একাকী জলভাঙা চাঁদে কিংবা ধুলো লাগা ঝরা পাতায় তুমিহীনতায় ভুগবো,
ভুগবো সুন্দরতম কোন গানে অথবা কাকের কর্কশ ধ্বনিতে।
কেন! কাক হয়ে ঘুরেছি তোমার ছায়াতে আর পৃথিবীর সুন্দরতম গানে তোমাকে না পেয়ে।
ক্লান্ত মেঘাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে দুপুরে কিংবা বিনিদ্র রজনীর কালিমাখা দু’চোখ খুঁজবো,
খুঁজবো কুয়াশাস্নাত এলোমেলো বাতাসে অথবা ভীড়ের মাঝে তোমাকে পিছনে রেখে তোমার পদধ্বনিতে।
কি করে! দুপুরের ক্লান্তিহীন ছুটে যাওয়া আর সতেজ দু’চোখে তোমার প্রশ্রয়ের অভিমান নিতে।
নিরবিচ্ছিন্ন উদাস করা অপেক্ষা আর ভুলে যাওয়ার দুঃসহ কষ্টের মাঝে তোমায় দেখবো,
দেখবো হাস্যোল্লাসের দুর্দান্ত আড্ডায় অথবা কোঁকড়া চুলের কোন নতুন প্রজন্মতে।
মানে! দুঃসহ কষ্টের মাঝে তুমি জড়িয়ে ছিলে আর ছোট্ট কিন্তু কোঁকড়ানো চুলের কিশোরীটি আমাদের হতে পারতো আমাদের সুখের স্মৃতিতে।
২০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সুন্দরতম স্বপ্ন তো পেয়েই গেছেন। ভালো লেগেছে খুব।ভীড়ের মাঝে তোমাকে পিছনে রেখে তোমার পদধ্বনিতে। এই লাইনটা অন্যরকম ছিলো।
তুমিহীনতা একটি বড় ধরনের রোগ। এই রোগের কোন ভ্যাকসিন নেই। কেউ ভুগলেও চিকিৎসা নেই।
নীতেশ বড়ুয়া
অনেকদিন পর আবার আপনাকে পেলাম 😀
ভ্যাকসিন! আহা… এই মন নিয়ে কত গুণী জ্ঞানীরা কত কিছু বলেছেন করেছেন… কেউ যদি পারতো মনের ঠাঁই খুঁজে নিতে 😀
রিমি রুম্মান
নিরবিচ্ছিন্ন উদাস করা অপেক্ষা আর ভুলে যাওয়ার দুঃসহ কষ্টের মাঝে তোমায় দেখবো… এ দেখাতে যদি আনন্দ হয়, তবে তাই হোক। তুমিহীনতার মাঝেই যে “তুমি”কে খুঁজে বেরাবার আনন্দ।
নীতেশ বড়ুয়া
অর্থাৎ, ফেলে আসা অতীতে বারেবারে খুঁজে নেওয়া। হয়তো সাথে আছে বর্তমানে বা ভবিষ্যতে নেই তবুও অতীতকে স্বীকার করা 🙂
তুমিহীনতার মাঝে ‘তুমি’কে খোঁজা আনন্দ নাকি বিষন্নতা! কি জানি!!
ধন্যবাদ আপু 🙂
ভাল লাগলো আবার আপনাদের পেয়ে -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মানে! দুঃসহ কষ্টের মাঝে তুমি জড়িয়ে ছিলে আর ছোট্ট কিন্তু কোঁকড়ানো চুলের কিশোরীটি আমাদের হতে পারতো আমাদের সুখের স্মৃতিতে।
অপেক্ষায় থাকুন হয়তো হবে -{@
নীতেশ বড়ুয়া
চলার পথে কষ্টের দিনগুলোতে যে সাথে ছিলে তাকে নিয়েই স্বপ্ন দেখে ভবিষ্যৎ গড়ার… হয়তো নতুন প্রজন্ম গড়ার, হয়তো বা সেই সাথীটির আদলে ভবিষ্যৎকে দেখার…
আমিও অপেক্ষায় রইলাম হবে কারো নয়তো বা সবার 😀
ধন্যবাদ মনির ভাইয়া 😀 -{@
আবু জাকারিয়া
ভাল লাগল।
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ ভাইয়া 🙂
মোঃ মজিবর রহমান
কাক হয়ে ঘুরেছি তোমার ছায়াতে আর পৃথিবীর সুন্দরতম গানে তোমাকে না পেয়ে।
ভাল লাগা রেখে গেলাম শ্রধ্বেয়।
নীতেশ বড়ুয়া
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারাই শ্রদ্ধেয় 🙂
ব্লগার সজীব
অনুপস্থিত সব কিছুই আমাদের কাছে আকর্ষনীয়।কবিতা ভালো লেগেছে।
নীতেশ বড়ুয়া
দারুণ বলেছেন 😀 থ্যাঙ্কিয়ু (3
শিশির কনা
অনুভুতির সুন্দর প্রকাশ।
নীতেশ বড়ুয়া
থ্যাঙ্কিয়ুউউউউউউউ আপনার মনকে ছুঁয়েছে বলে ^_^
খেয়ালী মেয়ে
সব কল্পনা স্বপ্নগুলোই সুন্দর….ইশশশশ যদি বাস্তবে সব স্বপ্ন/কল্পনাগুলো ধরা দিতো..
নীতেশ বড়ুয়া
এইজন্যেই স্বপ্ন/কল্পনা আর বাস্তবতা একই জায়গায় হলেও যোজন যোজন ফারাক 🙂
ধন্যবাদ 🙂
স্বপ্ন
পেলে জানাবেন ভাইয়া। খুবই ভালো লেগেছে।
নীতেশ বড়ুয়া
মিথ্যের বেসাতিতে ভবিষ্যৎ নেই যে 🙂
জিসান শা ইকরাম
বয়স নেই,নইলে আমিও খুঁজতে যেতাম 🙂
ভালো হৈসে (y)
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ ভাইয়া 🙂 আপনি এখনো আমার থেকেও ইয়াং 😀