু ছোট ছেলে আছে সাথে! তো নিশ্চিন্ত।
একদিনে তিনটা উৎসবের শহর সেদিন। ফেব্রুয়ারী মাস এমনিতেই হুজুগের মাস। সাত তারিখ থেকেই শুরু হয় এই হুজুগের কার্যবিধি। ব্লগার, সুলেখিকা সাবিনা ইয়াসমিনের পোস্ট থেকেই অবগত হয়েছি এসব ডে’র ব্যাপারে।
তায় সেখানে আরো এক উৎসবের যোগ আমাদের এই সোনেলা ব্লগের মিলন মেলা।
মূলত এই আড্ডা দুইটা উপলক্ষে একত্র করা হয়েছে বলে আমি মনে করি। অষ্টম বর্ষে পদার্পণ এবং পৌষ সংক্রান্তি উৎসব প্রতিযোগীতায় অংশগ্রহন কারী বিজয়ী লেখকদের সন্মাননা প্রদান।
(যদিও আমার ঘোরতর আপত্তি আছে এ ব্যাপারে। অষ্টম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী’র আলাদা অনুষ্ঠান আমাদের সকলের জন্য প্রাপ্য ছিলো।সেদিন সেখানে সেই বিষয় স্মরন রেখে ছোটখাটো একটা কেকের আয়োজন করাই যেত।)
আমি সাধারনত সবখানেই লেট লতিফ😊 মানে দেরি করে পৌঁছানো একটা নিয়মে বেঁধে গেছে। দুপুর ১টায় পৌঁছবার সময় বেঁধে দেয়া হলেও আমার অনেক পরেও যারা এসেছেন, বুঝে গেছি, আমি একাই লেট লতিফ নই, আরো আছেন আমার দলে। মিলনমেলায় সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, পরিচিতি হবে সেইসব সহলেখকদের সাথে, যাদের সাথে এক বছর সাত মাস দশ/বারোদিন বয়সী এই বন্যা লিপি একই উঠোনের রোদে বিচরন করছে!
কিছু প্রিয় মুখ দেখবো,পরিচিত হবো, বিনিময় করবো হাসি আনন্দ!
এ কথা বললেও সবাই বুঝেই যাবে যে, সবারই প্রতীক্ষা ছিলো– (১)সাবিনা ইয়াসমিন
(২)তৌহিদ ইসলাম
(৩)আরজু মুক্তা
(৪)শবনম মুস্তারী
এদের সাথে পরিচিত হবার অথবা দেখা হওয়ার। মোটামুটি নিশ্চিত ছিলাম সাবিনা ম্যাডাম আসবেন। কিভাবে নিশ্চিত ছিলাম?
কয়েকদিন আগেই কথা হয়েছিলো ম্যাডামের সাথে।
যদিও তিনি তাঁর প্রাপ্তি পোস্টে কিছু উল্লেখ করেছেন। আজ আমি উল্লেখ করছি সেন্সর্ড করে হুবহু—-
–শাড়ি পড়বে ২২ তারিখ?
–পড়তে বলছো?
–শিরীন বলছে, ও নাকি আসবে। তুমি কি বলো?
–বিথী,সুরাইয়া,যুথী,সুপর্ণা এরা আসবেই
যদিও আমি শাড়িতে অভ্যস্থ্য নই। ঝামেলা লাগে।
আরজুও আসবে
–আমারো ঝামেলা লাগে শাড়িতে। আরজু না বললো, পারবে না আসতে!
–আরজু পরে বলেছে, আসার জন্য খুব চেষ্টা করবে।তৌহিদ আর শবনম ও আসবে বলেছে।
–একটা ব্যাপার আমার খুব আশ্চর্য লেগেছে
–কি?
–এত বড় প্রোগ্রামে কারো চাঁদা ধরা হয়নি। খরচটা কে করবে এবং কেন করবে?
–সঞ্চালক কেন ধরেন নি জানিনা।তবে ধরা উচিত ছিলো।
–জিজ্ঞেস করেছিলাম তাঁকে, বললো পরেরবার ধরবে।
–আমার খারাপ লাগছে,কন্ট্রিবিউসন করতে পারলে খারাপ লাগাটা থাকতো না।
–তোমার খারাপ লাগাট এবারকার মতো আটকাও।আসতে হবে তোমাকে।আমাদের দেখা হোক আগে।
–আচ্ছা
–হ্যাঁ
—………..তুমি ক্রেষ্ট পাচ্ছো।আমাকে কিন্তু ট্রিট দিতে হবে!
–কি কও এইসব?ক্রেষ্ট মানে? মাপ চাই–মানে কিরে ভাই?!!
—এটা টপ সিক্রেট ছিলো ম্যাডাম!
–তুমি সিক্রেট ভেঙে দিলে😊
—…..!!!!!!তাইতো!!!সঞ্চালক যদি জানতে পারে! ট্রিট খাওয়ার লোভে আমি সিক্রেট ভেঙে দিয়েছি! আমার মডু পদ বাতিল করে দেবে😔😔
–হা হা হা হা…. না ময়না, চিন্তা কইরো না, আমি চমৎকার সারপ্রাইজড হবার নাটক করবো নে😊😊😊
অবশেষে ময়না(সাবিনা ইয়াসমিন) এলেন না। আমাদের মিলনমেলা কিছুটা ম্লান করেই তৌহিদ ইসলাম,শবনম মোস্তারী,আরজু মুক্তা এরাও এলেন না।
যথারিতী পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হলো মূল মিলনমেলার সূচনা। কত পরিচিত এই মুখগুলো! হালিম নজরুল, এম ইঞ্জা,মনির হোসেন মমি, অনন্য অর্নব,সুরাইয়া পারভীন, রেহানা বিথী, নিতাই বাবু,সুপায়ন বড়ুয়া, পাখি ভাই(অত্যন্ত দুঃখিত, পাখি ভাইয়ের নামটা এই মুহুর্তে মনে পরছে না।)
সন্মাননা প্রদানও শুরু হয়ে গেলো। এমন কিছু প্রাপ্তি আমার নেই খুব বেশি। যতটুকু পেলাম এখানে এসে, সত্যি আমি কৃতজ্ঞ ব্লগ কতৃপক্ষের প্রতি।
একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে শেষ করার আগে –
নতুন বউ তখন আমি। দ্বিতীয়বারে শশুড়বাড়ি পৌঁছেই পড়লাম ভাগ্য পরীক্ষার মধ্যে। বরাবরই আমি পরীক্ষায় ভয় পাই।তারওপর আবার ভাগ্য পরীক্ষা!! আরো খারাপ।
সাহেবের বড় বোন, মামাতো ভাগ্নি, ছোট ননদ, ননদের বর,সবাই ঘরে ঢোকা মাত্র সোজা নিয়ে চললো রান্না ঘরে। সাজের পিঠা তৈরী হচ্ছিলো। মাটির সাজ,মাটির ঢাকনা। কাঠের চুলার তাপে সাজের সাথে মাটির সরা(ঢাকনা) বেকায়দা রকম আটকে গেছে। পিঠার সাজ যাতে না ভেঙে যায়, এমন করে সকলের চেষ্টা শেষ।কেউ খুলতে পারছে না ঢাকনা। নতুন সাজ ভাঙা যাবে না। যেমন করেই হোক অক্ষত ঢাকনা খুলতে হবে। সকল প্রচেষ্টা ব্যার্থ। এমন সময়, তাহাদের কোপানলে নতুন বউ এই আমি! মান ইজ্জতের প্রশ্ন! এরা কেউ পারেনাই, আমি কেমতে পারুম? নতুন বউয়ের ভাগ্য পরীক্ষা! পরখ করা হবে বউয়ের যোগ্যতা। যতই বলি অসম্ভব! পারবো না। কে শোনে কার কথা?
বিসমিল্লাহ্ বলে হাত তো দিলাম ঢাকনায়! ক্লক্ ওয়াইজ ২/৩ বার ঘোরাতেই ঢাকনা খুলে আমার হাতে চলে এলো……..😱😱😱😱
জোড় বাঁচা বেঁচে গেলাম সে যাত্রা।
জীবনে এরকম ছোট ছোট কিছু পর্ব এসেছে আমার ; প্রাপ্তিটুকু অসামান্য হয়ে ধরা দিয়েছে। বিশাল এই পরিসরে আমার অবদান নিতান্তই সাধারন। সন্মাননা ক্রেষ্ট অর্জন আমার জীবনে অসাধারন প্রাপ্তি।
ব্লগের সকল ব্লগার এবং এডমিন বৃন্দের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা,শুভ কামনা।
শুভ ব্লগিং 🌹🌹🌹🌸🌸🌸💕💕💕💕💓💓💓
৩৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
অন্য অনেকের মত সোনেলার ব্লগার হিসেবে কিন্তু আমি এই প্রথম দেখলাম তোমাকে 🙂 স্মার্ট একজন ব্লগার, যে অতি অল্প সময়ে সবাইকে আপন করে নিতে পারে।
পোস্ট সম্পর্কে মন্তব্য আগামিকাল,
বন্যা লিপি
আমার এখন হা কইরা একখান ইমো দিতে ইচ্ছা করতাছে😱 দিলাম। আমি জানতাম আমার পুরা পারিবারিক একটা রক্তের দোষ আছে।যা কিনা উত্তরাধিকার সূত্রে কম বেশি সকলেই বহন করে আসতেছি😊, নাকি ভুল কিছু বললাম? ২২তারিখে আমার পরিচয় ওখানে উন্মোচিত করা হয়েছে….. সেক্ষেত্রে বাকি ব্লগারদের ১এক্কে ১=১ মিলিয়ে নিতে
কষ্ট হয়নি নিশ্চই! দেখতে হবে তো আমি কার কি হই?
স্মার্ট পোলার মা😊
ইঞ্জা
আপু, আপনার অবদান এই ব্লগে কোন অংশেই কম নয়, আপনি এই ব্লগকে ভালোবেসে যেভাবে মায়ার বাধনে বেঁধেছেন তা কোন ব্লগারই অস্বীকার করতে পারবেনা।
অভিনন্দন প্রিয় আপু।
আপু আপনার কাছে আমার এক আবদার আছে, যদি রাখতে পারেন তাহলে বলবো, তার আগে বলুন রাখবেন?
বন্যা লিপি
বলেন ভাইজান, আগে শুনতে হবে কি আবদার তারপর না হয় দেখি, আবদার রাখার সমর্থ আছে কি নাই?
ইঞ্জা
আপু আপনিই বলেছিলেন ব্লগ ঝিমুচ্ছে, তাই অনুরোধ করছি সকল ব্লগারকে উজ্জীবিত করার মানষে আমরা সবাই এখন গঠনমূলক কমেন্ট করা শুরু করেছি, আপনিও প্লিজ করুন। 😁
বন্যা লিপি
ভাইজান, যদি এমন হয় যে, আমার সহ দু’একজনার গঠনমূলক মন্তব্যে ব্লগের ঝিমুনিভাব চাঙ্গা হবে, তবে অবশ্যই এরপর থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। তবে মাজে মধ্যেই পরামর্শ করে কি ধরনের পোস্ট দিলে অন্তত ব্লগ ঝাঁকুনি দিয়ে নড়েচড়ে উঠবে! আপনারা পরিচালক বৃন্দ ভেবে দেখবেন।
নতুন অনেক লেখক ব্লগে এসেছেন যারা ধীরে ধীরে শিখে যাবেন এসব।
আমি নিমীত্ত মাত্র।
আমি গঠন মূলক মন্তব্যের পক্ষে শুরু থেকেই বলে বলে আসছি। চেষ্টাও করি যথাসাধ্য সাধ্যানুযায়ী আমার মতো। আলোচনা চলতেই থাকবে এ বিষয়ে।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, আফসোস তোমার সারপ্রাইজড হবার ভান ধরাটা দেখতে পেলাম না 🙂
সব কথা ফাঁস করে দিয়েছো!! এটা কিছু হলো!!
বন্যা লিপি
নাগো ময়না, আমি আসলেই ভাণ ধরতে পারিনি😊 তোমার অনুপস্থিতী আমাকে নাটক করতে বিরত রেখেছে। সব কি ফাঁস করেছি বলো তো? তাইলে খবর আছিলো আমার😔😔
সাবিনা ইয়াসমিন
এখনই কপাল কুঁচকিও না, এই পোস্টে অন্তত আরও দশটা কমেন্ট দিবো। তার জন্যে রেডি থেকো। তখন গালের স্কিন কপালেও উঠে যেতে পারে 😄😄
বন্যা লিপি
হাহাহাহা,গালের স্কিন কপালে ওঠাতে অপেক্ষায় আছি ময়না। আসো তোমার বাকি মন্তব্য নিয়ে।
শামীম চৌধুরী
আমি শামীম আলী চৌধুরী (আপনার সম্বর্ধনায় পাখি ভাই) নামটা আপু মুখস্ত করে ফেলুন। আর যেন ভুলে না য়ান। খুব সুন্দর উপস্থাপনা।
বন্যা লিপি
ভাই সাব, এই ছোট্ট কইরা কান ধরলাম, আল্লাহ্ জানে কতবার এরাম কান ধরতে হইবো! আমি খুব ভুলোমনা ভাইজান😊 মাফ কইরা দিয়েন।
শতত শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনি অনেক সুন্দর করে, মজা করে লেখেন এটা খুব ভালো লাগে আমার। ধন্যবাদ আপনাকে 🌹🌹🌹🌹 ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
বন্যা লিপি
ছোটদি, আমি গুরু গম্ভীর লেখা লিখতেই পারিনা। আপনার ভালো লাগে, জেনে সত্যি মনে হচ্ছে কিছু তো পেরেছি!! অনেক ভালবাসা আপনাকে ছোটদি💗💗
হালিম নজরুল
চমৎকার
বন্যা লিপি
ধন্যবাদ জানবেন
ছাইরাছ হেলাল
সবার আন্তরিক আন্তরিকার জন্য এবারে এই প্রথম এমন একটি মেলার আয়োজন করা সম্ভব হয়েছে।
এ কৃতিত্বের দাবীদার আপনারা সবাই। আপনার মত আরও অনেকেই যারা উপস্থিত হতে পারেন-নি, তাদের অভাব
অনুভব করেছে; সন্মুখ সময়ে আমাদের এ অভাব পুরণ হবে এ আশা করি। (মেকি অজুহাতে) ব্লগে আপনার কম উপ্সথিতি( লেখা দিয়ে ভেগে যাওয়া), পাঠক বঞ্চিত করণ সত্ত্বেও আপনি/আপনাদের ময়নামি দেখতে ভালই লাগে। আপনার প্রাণবন্ত উপস্থিতির জন্য অবশ্যই ধন্যবাদ।
আপনার লেখনীর সাফল্য কামনা করি।
বন্যা লিপি
মহারাজ, আপনি আমাকে তীর ছুঁড়লেন অবধারিত লক্ষ্যে, ব্লগে অনুপস্থিতী, মানছি,এর বিষদ কারন থাকলেও ব্যাখ্যা বিষোদাকারে করতে পারছি না বলে অপারগতা প্রকাশ করছি।
এই লেখাতেই উপস্থাপন করেছি বিষয়টা যে, (যারা অনুপস্থিত ছিলেন,) কিছুটা ম্লান হয়েই মিলনমেলা সম্পন্ন হয়েছে।অর্থাৎ সবাইই অনুপস্থিত ব্লগারদের অভাব অনুভব করেছি একান্ত ভাবে। মেকি অজুহাত একটাও দেইনি। লেখা দিয়ে ভেগে যাই, এটা মানছি । আপনার অভিযোগ আমি পেষ্ট করে রাখছি, এবং এ বিষয় নিয়ে আমার ইচ্ছে আছে দু’কথা বলার।
পাঠক বঞ্চিত হচ্ছে বললে নির্ঘাত ভুল বলা হবে।প্রচুর লেখা প্রতিদিন জমা পরছে।সঞ্চালক এবং এডমিনরাও দায় এড়াতে পারেন না (এই লাইনটা নিয়ে ভাববেন আশা করি) যদিও বেশ বড় ধরনের কথা বলে ফেললাম। সে জন্য মাফ চেয়ে নিচ্ছি।
নিরন্তর কৃতজ্ঞতা।
ছাইরাছ হেলাল
উহ, আপনার লেখা নিয়ে কথা হচ্ছে।
অবশ্যই আমাদের ভাবনায় আছে, লক্ষ্য করার জন্য ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
সবুরে মেওয়া ফলে
সুন্দর এই লেখাটির আশায় ছিলাম বলে।
আশা হলো পুরন আপু ,
তাই শুভ কামনা।
বন্যা লিপি
আশা পূরণ হলো জেনে আনন্দিত অনুভব করছি দাদা। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
শুভেচ্ছা ও অভিনন্দন দিদি।
বন্যা লিপি
দাদাভাই, কৃপণতা ছাড়ো।মন্তব্যে উদার হও। উপদেশ নয়, অনুরোধ। ভালো থেকো সবসময়। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
বন্যা লিপি
অনেক ধন্যবাদ রইলো।শুভেচ্ছা জানবেন।
রেহানা বীথি
সেন্সর করা কথোপকথন অংশটা দারুণ লাগলো আপু। ঠিক যেমন আপনাকে দেখে লেগেছিল সেদিন।
ভালো থাকবেন আপু। শুভকামনা সবসময়।
বন্যা লিপি
আমার ইচ্ছে আছে মিলনমেলার অনুভূতি নিয়ে আরেকটা লেখা দেবার। বাকি কথা সেখান থেকেই পড়ে নেবেন আশা রাখছি ইনশাল্লাহ্। আপনাকে ভালবাসা আপু🌹🌹
রেহানা বীথি
অপেক্ষায় রইলাম আপু।
নিতাই বাবু
মিলনমেলায় যাবার আগে ব্লগের অনেকের ছবি আর লেখা নিজের মনে ধারণ করে নিয়েছিলাম। তারমধ্যে আপনি একজন। সেদিন খুব সামনে থেকে আপনাকে দেখেছি, দিদি। সত্যি মিলনমেলায় আয়াপনাদের সাথে দেখা করতে পেরে আমি ধন্য। আশা৷ করি একরকম মিলনমেলা প্রতিবারই হবে। সেই আশাই থাকলাম। দেরি করে হলেও মিলনমেলা নিয়ে চমৎকার উপস্থাপন করেছেন, শ্রদ্ধেয় দিদি। শুভকামনা থাকলো।
বন্যা লিপি
একই অনুভূতি আমারো হয়েছিলো দাদা।সবাইকে কাছ থেকে দেখার সুযোগ।
এবং আশ্চর্য হয়েছি বউদি এতটা অসুস্থ্য থাকতেও আপনি শুধু সোনেলার মিলনমেলায় উপস্থিত হয়েছেন। এটা ছিলো সত্যি আপনার সোনেলার প্রতি নিদারুন ভালবাসার দৃষ্টান্ত। সবসময় ভালো থাকবেন দাদা।শুভ কামনা।
নিতাই বাবু
এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, শ্রদ্ধেয় দিদি। তবে অন্যকোন সমস্যা নয়, এটা তাঁর পুরানো সমস্যাগুলো একত্রিত হয়ে ভয়াবহ রূপধারণ করেছে। দুইদিন আগে এম,আর করানো হয়েছে। এখন দেখা যাক, ঔষধে কী ফল হয়! আশীর্বাদ প্রার্থী।
তৌহিদ
আপু খুব সুন্দর করে মিলন মেলার অনুভূতি বর্ণনা করলেন। আসলে আমি আর শবনম দুজনেই আপনাদেরকে মিস করেছি। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে যেতে পারেনি। ইনশাল্লাহ পরের বার দেখা হবে। আর হ্যাঁ এডমিনগণ আসেন না এটা ঠিক নয়।এডমিনগণ নিশ্চয়ই আসেন ,কেউ কম কেউ বেশী। আমি নিজেই অনুপস্থিত ছিলাম ক’দিন।
সম্মাননা স্মারক এর জন্য অভিনন্দন জানবেন। আর এ পুরস্কার কিন্তু হেমন্ত বন্দনার জন্য নয়, পৌষ সংক্রান্তি লেখা উৎসবের জন্য হা হা হা।
বন্যা লিপি
ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।
সম্পাদনা করেছি। আশা নিয়ে বেঁচে থাকি। যদি বেঁচে যাই ইনশাল্লাহ্ আবার কোনো মিলন মেলার অপেক্ষায়।(তখনো আবার কোনো অজুহাত খাড়া না হয়ে যায়!)
ভালো থাকবেন নিরন্তর।