সেরা সম্পদ (একটি বেহুদা রচনা)

আমার মন ২৫ ফেব্রুয়ারি ২০১৪, মঙ্গলবার, ১২:৫৯:২৯পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

সদা জাগ্রত নিবেদিত আমরা
চিত্ত ভয়হীন অসংকোচ প্রকাশে উদ্দাম
সত্য পথ আর পথিকের প্রেরণা
দুর্নীতি মুক্ত হৃদয়ে সাহসী তরুণেরা।

অসহায়ের সাথী পথ হারা পথিকের পাথেয়
অন্ধকারের নিকশ কালোর এক চিলতে আশার আলো
শত ঝড়-উচ্ছাসের নিপীরিতদের আশ্রয়
দুর্নীতির বিরোদ্ধে নতুন এক ইন্দ্রিয়।

দেশের সেরা সম্পদ তরুণ সমাজ
নি:সন্দেহ বিশ্বাসে যাচ্ছে সামনে
প্রকৃত স্বাধীনতার প্রেরণায়
দুর্নীতি মুক্ত দেশ গঠনে আজ।

৭৮১জন ৭৮১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ