একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
ধীরে ধীরে জায়গা হলো তার, কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিলো টুঙ্গিপাড়া গ্রামে।
তার আগমনে যেন মুক্তির বার্তা, এলো ধরাধামে।
অন্তরটি তাহার বিশাল বড়ো,অনেক দয়া মায়া,
সব মায়ের চোখে দেখতে পায় সে, নিজ মায়েরই ছায়া।
দেশের মানুষ মুক্তি চায় ,পায়না কোন দিশা।
দিনেদিনে তার নির্দেশনায় কাটলো অমানিশা।
বজ্র কণ্ঠের যাদুতে তার হ্যামিলনের বাঁশি,
তার স্পর্শে দুঃখী বাঙালির, ফুটলো মুখে হাসি।
ছেলে তো নয় হিরের টুকরো দেশবাসী তা জানে।
তাকে সবাই বঙ্গবন্ধু ডাকে, জাতির পিতা মানে ।
হাজার শতাব্দী চিরঅমর রবে তার মৃত্যুহীন প্রাণ,
সে যে আমাদের প্রাণাধিক প্রিয় শেখ মুজিবুর রহমান।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সোনার ছেলে, হীরের টুকরা আমাদের সবার প্রিয় শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু , জাতির পিতা বিনম্র শ্রদ্ধা তোমায়।
ইসিয়াক
শুভকামনা রইলো দিদিভাই্
ছাইরাছ হেলাল
অবশ্যই তিনি মৃত্যুহীন প্রাণ নিয়েই আমাদের মাঝে বেঁচে আছেন/থাকবেন।
আপনাকেও ধন্যবাদ।
ইসিয়াক
কৃতজ্ঞতা রইলো হেলাল ভাই।
সাবধানে থাকুন।ভালো থাকুন।
রেহানা বীথি
মৃত্যুহীন প্রাণ, অতল শ্রদ্ধা।
খুব সুন্দর লিখেছেন ।
ইসিয়াক
শুভকামনা জানবেন আপু।
সুপায়ন বড়ুয়া
“দেশের মানুষ মুক্তি চায় ,পায়না কোন দিশা।
দিনেদিনে তার নির্দেশনায় কাটলো অমানিশা।”
অসাধারণ !
মুজিব তোমার জন্মদিনে
কাটুক করোনা অমানিশা।
শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা রইলো দাদা।
সাবধানে থাকুন। ভালো থাকুন।
শুভকামনা।
ফয়জুল মহী
শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।
ইসিয়াক
ধন্যবাদ রইলো ভাইয়া।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অনবদ্য কাব্যকথন।
শুভ জন্মদিন হে মহানায়ক।
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ফজলে রাব্বী সোয়েব
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ধন্যবাদ।
ইসিয়াক
শুভেচ্ছা রইলো ভাইয়া।
হালিম নজরুল
বজ্র কণ্ঠের যাদুতে তার হ্যামিলনের বাঁশি,
তার স্পর্শে দুঃখী বাঙালির, ফুটলো মুখে হাসি।
ইসিয়াক
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ রইলো ভাইয়া।
তৌহিদ
চমৎকার লিখেছেন দাদা।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। মুজিববর্ষ সফল হোক এটাই কাম্য।
ভালো থাকবেন।
ইসিয়াক
আপনিও ভালো থাকুন ,সতর্ক থাকুন ভাইয়া।
জিসান শা ইকরাম
খুব সুন্দর উপস্থাপনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলী।
ইসিয়াক
মন্তব্যে অনেক অনেক অনুপ্রাণিত হলাম ভাইয়া।
ভালো থাকুন। সতর্ক থাকুন ভাইয়া।
শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
ইসিয়াক
অনেক ধন্যবাদ রইলো ভাইয়া