
হঠাৎ ঝাঁ-চকচকে শুরু দেখে ভাবতে থাকি, এ নিশ্চয়ই সু-নিশ্চিত আরম্ভ!
ইয়ার- দোস্ত সবাই হুল্লোড় আঁকে, উল্টোপাল্টার মোক্ষম চক্করে,
বাজখাঁই চিৎকার চেঁচামেচি তো থাকেই।
একটু সেকেলেরা ভাং বা চরসে মজে, একালে তো অনেক অনেক কিছু,
ক্রিস্টাল মেথ অব্ধি, টাইট/খোলা পোশাকে, কনুই কাঁপিয়ে কত কী ভাবে, ভাবে!
এক সূর্য-ঝিলিকে মিইয়ে যাবে ধোঁয়া বেয়ে বেয়ে পেঁচিয়ে ওঠা কিলবিলে লিকলিকে
আধো অন্ধকার থেকে নিকষ অন্ধকার;
দীপ্ত মেঘের আড়ালে মুখ টিপে হাসে, সুসি আর চুমু খেতে খেতে, অ-নিশ্চিতের সমাপ্তি,
সমাপ্তি-সমাপ্তি খেলা খেলে, অঙ্গীকারের বিট কয়েন ছুঁড়ে;
সময়ের বগল-দাবায়, প্রণতি-আভূমি;
ছবি নেটের।
১২টি মন্তব্য
হালিমা আক্তার
সমাপ্তি সমাপ্তি খেলেও খেলা শেষ হয় না। আবার আঁধার কুঠুরিতে নতুন খেলা হবে। কোন একপক্ষ হেরে যাওয়ার সময় হলে আলোকে কাছে টানবে। আবার শেষ থেকে শুরু হবে।এ খেলার শেষ হবে কি। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
বাহ্ সুন্দর মন্তব্য,
এ এক অনিঃশেষ চক্র, যা শুধুই চলমান।
ভাল থাকুন।
আরজু মুক্তা
নাহ্। এই সব আর ভালো লাগে না। মানুষ বুঝেও কেনো অবুঝ। আমাদের ধর্ম গ্রন্থে কতো কথা লেখা। কে বা মানি? এগুলোই ধ্বংসের কারণ। আসলে ভাই, এখন টাকার যুগ। টাকা দরকার যে কোন মূল্যে।
প্রথম হলাম।
ছাইরাছ হেলাল
প্রথম হওয়ার নূতন তরিকা!!
হম মনে হবে এই তো সব অন্যায় উবে গিয়ে ফকফকা!! ধর্মের বাণী আড়ালে থাকে।
কিন্তু না, এ এক গোলক ধাঁধাঁ।
শুভেচ্ছা।
নিতাই বাবু
সমাপ্তি সমাপ্তি খেলা শেষে আর প্রথম শুরুর খেলাটায় জিততে পারবে না কেউ। কারণ, এখানেই সমাপ্তি!
ছাইরাছ হেলাল
সমাপ্তি আমাদের সাথে খেলে, কিন্তু সমাপ্তি হতে দেয় না।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
খেলা চলছে হরদম। নিত্যনতুন রুপে আবির্ভূত হচ্ছে খেলা। সমাপ্ত হবার আশা নেই। আমরা ভালো কিছুকে বর্জন করে খারাপ জিনিস কেই আঁকড়ে ধরে মজা নেই।ধর্মের বানী শুধু ঠোঁটের ফাঁকে অন্তরে নেই। নিরন্তর শুভকামনা রইলো। শুভ সকাল
ছাইরাছ হেলাল
সময় স্রোত আমাদের যে কোথায় নিয়ে যাবে আমরা জানি না, জানছি না।
শুধুই ভেসে যাচ্ছি, যাবো ও।
শুভেচ্ছা।
রিতু জাহান
সুনিশ্চিত আরম্ভ!
বাহ,,, বেশ লাগলো শব্দটা।
শব্দ নিয়ে খেলা আপনার কাছ থেকে শিখেছি অনেক।
ছাইরাছ হেলাল
আমিও শিখি আপনাদের কাছ থেকেই,
ভাল থাকুন, ধন্যবাদ একটু আগের লেখাও পড়ার জন্য।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চলুক সমাপ্তি আর অসমাপ্তির খেল। ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
অবশ্যই চালু রাখার চেষ্টা চলবে।
ধন্যবাদ।