
সিকি-স্বপ্ন-আদিখ্যেতার আদিপনা, গা ছমছমে জজবা,
তুখোড় আয়োজন-প্রয়োজনের তুমুল হুলুস্থুল ছাড়াই
এ বসন্তে একটুখানি ফিরে তাকাতে ফিরে যেতে চাই
ধানসিড়িটির তীরে;
সঙ্কোচহীন নিপুণতায় এই স্বর্ণজলে ঠোঁট ছোঁয়াতে চাই;
অবরুদ্ধ নির্জনতার কপাট ঠেলে;
নিঃশব্দ নাবিকের মত না-জ্বলে ওঠা স্রোতে
নাও ভাসাতে ইচ্ছে করে, শূন্যতার নেকাব ছিন্ন করে;
গোপনচারী কাক-জ্যোৎস্নায় নিরন্তর ডাকছে আমায়
স্বপ্ন-নির্জনতার বাঁশরীতে, দেখবে/দেখাবে বলে;
অবিরাম কুয়াশা দৃশ্যান্তরে এখন, মৌনী রাত্রি/মধ্য দুপুর
এ যেন দু’হাত মেলে দাড়িয়ে আছে জলতরঙ্গে,
আমাকে ছোঁবে বলে, উজ্জীবিত হৃদয়ের প্রাণবন্ত ধানসিড়ি;
ছবি, নেটের।
১৪টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সিকি স্বপ্ন নিয়েই এমন লেখা!
গোটা কয়েক আস্ত স্বপ্নেও তো কিছু কাজ হয়না আমার।
ধানসিঁড়ি ছুয়ে যাক আপনাকে।
ছাইরাছ হেলাল
হবে হবে, দাঁত-কামড়ে/ কিড়মিড়ে-দাঁতে ঝুলে থাকতে হবে।
সবুরে আরও মেওয়া অপেক্ষা করছে।
ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভূতিতে অনন্য নিবেদন।
অত্যন্ত হৃদয়ছোঁয়া।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
বসন্ত মানে প্রকৃতিতে নতুনত্ব। নদীর কিনার বা গাছের শাখা। ব্যস্ততার অবসরে যদি একটু পূরণ হয় ক্ষতি কি?
শুভকামনা
ছাইরাছ হেলাল
কুন ক্ষতি নেই!! তবে ফাঁদ পাতা বসন্ত, এটি মনে রাখলেই হবে।
ভাল থাকবেন আপনি।
পপি তালুকদার
প্রতিবার বসন্ত আসে নব্য প্রেমের আগমনীর বার্তা নিয়ে ভাসিয়ে দেয় আমাদের গভীর প্রেমের জোয়ারে।।
মুগ্ধতা আর শুভকামনা রেখে গেলাম নিরন্তর।
ছাইরাছ হেলাল
নব নব কুহকের রূপ নিয়ে আসে এই বসন্ত।
তবুও একটুখানি বসন্ত আমাদের লাগেই, বসন্তের যেমন আস্তেই হয় নিজ প্রয়োজনে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
বসন্তে রঙের মেলা প্রকৃতিকে সাজিয়ে তুলে বসন্তের ফুলশয্যায়। আহ্ এতো ক্ষুদ্র সময় নিয়ে আসে যে মন ভরে না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
তৌহিদ
ইচ্ছেরা ডানা মেলুক মুক্ত আকাশে। অধরা স্বপ্নগুলো ধরা দিক ফাগুনের প্রেমের ধারায়। শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
স্বপ্নচারী স্বপ্ন নিয়েই বাঁচে, মুক্ত আকাশে ডানা মেলে।
ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
বসন্ত আসে নিজ নিয়মে, ফুল-দেখিয়ে ফুল-মেলে ফল নিতে আসে!!
আপনিও ভাল থাকবেন।
শুভেচ্ছা।