আমি আজ আর কোথাও যাব-না
এই নীলাকাশ ছেড়ে….
কোথাও নাহ, আর-না,
দুই ভ্রূর মাঝে আর এক চোখ দিয়ে শুধুই দেখে যাব
সীমাহীন নীলাকাশ……।
জড়োসড়োর বেদনাদায়ক ঝুঁকি,
অন্ধকারের ব্যাখ্যাকার,
নিজেকে লুকিয়ে রাখার উন্মুখ উন্মুক্ত-গোপন অভিসার,
জ্বলন্ত হতাশার শিকার,
কান্না চেপে কান্নায় ভেঙ্গে পড়ে
নিঃশব্দে হেঁটে আসা, ফেলে আসা দীর্ঘ-পথ!
সে যাই হোক-না কেন
হৃদয়ের গোপন ভাঁজে লুকিয়ে রাখা
নীলাকাশ দেখে নেব খুঁজে খুঁজে,
অবিশ্রান্ত ভাবে।
* অ-কবিতা
৩২টি মন্তব্য
সুরাইয়া পারভীন
আগে তো প্রথম হবার উপহার নিই
পরে না হয় করবো মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, গিফট দিতে আমিও কার্পণ্য রাখিনা প্রিয় কবি। নিন, সব আপনার 🌷🌸🌹🌺🌻🌼
সুরাইয়া পারভীন
লাভ ইউ সো মাচ❤❤
ছাইরাছ হেলাল
আমার নীলাকশের দিকে চোখ লাগানো/গালানো একদম ঠিক না।
যতোই লুকোলুকি করুন কাজের কাজ হবে বলে মনে হয় না।
এই নীলাকাশ অনেক কিছু গিলে বসে আছে।
অধ্যাবসায় নিয়ে লেগে থাকুন অবিশ্রান্ত ভাবে, মানির মান কার হাতে কে জানে!!
রোজ দু’খানা করে লেখা চাই, আপাতত, পরে না হয় আরও বাড়িয়ে দিবেন!!
সাবিনা ইয়াসমিন
আপনার নীলাকাশ মানে!! এসব কি শুনছি মহারাজ? আকাশ আবার কারো একার হয় নাকি!!
মানির মান তো যারযার মানের উপরেই থাকে। অধ্যাবসায় নিতে হলে বসে থাকার যে স্থিরতা লাগে, সেটাই এখনো কব্জা করতে পারলাম না 🙁
আপনি কিছু ধার-উধারে দিলে বর্তে যেতাম 😇😇
সুরাইয়া পারভীন
নীলাকাশকে হৃদয়ে আকড়ে ধরে
নীলাকাশের নীল হৃদয়ে দিয়ে ছুঁয়ে
যদি সমস্ত দুঃখ বেদনা জলাঞ্জলি দিয়ে
ভালো থাকা যায়, ভুলে থাকা যায়
গোপন অভিসারে লিপ্ত হবার সুপ্ত বাসনা
তবে একটা নীলাকাশ দেখে দেখে
অনায়াসে কয়েকশ জনম পারি দেওয়া যায়
সাবিনা ইয়াসমিন
আহা, এটাকে বলে কবিতা।
আমি মোবাইল বাটন রাতদিন টিপেও এমন করে লিখতে পারি না 🙁
সর্বদা ভালো থাকুন,
অনেক অনেক ভালবাসা রইলো প্রিয় কবি ❤❤
সুরাইয়া পারভীন
সে আপনাদের বদৌলতে
একটু আধটু হয় আর কি!
ভালোবাসা ডিয়ার মিষ্টি আপু ❤❤
নিরব সাগর
আপনাদের জন্য আর কেউ আকাশ দেখতে পাবেনা।
ইঞ্জা
জড়োসড়োর বেদনাদায়ক ঝুঁকি,
অন্ধকারের ব্যাখ্যাকার,
নিজেকে লুকিয়ে রাখার উন্মুখ উন্মুক্ত-গোপন অভিসার,
জ্বলন্ত হতাশার শিকার,
কান্না চেপে কান্নায় ভেঙ্গে পড়ে
নিঃশব্দে হেঁটে আসা, ফেলে আসা দীর্ঘ-পথ!
হেরিলাম মন, বেশ হৃদয় ছোঁয়া লেখা।
সাবিনা ইয়াসমিন
লেখকের মনেও আনন্দ দোলা দিলো আপনার কমেন্ট পড়ে।
ধন্যবাদ ভাইজান,
শুভ কামনা অবিরাম 🌹🌹
ইঞ্জা
শুভেচ্ছা অবিরত আপু।
সুপর্ণা ফাল্গুনী
আহা নীলাকাশ নিয়ে কি সুন্দর আবেগ, ভালোবাসা। দারুন হয়েছে। এমন একটা আকাশ আমার ও চাই আপু। পুরো জীবন শেষ করে দেয়া যাবে । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো ।
সাবিনা ইয়াসমিন
আমাদের সবারই একটা আকাশ থাকে,
সেই আকাশটা আমরা মেলে ধরি নানা রঙের কারুকার্যে।
কখনো নীল কখনো কালোয়,
কখনো থাকে আধারে, আবার কখনো আলোয়..
ভালো থাকুন সারাক্ষণ,
ভালোবাসা রইলো ❤❤
নিতাই বাবু
করোনাকালে লকডাউনের আলামতে রাতেরবেলা ঘুমই আশে না। আজকাল মনে হয় ঘুমেরাও লুকোচুরি খেলা খেলছে। তাই সময়সময় রাতের আঁধারে ঘরের বাইরে এসে নীল আকাশের পানে চেয়ে থাকি। তারাদের সাথে নিজের মনোভাব ব্যক্ত করি। একা একাই হাসি। আবার সময়তে কাঁদি প্রকৃতির এই দুরাবস্থা দেখে।
বর্তমান সময়ের সাথে তালমিলিয়ে এ এক অসাধারণ কবিতা উপহার দিলেন, শ্রদ্ধেয় কবি দিদ। তবুও লিখে দিলেন অ-কবিতা!
শুভকামনা থাকলো।
সাবিনা ইয়াসমিন
দাদা, এই একটা সময়ে এসে আমার-আপনার-আমাদের সহ প্রায় সকলেরই মনের একই অবস্থা। আমরা বুঝে উঠতে পারি না কখন হাসবো, কখন লিখবো, বা আসলেই কি কিছু করতে পারবো কিনা। ভয়াবহ বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের মানসিক চাপ থেকে মুক্ত হতে দিচ্ছে না।
চাই বা না চাই, তাকিয়ে থাকি ঐ আকাশের দিকেই। হয়তো সেখানেই আছে আমাদের ব্যাকুলতার জবাব।
অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
অসাধারণ লেখা ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
সারাক্ষণ ভালো থাকুন,
শুভ কামনা রইলো 🌹🌹
সুপায়ন বড়ুয়া
নীলাকাশ ছেড়ে চায় না কেউ যেতে
অ-কবিতার কবিতাগুলো চাই খুঁজে পেতে।
ভাল লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
কোথায় আর যাবো,
শুরু থেকে শেষ পর্যন্ত
আকাশটাই রয়ে যাবে,
থাকি বা না থাকি
নীলাকাশ থেকে যাবে তার অসীমতা নিয়ে..
অসংখ্য ধন্যবাদ দাদা,
শুভ কামনা নিরন্তর 🌹🌹
তৌহিদ
চোখের সামনে নীলাকাশ দেখে হতাশা কেটেছে জেনে আশা জাগলো মনে। এই বিষণ্ণ সময়ে কিছুই ভালো লাগছেনা আপু। খুব অস্থির লাগলে আমি বাগানের ফুলগাছের কাছে গিয়ে দাঁড়াই।
আপনিও ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
বিষন্ন সময় গুলো আমাদের কোনভাবেই শান্তি/ সান্ত্বনা দিতে পারছে না ভাই। মনে হয় ফুল-পাখি-আকাশ সব কিছুতেই বিষন্নতার ছোঁয়া লেগে থাকে। অন্ধকার সময় ফুরিয়ে যাক, মনেপ্রাণে এই দোয়া করি। ভালো থাকুন তৌহিদ ভাই।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
চমৎকার অনুভুতির প্রকাশ
সাবিনা ইয়াসমিন
অজস্র ধন্যবাদ কামরুল ভাই।
সব সময় ভালো থাকুন,
শুভ কামনা রইলো 🌹🌹
রুমন আশরাফ
বেশ ভালো লাগলো। পরপর দুবার পড়লাম।
সাবিনা ইয়াসমিন
ব্যস্ত সময়ের মাঝে থেকেও দুবার একই লেখা পড়ে সম্মানিত করলেন রুমন ভাই।
ধন্যবাদ ও শুভ কামনা রইলো আপনার জন্য 🌹🌹
জিসান শা ইকরাম
আচ্ছা কোথাও না গিয়ে এমন কবিতা লিখলেই পাঠকদের তৃষ্ণা মিটবে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
কোথাও যাবো না।
থাকবো এখানেই নীলাকাশের মাঝে এক বিন্দু সোনালী মেঘ হয়ে 🙂
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
মাহবুবুল আলম
অ-কবিতা নয়, একান্ত অনুভূতির আড়ালে কবিতা যে
পাখা মেলেছে ম্যাডাম। তার উড়াল রুখবেন কেমন করে।
আর একান্ত অনুভূতিতে নয়, কবিতা ক্যাটাগরিতে কবিতা চাই।
ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
প্রফেসর সাহেব, আপনি একজন সত্যিকারের সাহিত্যিক। আপনার প্রশংসা বাক্যে আমি মুগ্ধ। তবে আপনার কথা গুলো আমার মনে থাকবে। তবে, যেদিন মনেহবে আমি সত্যিই কবিতা লিখতে পেরেছি সেদিন অ-কবিতার ক্যাটাগরি থেকে নিশ্চিত বেরিয়ে আসবো। ততদিন একটু কষ্ট করে পড়ে নিন প্লীজ 🙂
শুভ কামনা সব সময়ের জন্য 🌹🌹
শান্ত চৌধুরী
সে যাই হোক-না কেন
হৃদয়ের গোপন ভাঁজে লুকিয়ে রাখা
নীলাকাশ দেখে নেব খুঁজে খুঁজে,
অবিশ্রান্ত ভাবে।
ভালোলাগলো …
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ শান্ত,
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹