আমি আজ আর কোথাও যাব-না
এই নীলাকাশ ছেড়ে….
কোথাও নাহ, আর-না,
দুই ভ্রূর মাঝে আর এক চোখ দিয়ে শুধুই দেখে যাব
সীমাহীন নীলাকাশ……।

জড়োসড়োর বেদনাদায়ক ঝুঁকি,
অন্ধকারের ব্যাখ্যাকার,
নিজেকে লুকিয়ে রাখার উন্মুখ উন্মুক্ত-গোপন অভিসার,
জ্বলন্ত হতাশার শিকার,
কান্না চেপে কান্নায় ভেঙ্গে পড়ে
নিঃশব্দে হেঁটে আসা, ফেলে আসা দীর্ঘ-পথ!

সে যাই হোক-না কেন
হৃদয়ের গোপন ভাঁজে লুকিয়ে রাখা
নীলাকাশ দেখে নেব খুঁজে খুঁজে,
অবিশ্রান্ত ভাবে।

* অ-কবিতা

৭৭০জন ৪৬৭জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ