মেয়েরা রান্না করা,শাড়ি পরা বাইবর্ন পেয়ে থাকে। ছেলে/মেয়ে কেউ কেউ বাইবর্ন ব্রিলিয়ান্ট হয়ে থাকে। কিন্তু আমি বাইবর্ন শয়তান 😀
মানুষের অনেক ধরনের নেশা থাকে । অনেকে বলে শয়তানি আমি নেশা থেকে করি । কিন্তু আমি প্রয়োজন থেকে শয়তানি করে থাকি। যেমন আজ করেছি।
আজ ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ার ফাইল পরীক্ষার প্রথম দিন। আমার এক ফ্রেন্ড এর একটা সাবজেক্ট ইম্প্রুভ আছে।
আমি ভাবলাম ওকে রেখে আসার নাম করে আমি একটু হল থেকে ঘুরে আসতে পারি। গেলাম। গিয়ে দেখি অফিস রুমের সামনে দিয়ে ঢোকা যাবে না। দাড়োয়ান বেটা দাড়ায়া আছে।
আমি খুব সিরিয়াস ভাবে বললাম “ঢুকবো”। উনি বললেন ” স্টুডেন্ট রা অন্য গেটটা দিয়া ঢুকে”। আমি মিজাজ দেখায়া বললাম “আমি আফসানা ম্যাডামের ছোট বোন উনার ফোন টা দিতে আসছি ভুল করে বাসাই রেখে আসছে।,গেট খুলেন”। দাড়োয়ান বেচারা ভিতু চেহারা নিয়া গেট খুলে বললেন “যান আপা ভুল হয়ে গেছে”।
এবার ফ্রেন্ড কে রেখে “কি দারুন দেখতে” গান টা গাইতে গাইতে আসছি। ব্যলকনির মাঝ খানে টুপ করে এক স্যার উদয় হল। আমারে দেখে ফেলেছেন এবং আমার গান শুনে ফেলেছেন………
স্যার: ইউ,কাম।
আমি: আসসালামুয়ালাইকুম স্যার।(হাসি হাসি মুখ নিয়া)
স্যার: পরীক্ষারথী…?
আমি: জ্বী।
স্যার:৮:৫০ বাজে হলে বস নাই কেনো? সিট পাওনাই?
আমি: পাইছি। তবে আমি পরীক্ষা দেবনা।
স্যার: মানে কি। ফাজলামি পাইছো? আসো আমার সাথে।
আমি:স্যার স্যার স্যার আসলে আমি পরীক্ষারথী না ( উনার মুখ দেখে খুব হাসি পাচ্ছিল) ।
স্যার:তাহলে এতক্ষণ তুমি হলে কেন? দাড়োয়ান, দাড়োয়ান…….
আমি: (খুব ভয় পাওয়া শুকনা মুখে) স্যার আসলে আমার আপু খুব অসুস্থ ওকে রাখতে আসছিলাম। একটু পর পর ফিট হয়ে যাচ্ছে। ওকে একটু দেখবেন স্যার।
স্যার:তাই? কোন রুম?
আমি: কমনরুম। প্রাণিবিদ্যা। ২৮৫। (যদিও এটা আমার রোল এবং আমার পরীক্ষা নাই)
স্যার: ঠিক আছে যাও। আমি দেখবো। আর হ্যা গান অফ। বলে উনি গেলেন রোল চেক করতে।
আমি:জ্বী স্যার বলে আমি এক ছুটে গেটের বাহিরে।
বি:দ্র: যখন উনি দাড়োয়ান কে ডাকছিলেন আমি সত্যিই ভয় পাইছিলাম। ভেবেছিলাম মিথ্যা বলার জন্য না আবার পুলিশে দেয়।
ভাগ্য ভালো আফসানা নামের ম্যাম ট্রান্সফার নেন নাই :p
২০টি মন্তব্য
লীলাবতী
আপনার প্রতিভা আর স্মার্টনেস দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। এমন শয়তানি পড়ে আনন্দ পাই। আরো লিখুন।
মেহেরী তাজ
মুগ্ধ করতে পেরে ধন্য আমি আপু। ধন্যবাদ।
সাইদ মিলটন
ভালো তো ভালো না 😀
মেহেরী তাজ
হ্যা ভালো ভাইয়া 😀 ধন্যবাদ।
অলিভার
:D) “বাইবর্ন শয়তান”
হুম, এটা স্বীকার করছি যে বেশ কিছু মানুষ আছে যারা যে কোন টপিক কিংবা বিষয় নিয়ে দুষ্টামি করতে পারে। সেটা মাঝে মাঝে যেমন সুবিধা দেয় তেমনি বড় ধরনের সমস্যায়ও ফেলে দেয়।
মেহেরী তাজ
ছোট বেলা থেকেই আমি এমন ভাইয়া 🙂 ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
দেখবেন,নিজে যেন ভুল করে হলেও নিজের সাথে এ সব করে বসবেন না।
মেহেরী তাজ
:p :p
ব্লগার সজীব
আপনার লেখাগুলো খুব মজার হয়। লিখুন নিয়মিত।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া, লিখছি তো 🙂
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি ।
মেহেরী তাজ
আমিও নিজে হাসি ভাইয়া।
মোঃ মজিবর রহমান
দারুন লাগলো লিখুন আরও।
শরিফুল ইসলাম শরীফ
আমি মিজাজ দেখায়া বললাম-
“আমি আফসানা ম্যাডামের ছোট বোন উনার ফোন টা দিতে আসছি,ভুল করে বাসায় রেখে আসছে৷ গেট খুলেন৷
______স্মাটলী শয়তানি টুকু এই তো আপু?
“ভাগ্য ভালো আফসানা নামের ম্যাম ট্র্যন্সফার নেন নাই৷”
_____হাহাহা…শয়তানি…নইলে আপনের খবর আছিল!
বেশ ভালো লাগলো৷
মেহেরী তাজ
ধন্যবাদ শরিফ ভাইয়া।
মেহেরী তাজ
ধন্যবাদ রহমান ভাইয়া।
নুসরাত মৌরিন
হাহাহা।
আপু শয়তানী করতেও প্রতিভা লাগে।আপনি তো দেখি শয়তানীর জগতে পিএইচডি প্রাপ্ত।চালিয়ে যান…।ভাল লাগে লেখা গুলো… 😀
মেহেরী তাজ
আপু এতবড় ডিগ্রী দিলেন ? 🙂 আপনাকে অনেক ধন্যবাদ -{@
নীতেশ বড়ুয়া
এই, এই… কে আপনি এত্তো বড়ো পিচ্চি শয়তান??? :D)
মেহেরী তাজ
ও ও ও ওয়েট….
আমায় শয়তান বলা হচ্ছে না কি…
কি যেনো একটা শুনলাম….