পরিচিত লোকদের
কাছে ও প্রয়োজন
ফুরিয়ে গিয়েছে ।
খুব কাছের লোকটির
কাছে যে ভালোবাসার
প্রয়োজন , সময়ের
দাবিতে তাও
হারিয়ে গিয়েছে ।
আচ্ছা , বলতো
ভালোবাসা কি
কেবলমাত্র প্রয়োজনের
তাগিদেই হয়?
নাকি অস্তিত্বের সংকটে ?
হয়তবা ভালোবাসা আছে !
কিন্তু ঐ রকম
প্রচ্ছন্ন ভালোবাসা ,
ফর্মালিটি ,
কিংবা গভীর ঔদাসীন্যে
মোড়া ভালোবাসা দিয়ে
জীবন আদৌ কি চলে ???
জবাব দেবে ?
আচ্ছা ,
একটু ভেবে বলবে,,
ছেলেটার কাছে ও
কি তার জীবনটা
এতোটাই অপ্রয়োজনীয় ??
সেতো মরতে চায়না ,
কিংবা ফুরিয়ে
যেতে চায়না ।
সে কখনো বুড়ো হবে না ।
তবুও কেণ
মৃত্যু সমপরিমান
এই নির্জন অন্ধকারে
সে হারিয়ে গেল ??
এই একঘেয়ামীটা
সে কখনোই মেনে
নিতে পারছে না ….
এই জীবনের একটা
সত্যিকারের অর্থ
খুঁজে বের করা দরকার !
অর্থ পাওয়া যাক
বা না যাক !
সেই খোঁজাটা যেন
না ফুরিয়ে যায় ………
৯টি মন্তব্য
আবু জাকারিয়া
খুব ভাল লাগল।
কৃষ্ণমানব
ধন্যবাদ ! 🙂
খসড়া
ভাল লাগল।
কৃষ্ণমানব
🙂
নুসরাত মৌরিন
অর্থ পাওয়া যাক না যাক…সেই খোঁজাটা যেন শেষ হয়ে না যায়…। (y)
কৃষ্ণমানব
ফুরিয়ে গেলেই
যে শুন্যের পরিসমাপ্তি
ঘটবে 🙂
খেয়ালী মেয়ে
অনেকদিন পর কৃষ্ণমানবের কবিতা পড়লাম–দারুন লিখেছেন (y)
জীবনের অর্থ খুঁজে পেলে আমাদেরকেও জানাবেন 🙂
কৃষ্ণমানব
কৃষ্ণমানব বিগত
আড়াইমাস হারিয়ে
গিয়েছিল . .
সময়ের প্রয়োজনে
আবার ফিরে এসেছে …..
খেয়ালী মেয়ে
যাক অবশেষে ফিরে তো এসেছে 🙂