শৈল্পিক

পাগলা জাঈদ ৪ নভেম্বর ২০১৩, সোমবার, ০৩:৫৭:২৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

ষোড়শী রাত কে নিস্তব্ধ করে কল্পবিলাস
তোমার অববাহিকায় চকচকে জীবন্ত ভ্রূণ
আমার অধর বেয়ে চুইয়ে পরে ভালবাসা
বিষাক্ত দংশনে তোমায় শান্ত করতে এসেছি নারী,
বুক ছাতিমে এঁকে দিতে চাই গোধূলি বিলাস
সাত রঙা ক্যানভাসে হাজার রঙা প্রেমালু অবগাহন।

আসবে এ মোহনায় ?
থৈ থৈ ঘোলাটে জলে আমি তোমায় পুর্ণতা দিতে প্রস্তুত।

৫৮৯জন ৫৮৯জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ