কতো হলো বয়স তোমার?
তেইশে সাতাশে পন্ঞ্চাশ হলো শেষ!
একটু কি মোটা হয়েছো?
তুমি বেশ ছিপছিপে ছিলে
চুলেও তো পাক ধরেছে!
ভুড়িটাও এলিয়েছে বেশ।
আহারে তুমি লজ্জা পাচ্ছো কেন?
আমিও বুঝি সেই তন্বীটি আছি?
দেখোনা কপালে রুপালি চুলের গাছি।
আমারও কিন্তু কম হলোনা যেন!
তেরোতে সাতাশে চল্লিশ পেরিয়েছি!
বসোতো এখানে, এবার বলো,
কেমন চলছে সংসার?
ভালো আছোতো? হয়নি তো ওসব,
সুগার কিংবা প্রেশার?
কি দেখছো ওমন অবাক হয়ে,
আমার পানে চেয়ে?
কালো পাড় আর সাদা শাড়িতে
আমি সেই চেনা মেয়ে!
কথা বলছো না যে, বলবার মত
আজো বুঝি হয়নি কেউ?
সাতাশ বসন্ত হেলায় হারালে,
দিলে নাতো আমাকেও!
ফিরিয়ে কেন দিয়েছিলে আমায়
সাতাশ বসন্ত আগে?
দু ‘জন মিলে কি কাটতো না জীবন
রাগে আর অনুরাগে?
কি হতো বলোতো বেলা শেষের এই
ট্রেনটা দেরি না হলে!
দেখাই হতো না দু ‘জন দু ‘বগিতে
অজানায় যেতাম চলে!
তোমাকে দেখেই এতদিনে জমা
পলিতে ডাকলো বান!
শুনতে পাও কি? বুকের ভেতরে
পাজড় ভাঙার গান!
চলোনা দু ‘জনে কুড়াতে স্বপ্ন,
হাটবো ঘাসের জমিনে!
হারিয়েছি যা সাতাশ বসন্তে,
ফিরাবো বয়সের এই উজানে!
23.02.2017
9:35 pm
১৬টি মন্তব্য
নীহারিকা জান্নাত
“চলোনা দু ‘জনে কুড়াতে স্বপ্ন,
হাটবো ঘাসের জমিনে!
হারিয়েছি যা সাতাশ বসন্তে,
ফিরাবো বয়সের এই উজানে!”
……….দারুন!
সালমা আক্তার মনি
ধন্যবাদ আপু, শুভেচ্ছা রইলো!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার স্মৃতিচারণ।জীবনের গতি তার একটাই নীতি দেহকে করবে ক্ষতি মনকে রাখবে চিরঞ্জীবি। -{@
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ মনির ভাইয়া! শুভেচ্ছা রইলো!
রিমি রুম্মান
আবৃত্তি করলাম একা একা। সুন্দর লিখেছো । -{@
সালমা আক্তার মনি
আপু ভীষণ খুশি লাগছে, সত্যি আবৃত্তিযোগ্য হয়েছে? সুযোগ পেলে কোন অনুষ্ঠানে আবৃত্তি কোরো আপু! আমি আমেরিকা না যেতে পারলে কি হবে আমার লেখাটা তোমার মুখ থেকে আমেরিকা শুনবে না হয়
সালমা আক্তার মনি
আপু ভীষণ খুশি লাগছে, সত্যি আবৃত্তিযোগ্য হয়েছে? সুযোগ পেলে কোন অনুষ্ঠানে আবৃত্তি কোরো আপু! আমি আমেরিকা না যেতে পারলে কি হবে আমার লেখাটা তোমার মুখ থেকে আমেরিকা শুনবে না হয়!
মৌনতা রিতু
আমি একটা গল্প পড়েছিলাম, তাতে এমনি দুজনের হঠাৎ দেখা ট্রেনের কামরায়। কোনো এক ট্যুরিষ্ট কোম্পানীর সাথে তীর্থে যাচ্ছিল। এই কবিতাটা পড়ে গল্পটার কথা মনে পড়লো।
তাই আরো ভাল লাগছে।
শুভকামনা রইলো।
সালমা আক্তার মনি
মৌনতা আপু অনেক ধন্যবাদ আপনাকে। আরো একজন আমাকে ফেসবুকে লিখেছেন এটা পড়ে তার রবীন্দ্রনাথের “হটাৎ. দেখা ” কবিতা ‘র কথা মনে এসেছে! এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি যে আমার লেখা পড়ে একজন পাঠকের ঐ দিকপাল এর কথা মনে এসেছে! আপনাদের ভাল লাগলেই ধন্য!
জিসান শা ইকরাম
” একটু কি মোটা হয়েছো?
তুমি বেশ ছিপছিপে ছিলে
চুলেও তো পাক ধরেছে!
ভুড়িটাও এলিয়েছে বেশ। ” …………… আরে এসব তো আমাকেই জিজ্ঞেস করে সবাই। এমন প্রশ্ন প্রকাশ্যে কেন করা? 😀
অত্যন্ত আবেগি লেখায় ১০ এ ১০ ই দিলাম 🙂
শুভ কামনা।
সালমা আক্তার মনি
ওহ্ ভাইয়া আপনার কাছ থেকে ফুল মার্কস! ইস কি যে ভাল লাগছে? কি করবো বুঝে উঠতে পারছি না! অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
নীলাঞ্জনা নীলা
খুবই ভালো লেগেছে কবিতাটি। (y)
সালমা আক্তার মনি
নীলাপু সত্যি ভাল লেগেছে ? তাহলে কিছু একটা হয়েছে বোধহয়! অনেক শুভেচ্ছা রইলো আপু!
নীলাঞ্জনা নীলা
হুম সত্যি ভালো লেগেছে।
ভালো থাকুন।
রিফাত নওরিন
অসম্ভব ভালো লাগলো কবিতাটি পড়ে…চোখের সামনে দৃশ্যপট ভেসে উঠলো….অসাধারন!!!!
সালমা আক্তার মনি
রিফাত আপু অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন সবসময়ই!