শেষ বেলার ট্রেন

সালমা আক্তার মনি ২৫ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ১২:৪৩:৫৩পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

কতো হলো বয়স তোমার?
তেইশে সাতাশে পন্ঞ্চাশ হলো শেষ!
একটু কি মোটা হয়েছো?
তুমি বেশ ছিপছিপে ছিলে
চুলেও তো পাক ধরেছে!
ভুড়িটাও এলিয়েছে বেশ।

আহারে তুমি লজ্জা পাচ্ছো কেন?
আমিও বুঝি সেই তন্বীটি আছি?
দেখোনা কপালে রুপালি চুলের গাছি।
আমারও কিন্তু কম হলোনা যেন!
তেরোতে সাতাশে চল্লিশ পেরিয়েছি!

বসোতো এখানে, এবার বলো,
কেমন চলছে সংসার?
ভালো আছোতো? হয়নি তো ওসব,
সুগার কিংবা প্রেশার?

কি দেখছো ওমন অবাক হয়ে,
আমার পানে চেয়ে?
কালো পাড় আর সাদা শাড়িতে
আমি সেই চেনা মেয়ে!

কথা বলছো না যে, বলবার মত
আজো বুঝি হয়নি কেউ?
সাতাশ বসন্ত হেলায় হারালে,
দিলে নাতো আমাকেও!

ফিরিয়ে কেন দিয়েছিলে আমায়
সাতাশ বসন্ত আগে?
দু ‘জন মিলে কি কাটতো না জীবন
রাগে আর অনুরাগে?

কি হতো বলোতো বেলা শেষের এই
ট্রেনটা দেরি না হলে!
দেখাই হতো না দু ‘জন দু ‘বগিতে
অজানায় যেতাম চলে!

তোমাকে দেখেই এতদিনে জমা
পলিতে ডাকলো বান!
শুনতে পাও কি? বুকের ভেতরে
পাজড় ভাঙার গান!

চলোনা দু ‘জনে কুড়াতে স্বপ্ন,
হাটবো ঘাসের জমিনে!
হারিয়েছি যা সাতাশ বসন্তে,
ফিরাবো বয়সের এই উজানে!

23.02.2017
9:35 pm

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ