
হা-হাপিত্যেশের এই গরমে একটু খানি
সজল বৃষ্টি মেঘের স্বর্গ-সুখ, সে আমার চাই-ই,
দূর সীমান্তে দেখা যায় কী যায় না
একটুকরো সিঁদুর মেঘ, কুমারী শুদ্ধতায়,
আমাকে শাসিয়ে লাভ নেই,
অপেক্ষাটুকুর রিসোর্ট, সে আমার চাই-ই।
সীমিত মানবিক হলেও;
পড়ার সময় পড়া-পড়া খেলা
খেলার সময় খেলা-খেলা পড়া!!
হোক বা না-হোক আহ্লাদিপনা-বৃষ্টি,
ভেজা-ভেজা ভেজা বৃষ্টির জলকেলিটুকু,
সে আমার চাই-ই।
হেঁড়ে গলায় লাল লাল রক্ত চক্ষুতে
গলার সার রগ ফুলিয়ে-দুলিয়ে
যতই ভয় ভীতি দেখাক
আগুন-আগুন পোড়া পুড়িতে,
সে আমাদের শাসায়-কাঁদায়-নাচায়
গৌরিসেনর টাকায়।
সোনারগাঁ থেকে সবুজ রাস্তার
ভেজা বৃষ্টির চাকভুম চাকভুম চটপটি টুকু,
সে আমার চাই-ই।
স্পর্শের সবটুকু সুতো গুটিয়ে গুটিয়ে
মুখোমুখি বসে দু’ঠোটে তুলে নেব
ধোয়া-ওঠা চায়ের পেয়ালা;
মেঘ ফুড়ে বৃষ্টিতে-বৃষ্টিতে বজ্র-বিদ্যুতে-বিদ্যুতে
আহামরি সে সুখটুকু, সে আমার চাই-ই।
কাঁহাতক আর ভালোলাগে অপেক্ষার অপেক্ষা অপেক্ষা খেলা!
ছুঁড়ে/ছিঁড়ে ফেলি ঐ সব, সব ডায়েরি,
আহামরি তেতুল সুখের বেগানা বৃষ্টিটুকু, সে আমার চাই ই।
স্বর্গমর্ত্য পুল সিরাত মেঘ গর্জনে-ও।
সাচ্চা দিলের নর্দমা-কীট, নরাকার!!
ছবি নেটের।
১৬টি মন্তব্য
পপি তালুকদার
নিজের কাছে কাঙ্ক্ষিত বিষয় টা দৃঢ় ভাবে চাওয়া।
যেকোনো মূল্যে তার প্রাপ্তি সত্যি কষ্ট সাধ্য হলেও অাত্নতৃপ্তি আছে।
এই উত্তপ্তে বৃষ্টি যেন স্বর্গীয় সুখ।
ছাইরাছ হেলাল
একটুখানি সুবেশ বৃষ্টির অপেক্ষা করতেই আছি।
ভাল থাকবেন আপনি।
মোঃ মজিবর রহমান
সবুজ রাস্তার আলিঙ্গনে বেডরুম
যেথায় ক্লান্ত জড়িয়ে তোমায় চাওয়া,
কবিতা পড়েও মনে বুঝতে পারিনি মাথা গরম ছিলো বলে।
ছাইরাছ হেলাল
গ্রীন রোড আর সোনারগাঁও এ যেতে মুঞ্চায়।
এবারে নিশ্চয় ই বোঝা গেছে। মন কী চায়!!
মোঃ মজিবর রহমান
কি বলেন এখানে যেতে কার ই বা মন চাইবে না বলুন। হাজার বা যেতে চাইব।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ,
সবাই যেতে চায় হাজার বার, কিন্তু মুখে বলবে-না।
বোরহানুল ইসলাম লিটন
’কাঙ্খিত সুখের ধারা
জীবন করে দেয় আত্মহারা’
সুন্দর কাব্যিক নিবেদনে মুগ্ধতা নিরন্তর।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
আপনি মন দিয়ে ই পড়েন।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন এ সময়ে।
রোকসানা খন্দকার রুকু
আমারও ভীষন পছন্দ। কিন্তু মূল্যবান। সাধারন বলে সাধ্যে নেই।
শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
আপনি চাইলেই সোনারগাঁয়ে যেতে পারেন, মন্দ লাগবে না,
একটু ঘুরুক্কু দিলে।
ভাল থাকুন।
আরজু মুক্তা
নিজের অবস্থান সামর্থ্য জীবনযাপনের পদ্ধতি সব বুঝতে হবে। শুধু চাইলে হবে না। আমার সাধ সাধ্য। কতটুকু অতিক্রম করবো বা পাবো, কতটুকু ভালো, তাও বুঝতে হবে। আমার পথচলা যদি কারও পাথেয় হয় তাহলে তো আরও সাবধানী হওয়া উচিত।
এমন লোকগুলোকে আল্লাহ হেদায়েত করুক।
ছাইরাছ হেলাল
রিসোর্ট গুলো সব এদের জন্যই, আল্লাহ আমাদের জন্য কী কী মেওয়া এখানে
রেখেছেন কে জানে! দিল মাংগে মোর।
তবুও তাঁর ই সাহায্য চাই।
সাবধানে থাকবেন এ সময়ে।
তৌহিদুল ইসলাম
জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই আশা করি আপনার সকল চাওয়া যেন পূরণ হয়।
গতো দুদিন থেকে কাঠফাটা গরমে তেষ্টানো দায় হয়ে গেছে। রোজা গুলো যেন সুন্দরভাবে পালন করতে পারি এটাই প্রার্থনা। ভালো থাকুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
এবারে সব কিছুই অসহনীয় হয়ে যাচ্ছে।
আল্লাহ আমাদের সুপথে রাখবেন সবাইকে, এ প্রার্থনা রাখি।
সাবধানে থাকবেন ভাই।
সুপর্ণা ফাল্গুনী
সাধ আর সাধ্য দুটোর মধ্যে সমন্বয় না হলে জীবন সত্যিই ভয়াবহ হয়ে উঠে। তবুও আমরা অসম্ভব কে পাওয়ার পিছনে নিরন্তর ছুটে চলি। শীতল বৃষ্টির ধারা বয়ে যাক শরীর ও মনে। ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া গুলো পূরণ হলে বড় চাহিদা গুলো ও বেড়ে যায় এটাই মানব ধর্ম। অতৃপ্তি থেকেই যায় । অফুরন্ত শুভ কামনা রইলো। ভালো থাকুন সাবধানে থাকুন
ছাইরাছ হেলাল
সমন্বয় খুব ই কঠিন, সাধ্য না থাকলেও সাধের বাড়াবাড়ি আমাদের থেকেই যায়।
ভাল থাকুন সব সময়।