সুন্দরতম স্বপ্নের খোঁজে

ভোরের শিশির ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১২:২৯:১৮পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

একাকী জলভাঙা চাঁদে কিংবা ধুলো লাগা ঝরা পাতায় তুমিহীনতায় ভুগবো,
ভুগবো সুন্দরতম কোন গানে অথবা কাকের কর্কশ ধ্বনিতে।
কেন! কাক হয়ে ঘুরেছি তোমার ছায়াতে আর পৃথিবীর সুন্দরতম গানে তোমাকে না পেয়ে।
ক্লান্ত মেঘাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে দুপুরে কিংবা বিনিদ্র রজনীর কালিমাখা দু’চোখ খুঁজবো,
খুঁজবো কুয়াশাস্নাত এলোমেলো বাতাসে অথবা ভীড়ের মাঝে তোমাকে পিছনে রেখে তোমার পদধ্বনিতে।
কি করে! দুপুরের ক্লান্তিহীন ছুটে যাওয়া আর সতেজ দু’চোখে তোমার প্রশ্রয়ের অভিমান নিতে।
নিরবিচ্ছিন্ন উদাস করা অপেক্ষা আর ভুলে যাওয়ার দুঃসহ কষ্টের মাঝে তোমায় দেখবো,
দেখবো হাস্যোল্লাসের দুর্দান্ত আড্ডায় অথবা কোঁকড়া চুলের কোন নতুন প্রজন্মতে।
মানে! দুঃসহ কষ্টের মাঝে তুমি জড়িয়ে ছিলে আর ছোট্ট কিন্তু কোঁকড়ানো চুলের কিশোরীটি আমাদের হতে পারতো আমাদের সুখের স্মৃতিতে।

৫৯৭জন ৫৯৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ