ভালোই লিখেছেন।সম্প্রদায় না কি প্রকৃতির হবে ভাইয়া। নারী ও বৃক্ষের কিছু মিল আছে।আবার পুরুষ ও বৃক্ষেরও মিল আছে। যে যেমন ভাবে।ভাইয়া ফটোশপ ভালোই পারেন মনে হচ্ছে (y)
বৃক্ষ সর্বংসহা ও উৎপাদনশীল। নারীও সর্বংসহা এবং উৎপাদনশীল। বৃক্ষের ছায়া ও ফল যেমন কাজে দেয় তেমনি বিরূপ বা প্রাকৃতিক ধ্বংসলীলায় বৃক্ষ অনেক সময় ক্ষতিও করে। অন্যদিকে নারী যেমন সন্তান ধারণ ও সংসার ধারণে সিদ্ধহস্ত তেমনি বিরূপ ও ছলনার কোপে নারী ধারণ করে রুদ্রমূর্তি বা বিষের মতো প্রাণঘাতী।
শেষ লাইনে দারুণ একটা ধাক্কা দিলেন।
আশা রাখছি পোস্টদাতা তাঁর এই কবিতা নিয়ে কিছু জানাবেন আমাদের। ধন্যবাদ -{@
১২টি মন্তব্য
তানজির খান
অর্থ বুঝিলাম না। শুধুই মাথার উপর দিয়ে গেল।
প্রলয় সাহা
নারী ও বৃক্ষ কী একি সম্প্রদায়ের! লাইনটা বুঝেছেন দাদা?
আবু খায়ের আনিছ
নারী আর বৃক্ষ এক সম্প্রদায়ের হতে পারে কি করে?
লীলাবতী
ভালোই লিখেছেন।সম্প্রদায় না কি প্রকৃতির হবে ভাইয়া। নারী ও বৃক্ষের কিছু মিল আছে।আবার পুরুষ ও বৃক্ষেরও মিল আছে। যে যেমন ভাবে।ভাইয়া ফটোশপ ভালোই পারেন মনে হচ্ছে (y)
প্রলয় সাহা
তেমন পারি না। চেষ্টা করি। ভালো থাকবেন।
ব্লগার সজীব
আমি আসলে তেমন বুঝিনি কবিতাটি।বৃক্ষটি কি কেটে ফেলেছিলেন যিনি রোপণ করেছিলেন?
প্রলয় সাহা
সজীব ভাই নারীকে বৃক্ষের সাথে তুলনা করলাম মাত্র।
নীতেশ বড়ুয়া
বৃক্ষ সর্বংসহা ও উৎপাদনশীল। নারীও সর্বংসহা এবং উৎপাদনশীল। বৃক্ষের ছায়া ও ফল যেমন কাজে দেয় তেমনি বিরূপ বা প্রাকৃতিক ধ্বংসলীলায় বৃক্ষ অনেক সময় ক্ষতিও করে। অন্যদিকে নারী যেমন সন্তান ধারণ ও সংসার ধারণে সিদ্ধহস্ত তেমনি বিরূপ ও ছলনার কোপে নারী ধারণ করে রুদ্রমূর্তি বা বিষের মতো প্রাণঘাতী।
শেষ লাইনে দারুণ একটা ধাক্কা দিলেন।
আশা রাখছি পোস্টদাতা তাঁর এই কবিতা নিয়ে কিছু জানাবেন আমাদের। ধন্যবাদ -{@
প্রলয় সাহা
আপনি অনেকটাই ধরতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ। আপনার নিয়মিত উপস্থিতি কামনায় -{@
মরুভূমির জলদস্যু
দুজনেরই প্রাণ আছে তবে নিশ্চল
প্রলয় সাহা
একদম ঠিক বলেছেন দাদা। (y)