ষোড়শী রাত কে নিস্তব্ধ করে কল্পবিলাস
তোমার অববাহিকায় চকচকে জীবন্ত ভ্রূণ
আমার অধর বেয়ে চুইয়ে পরে ভালবাসা
বিষাক্ত দংশনে তোমায় শান্ত করতে এসেছি নারী,
বুক ছাতিমে এঁকে দিতে চাই গোধূলি বিলাস
সাত রঙা ক্যানভাসে হাজার রঙা প্রেমালু অবগাহন।
আসবে এ মোহনায় ?
থৈ থৈ ঘোলাটে জলে আমি তোমায় পুর্ণতা দিতে প্রস্তুত।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাপরে বাপ , ভয় পাইছি কবি ভাই —
ঝর্নার মত একনাগারে উপস্থাপিত মনের ইচ্ছে
শৈল্পিক প্রস্তাবটিতে মুগ্ধ হলাম -{@
আবু জাঈদ
darun a cmt pore amio mugdho holam 🙂
এই মেঘ এই রোদ্দুর
ইয়া মাবুদ ইতা কিতা লিখছেন
লেখা ভাল তবে শরম লাগে পড়তে
আবু জাঈদ
আগে জানা দরকার আপনি মেয়ে না ছেলে, তারপর উত্তর দিব 😉
রকিব লিখন
আসুক সে পূর্ণতা দিতে।। এই কামনা।।
ভাল লেগেছে কবিতা।। (y)
আবু জাঈদ
জেনে আমার ও ভাল লাগল 🙂
খসড়া
বুঝতে পারছি না আমি ১৮+ নাকি১৮- যাই হোক লজ্জা পাই নাই কারন সবে তো শুরু, মানে এখনও প্রস্তাবেই আছে বাস্তবায়ন ——
শুন্য শুন্যালয়
😀
আবু জাঈদ
😀
আবু জাঈদ
হা হা হা হা কবিতা যদি জীবনের কথা বলে তবে তা ১৮+ হতেই পারে 🙂
আদিব আদ্নান
আপনার সাহস দেখে অবাক হচ্ছি ।
সমুদ্রকে ডাকছেন ! বেঘোরে মারা পড়বেন দেখছি ।
আবু জাঈদ
ছোটবেলায় স্যার বলত জাঈদ এসেসসি তে স্টান করার জন্যে টার্গেট কর, দেখবি স্টার মার্ক পেয়েই যাবি 😉 সমুদ্র কে ডাকছি যদি তাতে বৃষ্টির দু’ফোটা জল পেয়ে যাই