চশমাওলা সিরিজের বাকি বাণীগুলো আর দেবো না। থার্ড আই বলে একটা কথা আছে। সেই সিরিজের বেশীরভাগ বাণীতেই বাইরে প্রাপ্তমনস্ক কিংবা হার্ডকোর শব্দ থাকলেও, ভেতরে ছিল আড়াল করে রাখা গুমট গল্প বা ডার্ক স্টোরী। ফলে অনেকের মনে হয়েছে অশ্লীল, কারো মনে হয়েছে মজার, কারো কাছে সিরিয়াস। তবে প্রাপ্তমনস্ক ঢেউয়ের বুননে বাণীগুলো নির্মিত হওয়ায় হয়ত কতৃপক্ষের মনে হয়েছে সেগুলো এখানে গ্রহণযোগ্য নয়।
কতৃপক্ষের মনে হওয়ার সাথে আমার ভাবনার কোন মিল নেই। মনে হওয়া আর বাস্তবতা কখনো এক হতে পারে না। আমি মনে করি যা হয়েছে, তা কথাগুলোর ভাব ধরতে না পারার কারণে। অবশ্য সব বুঝতে হবে, এমনও কোন কারণ নেই। ফলে আমার লেখাগুলো বিভিন্ন সময় পর্যাবেক্ষণে রাখা, পোস্ট সরাসরি প্রকাশ আটকে দিয়ে সরাসরি পর্যাবেক্ষণে নেয়ার মতো বিব্রতকর সিদ্ধান্ত অত:পর সে লেখা মুছে ফেলার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে ‘চশমাওলা শয়তানের মহান বাণী’ সিরিজটির সমাপ্তি ঘোষণা করছি।
৫টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
সোনেলা নীতিমালা – ৪
কোন অশ্লীল লেখা, ছবি, ভিডিও কোন ব্লগার পোস্ট করলে, বা মন্তব্যে কোন অশ্লীল শব্দ, বাক্য, ছবি, ভিডিও ব্যবহার করলে, কোন ধরনের সুযোগ না দিয়ে সেই ব্লগারকে বহিষ্কার করা হবে।
নীতিমালা অনুযায়ী কোনো লেখায় অশ্লীল শব্দ ব্যবহার করা যাবে না। সেটার যত মূল্যবান মর্মার্থই থাকুক না কেন।
ধন্যবাদ। হ্যাপি ব্লগিং।
তির্থক আহসান রুবেল
অশ্লীলতার সংজ্ঞা কি? কিভাবে নির্ধারণ করছেন সেটা? মানদন্ডটা কি? এডমিনের ইচ্ছা? নাকি অন্য কিছু?
রিতু জাহান
সাহিত্য চর্চায় স্বাধীনতার নামে সেচ্ছাচারিতা অনেক সময় আমার মানতে কস্ট হয়।
আমি সব সময় বিশ্বাস করি, সেই স্বাধীনতা মধুর নিজের জন্য বা অপরের জন্য যা সেচ্ছাচারিতার পর্যায় না পড়ে।
যেমন আমি আমার বাচ্চাদের এখনও সব বই পড়তে দেই না।
তির্থক আহসান রুবেল
আমি এক সময় বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষিত মোট ২৭ টা উপন্যাস সংগ্রহ করেছিলাম। যার একটা ১৮ বছর মামলা চলার পর নিষিদ্ধ হওয়াকে বাতিল করে আদালত। সেই মামলার নথিও পেয়েছিলাম। সবগুলো বই পর্যালোচনা করে দেখা যায় যে, কোনটাই পর্ণ নয় (পর্ণ যদিও সব দেশে নিষিদ্ধ নয়। তার আলাদা আইন আছে অনুমোদিত দেশে), শুধুমাত্র সমাজের প্রভাবশালী অংশের অনিয়ম, ভাবনাগত অসভ্যতা বা তাদের জীবনযাপনকে আঘাত করার জন্য সেগুলো নিষিদ্ধ হয়, তাদের দাপটের কাছে পরাজিত হয়ে।
বাচ্চা বলতে বয়স যেমন একটা ব্যপার, মনও তেমনি। অনেকে বয়সে বাড়ে, কিন্তু মস্তিস্কের উর্বরতা বাচ্চাদের মতোই থাকে অভিজ্ঞতাহীন। আমি প্রাপ্ত মনস্কদের জন্য লিখেছি সিরিজটা। প্রাপ্ত বয়স্কদের জন্য নয়। কারণ বয়স বাড়লেই, বুদ্ধি বাড়ে না।
আলমগীর সরকার লিটন
সমাপ্তি করার জন্য ধন্যবাদ জানাই দাদা
তবে আমার কাছে খুবি ভাল লেগেছিল একটা চিন্তা ভাবনার জায়গা ছিল ’চশমাওলা’