দীর্ঘদিন কোনকিছুকে চোখের সামনে দেখতে থাকলে মনেপ্রাণে সেখানে ভালোবাসার জন্ম হয়। আমার কাছে সোনেলা ঠিক তেমনই একটি অনুভূতির নাম। সোনেলা শুধুমাত্র একটি লেখা প্রকাশের মাধ্যম নয়। সোনেলা আমার কাছে মনের ভাব বিনিময়ের অন্যতম একটি মাধ্যম বলে মনে করি; যেখানে আমরা সকলেই নিজের সুখ দুঃখকে ভাগাভাগি করে চলেছি লেখার মাধ্যমে।
নিরন্তর বয়ে চলা আবেগের নদীতে সোনেলার পালতোলা নৌকার পাটাতনে বসে গল্প, কবিতা, প্রবন্ধ লিখে লেখকগণ ভাসিয়ে দিচ্ছেন পাঠককুলের পাড়ে। আর পাঠক? তারা যেন লেখা পড়ে হচ্ছেন বিবাগী পথিকের মত সম্মোহিত। পানকৌড়ির মন্ত্রমুগ্ধ শিকারের মত দুর্জেয়। তবু পড়ার পিপাসা মেটেনা আমাদের। পড়তে চাই বেশি বেশি। পাঠকের পিপাসা মেটাতে সোনেলা অগ্রগামী একথা বলার অপেক্ষা রাখেনা।
সোনেলায় আমার পথচলা খুব বেশি দিনের নয়। লেখক হিসেবে সোনেলায় আমারও একটি আইডি থাকবে এই বাসনা মনে পুষে রেখেছিলাম বেশ কিছুদিন ধরে। এরইমাঝে একদিন আমাদের প্রিয় ব্লগার সাবিনা আপু সোনেলার ফেসবুক গ্রুপ পেজের একটি পোস্টের মন্তব্যে সোনেলা ব্লগে আইডি খোলার জন্য প্রথম আমাকে বলেন। ব্যস, আমার সেই বাসনা যেন আরও তীব্র হয়ে উঠলো।
সেই সময় আমার নিজের পড়াশুনার প্রচন্ড ব্যস্ততা চলছিল। আমি ব্লগার তৌহিদকে বলি ব্লগে আমার নিজের আইডি খুলে দেয়ার জন্য। উনি জিসান দাদার সঙ্গে আলোচনা করে ২০১৯ সালের মার্চ মাসের ২৮ তারিখে আমাকে নিয়ে এসেছেন সোনেলার উঠোনে।
আইডি খুলে দেয়ার শুরুতে পাসওয়ার্ড জটিলতার কারণে বেশ কিছুদিন ব্লগে আসতে পারেনি সেসময়। পরবর্তীতে জিসান দাদা নিজের শত ব্যস্ততার মাঝেও অনেক কষ্ট করে আমার আইডি নিয়ে সেই পাসওয়ার্ড জটিলতার সমাধান করেছেন। এজন্য জিসান দাদার কাছে কৃতজ্ঞ।
সোনেলায় একজন লেখক হিসেবে আমাকে সম্মাননা পুরস্কার প্রদান এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। গতবছরের মিলনমেলায় উপস্থিত থাকতে পারিনি কিন্তু সোনেলা কর্তৃপক্ষ যে অবিবেচক নন তা প্রমাণ করেছেন। যথাযথ মর্যাদায় শ্রদ্ধেয় জিসান দাদা আমার পক্ষে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করে আমাকে নিজ দায়িত্ব পাঠিয়ে দিয়েছেন। এই সম্মান প্রাপ্তির জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানালেও খুবই কম হয়ে যাবে।
সোনেলা ব্লগ কর্তৃপক্ষ তাদের সকল সহব্লগারদের সোনেলায় বিচরণ দীর্ঘতর এবং মসৃণ করতে দিনরাত্রি নিরলস পরিশ্রম করছেন। অন্যকেউ বললে হয়তো এতটা বিশ্বাস করতামনা। কিন্তু চোখের সামনে দেখছি সোনেলাকে ভালোবেসে দিনরাত পরিশ্রম করে যাওয়া ব্লগ অন্তপ্রাণ কিছু মানুষের অভিব্যক্তি। আমিও সোনেলার একজন একথা বলতে গর্ববোধ করি।
সোনেলার ব্লগারগণ মানসম্মত লেখা প্রকাশ করে চলেছেন নিত্যদিন। গঠনমূলক মন্তব্যে অনুপ্রেরিত করছেন একে অপরকে এটা দেখে আমিও উৎসাহ পাই। লিখালিখির ক্ষেত্রে এই উৎসাহ সোনেলা ব্যতিরেকে আর কোথাও পাইনি আমি। আমার দুঃখ একটাই, এখন পর্যন্ত খুব বেশি লেখা পোষ্ট করতে পারিনি সোনেলায়। তবে অপেক্ষা আর বেশিদিন নয়! অতিসত্ত্বর নিয়মিত লেখা প্রকাশ করার আশা রাখি।
পরিশেষে, সোনেলার জন্মমাসে সোনেলার সকল পাঠক, লেখক এবং শুভানুধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সোনেলা ব্লগ তার নিজ গতিতে এগিয়ে চলুক এটাই প্রার্থণা।
৩৪টি মন্তব্য
শামীম চৌধুরী
সোনেলাকে নিয়ে তোমার অনুভুতি জেনে খুব ভাল লাগলো।
শুভ ব্লগিং।
শবনম মোস্তারী
অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন আমার জন্য।
ইঞ্জা
সোনেলার উঠোনকে কেউ না ভালোবেসে পারবেনা, তেমনি সময়ে সময়ে আপনি জানান দিয়েছেন আপু, আপনি সোনেলার অগ্রদূতের সহধর্মিণী বলে নন, একজন ব্লগার হিসাবেই আপনার লেখা আমাকে অনেক কিছুই শেখায়।
ভালো থাকবেন আপু।
শবনম মোস্তারী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সত্যি সোনেলাকে না ভালোবেসে থাকাই যাবেনা।
সোনেলা যেমন লেখার অনুপ্রেরনা দেয়, তেমনি অনেক কিছুই এখান থেকে শিখেছি এবং প্রতিনিয়ত শিখে চলেছি..
ইঞ্জা
শেখার শেষ নেই আপু আর সোনেলা আরেকটি মাধ্যম যেখানে অনেক কিছুই শেখা যায়।
সুপায়ন বড়ুয়া
“সোনেলা শুধুমাত্র একটি লেখা প্রকাশের মাধ্যম নয়।
সোনেলা ঠিক তেমনই একটি অনুভূতির নাম। “
আপু আপনার এই উক্তিতে মনে পড়ে যায়
প্রিয় নেতা প্রয়াত আশরাফ ভাইকে।
আপু নিয়মিত লিখতে থাকুন।
ভাল থাকুন। শুভ কামনা।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা।
সত্যিই এ এক অন্য অনুভূতি।
ভাবনা গুলো যেনো এখানে এসে পরিপূর্ণতা পেতে থাকে।
ফয়জুল মহী
চমৎকার, সুন্দর বিষয় উপস্থাপন I
শবনম মোস্তারী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
সুরাইয়া পারভীন
সত্যিই আপু সোনেলার একজন হতে পেরে আমিও খুব গর্বিত। এই এতো সন্মান এতো শ্রদ্ধা এতো ভালোবাসা আর কোথাও পাওয়া যেতো বলে আমার মনে হয়নি
চমৎকার লিখেছেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু।
সত্যিই, সনেলা পরিবারের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগে, অনেক গর্ববোধ হয়।
আরজু মুক্তা
শুভকামনা আপু।
আপনার লেখা পড়ার অপেক্ষায়।
শবনম মোস্তারী
অসংখ্য ধন্যবাদ আপু।
চেষ্টা করবো আপু
দোয়া রাখবেন
সুপর্ণা ফাল্গুনী
এখানে এসে নিজেকে ধন্য মনে করছি। অনেক কিছু শিখেছি, শিখছি। সুস্থ, সুন্দর লেখাগুলো, ভাবনাগুলো কে প্লাটফর্ম দেবার জন্য সোনেলার প্রতি কৃতজ্ঞ। আপনার লেখা পড়তে চাই বেশি বেশি। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
শবনম মোস্তারী
অনেক ধন্যবাদ দিদি।
এলোমেলো সব ভাবনা গুলোকে কিভাবে একটা গঠনমূলক কাঠামোতে সাজাতে হয়, তা সোনেলাতে এসেই শিখেছি। এজন্য আমি কৃতজ্ঞ।
অবশ্যই নিয়মিত লেখার চেষ্টা করবো দিদি।
ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
আমরা সবাই একটা পরিবার এটা ভাবতেই ভালো লাগে।
শুভ কামনা আপু। লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন।
শবনম মোস্তারী
অসংখ্য ধন্যবাদ আপু।
চিরকাল অটুট থাকুক এই পরিবারের বন্ধন।
আপনিও ভালো থাকবেন আপু।
নাসির সারওয়ার
সোনেলা সুস্থ সাহিত্য নিয়ে থাকে বলেই সবার পছন্দ (যারা এখানে আছেন)। সোনেলার প্রতি আপনার টানের প্রকাশ বেশ ভালো ভাবেই এনেছেন।
তা আপনি যে নিয়মিত লিখবেন, তার তরিকাটা আমাকেও জানিয়েন। আমিও লিখতে চাই।
ভালো থাকুন।
শবনম মোস্তারী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সত্যিই ভাইয়া, ‘সুস্থ সাহিত্য চর্চা’- এই কারনেই সোনেলা আমার অনেক পছন্দ।
নিয়মিত লেখার তরিকা টা প্রক্রিয়াধীন..😀
প্রক্রিয়া সস্পূন্ন হলেই জানাবো ভাইয়া..😀
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা।
আপনাকেও শুভেচ্ছা ।
তৌহিদ
সোনেলাকে নিয়ে আপনার অনুভূতি জেনে ভালো লাগলো। সোনেলাকে অনুভব করে মনেপ্রাণে ভালোবেসে যারা এখানে বিচরণ করেন আপনিও তাদের একজন। সোনেলার সম্মাননা প্রাপ্তি হৃদয়ে ধারণ করে নিয়মিত লিখুন। এটাই প্রত্যাশা।
শুভকামনা সবসময়।
শবনম মোস্তারী
অনেক অনেক ধন্যবাদ।
আশা রাখছি সবসময় এভাবেই অনুপ্রেরণা দিবেন।
মোঃ খুরশীদ আলম
আপনার কৃতজ্ঞতাবোধ অসাধারণ। ব্লগ নিয়ে প্রকাশিত অনুভূীতও ঈর্ষা করার মতো।
ভাল লেগেছে প্রত্যেকটি লাইন। সুস্থ থাকবেন। এ ব্লগে আমি নতুন। সময় সুযোগ হলে আমার প্রোফাইল ঘুরে দেখার আমন্ত্রন রইল। ভাল থাকবেন।
শবনম মোস্তারী
অসংখ্য ধন্যবাদ।
স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে ।
অবশ্যই দেখবো ভাইয়া।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এমন করে সোনেলাকে মনে রাখার জন্য।
তবে যাই বলুন না কেন, এবারে প্রমান দিতে শুরু করুন, আমরা সামান্য পাঠিক মাত্র।
ওহ! আপনাকে চিনছি!! ঐ যে তৌহিদ ভাই খাই খালি স্বজন প্রীতি করে!!
নিমিত হতে আর কত সময় নেবেন!! এভাবে বলে বলে!!
শবনম মোস্তারী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া হিসেবে আপনারাও স্বজনপ্রীতির অংশ কিন্তু!😀
ধীরে ধীরেই এগোতে চাই ভাইয়া
দোয়া করবেন।
বন্যা লিপি
আমার পৌষী ভাবি, আপনার সোনেলায় শুভাগমনের শুরু থেকেই আপনাকে সহব্লগার হিসেবে পেয়ে আমিও গর্বিত। আপনার পড়াশুনার ব্যাস্ততার কারনে আপনি প্রায় অনুপস্থিত থাকেন জানি। এবার একটু পাঠক ছেড়ে আমাদেরও পাঠক হবার সুযোগ দেবেন বলে আমাদের আবাদার। আপনার চৌকশ লেখার দ্যুতি আমাদেরকেও আলোকিত করুক।
সোনেলা শুধু মাত্র লেখক পাঠকের মধ্যেই আবদ্ধ থাকেনি। ক্রমশ সোনেলা সমস্ত লেখকদের সাথেই পরিবারের মত বন্ধনে জড়িয়ে আছে। এখানে সব লেখক পাঠক একে অন্যের আপনজন।
একটা নিশ্চিত সুস্থ সাহিত্য চর্চার নির্ভরতার গর্বের স্থান সোনেলা।
আপনার জন্য শুভ কামনা ভালবাসা।
শবনম মোস্তারী
অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাদের মতো গুনী মানুষদের সান্নিধ্যে থাকতে পেরে সত্যিই আমি ধন্য।
সত্যিই সোনেলা সুস্থ সাহিত্য চর্চার এক নির্ভরতার জায়গা।
আজীবন অটুট থাকুক এই পরিবারের বন্ধন।
আপনার জন্যও শুভকামনা রইলো আপু।
মনির হোসেন মমি
দ্রুত হাফ সেঞ্চুরী করুন অথবা এ বছরের মধ্যেই সেঞ্চুরী করুন আমরা ঘটা করে অভিনন্দন জানাব।সোনেলা ব্লগে আপনাদের; অবদান অনেক উচুতে।স্যালুট জানাই।আর পাশাপাশি অবশ্যই নিয়মিত পোষ্ট চাই।যাদের প্রতি ভালবাসা শ্রদ্ধা থাকে তাদের প্রতি অধিকারও থাকে তাই আমরা পাঠকরা আপনার কাছ আরো বেশী লেখা চাই।
জয়তু সোনেলা
শুভ জন্মোৎসব সোনেলা।
শবনম মোস্তারী
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনারাই তো আমাদের অনুপ্ররণা।
অবশ্যই চেষ্টা করবো নিয়মিত লেখার।
হাফ সেঞ্চুরী পর্যন্ত ঠিক আছে, সেঞ্চুরী সেতো বহুদূর।😀😀
রেজওয়ানা কবির
সোনেলা এক অসাধারণ শেখার স্কুল আমার কাছে।এখানে আসা মানে জানা,শেখা,লেখা সর্বোপরি সোনেলাকে ভালোবেসে ফেলা।অনেকসময় দীর্ঘদিনেও ভালোবাসা যায় না,আবার অনেক সময় খুব অল্প সময়েই আপন করে নেয়া হয়,সোনেলা আমার কাছে অল্পতেই আপন করে নেয়া একটা জায়গা।ভালো থাকবেন আপু,শুভকামনা।
শবনম মোস্তারী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আসলেই সোনেলা পরিবারের বন্ধনটাই এরকম ভালোবাসা আর স্নেহে ভরা..
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো আপু।
জিসান শা ইকরাম
সোনেলাকে নিয়ে আপনার আবেগ লেখায় ফুটে উঠেছে।
ব্যস্ততার মাঝেও সোনেলাকে আঁকড়ে ধরে আছেন এটি সোনেলার সবাই উপলব্ধি করেন।
বাংলা ব্লগ সাইট সমূহের মধ্যে সোনেলার মত ব্লগারদের মাঝে এত আন্তরিকতা আর কোথাও নেই।
এটি সম্ভব হয়েছে আপনার মত ব্লগারদের কারণেই।
আপনি সহ অন্যান্য ব্লগারদের আন্তরিক নিরলস চেষ্টায় সোনেলা এই পর্যন্ত পৌঁছুতে পেরেছে,
আরো সামনে এগিয়ে যাবে ইনশ আল্লাহ।
ভালো থাকবেন আপু।
শুভ কামনা, শুভ ব্লগিং।