শূভ্র মেঘপরী

কৃষ্ণমানব ৯ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ১২:৪৩:২৫পূর্বাহ্ন বিবিধ ২৩ মন্তব্য

এই যে,শুনছ ??

-জী ? কে ডাকছে?

-আমি,আমি মেঘ পরী , মেঘের দেশে
ঘর , চিনতে পারছনা??

-তুমি কি সাদা আকাশের মেঘ পরী ?

-হ্যাঁ গো , আমি তাই

-আমার এখানে কেন এসেছ ? আমি তো কেও নই ।
আমি তো সাধারনের চেয়েও সাধারন , ক্ষুদ্র এক মানুষরূপী
‪#‎পাগল‬।

-তোমার এখানে আমার আসা কী বারন ?

কোনোদিনো কী ভাবনি আকাশ থেকে অপূর্ব কোনো পরী তোমার সাথে গল্প করতে আসবে ?

কল্পনায় কী কোনো মেঘ পরীর ছবি আঁকনি?

-না তো , তা তো কখনো করিনি।

-মিথ্যে বলছ কেন ? তাও আবার হয় নাকি ! ধুর।

-হয় কিনা তা তো জানিনা, জানার দরকারো পরেনি ।
ওই যে বললাম আমি মানুষরূপী #পাগল ,

তাই মানুষ এর সাথে সবকিছু নাও মিলতে পারে ।

-কী এমন একজন তুমি , যে আলাদা ?
-আমি ? আমি তো আলাদা কেও ও নই ।

-তাহলে যে বলছ তুমি মানুষরূপী
#পাগল ?

-তুমি কি জানো ,
আজ ওই যে রাস্তার পাশের বৃদ্ধ লোকটা ,

তার না খাওয়ার কিছু নেই কয়েকদিন ধরে , আজ একটা রিকশায় চরে আসলাম ,

রিকশাচালক চাচা উনার মেয়ের ফর্ম পূরণ করবেন , টাকা নেই ।

অন্ধ একটা মেয়েকে দেখলাম রাস্তার পাশে বসে রাস্তায় হাত বুলোচ্ছে , কিছু পেলে মুখে দিয়ে দেখছে , আরো কত কি !!!!!

এদের জন্যে তো আমি কিছু করত্তে পারলাম না।তাহলে আমি কিসের মানুষ বলতে পার ?

-থাক ওসব কথা । তোমার গল্পটা আমায় বলবে???

-গল্প ? গল্প তো নেই।তবে বলার মত কিছু আছে।

-তাই বল না,শুনি?

-আমার সত্যিকারের ‪#‎মেঘযে‬ কল্পনার চেয়েও সুন্দর,অপূর্ব,অনন্যা।

-পরীর চেয়েও সুন্দর!!

-হ্যাঁ,অনেক বেশি।

-সে কোথায়??

-এই যে আমার মনের মাঝে , বলেছিলাম না ,
কখনো দরকার পরেনি কোনো কাল্পনিক পরীর ছবি আঁকবার।

-তোমার বেজায় কষ্ট,তাই না?

-না তো ।
কষ্ট তো ওই মানুষগুলোর ,যাদের কথা বললাম।

-সত্যি বলছ ??

-কাওকে ভালোবাসার মানেই কী তাকে নিজের করে পাওয়া ??

কাওকে ভালোবাসতে দোষ কোথায় ?

-তোমার কোনো কষ্ট নেই তাই বলছ ??
-কেন থাকবে তা বলতে পারো ??

আমার মাথার ওপর বিশাল এক আকাশ আছে , পায়ের নিচে শক্ত মাটি আছে ।
‪#‎ওইযে‬ ওই মানুষটা ,
কাল যে গলায় ফাঁস দিল ,

ও কিন্তু ঝুলে পরার সাথে সাথে পায়ের নিচে মাটি খুঁজেছিল , পায় নি ।

‪#‎তারপরওই‬ যে সেদিন মেয়েটা ছাদ থেকে ঝাপিয়ে পরল ,

ও কিন্তু পরার সময় আকাশের দিকে তাকিয়ে একবার চেয়েছিল আকাশটা ছুঁতে ,

ধরে পতন ঠেকাতে , পেরেছে কী ??
একজন মাটি পায় নি ,
আরেকজন আকাশ………

আমার তো দুটোই আছে
আমি তো বৃদ্ধ লোকটার মত না খেয়ে নেই ,

আমাকে তো ফরম পূরণ করা নিয়ে দুশ্চিন্তা করতে হয়না ,
আমি এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারি , প্রাণ ভরে নিশ্বাস নিতে পারি……

আমি এখন ও বেঁচে আছি ।
সুস্থ ভাবে ,

এই কী বেশির চেয়েও বেশি পাওয়া নয় ?? ….

৫১০জন ৫১০জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ