কিছু থাকুক আর নাই থাকুক
আজকাল আমার আর কথা থাকেনা ।
কেবল ক্ষোভ আর ক্রোধ থাকে
ঠিক যেমন কিছুতেই মরেনা
সংক্রামক ভাইরাস ।
চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।
আর হা করে গিলে চলে যতোটা ভালোত্ত্ব ছিলো
এতো ক্ষুধার্ত হতে পারে আমার নিষ্ঠুরতা
কি করে , কে জানে !
দুই যুগ আগের “আমি”টাকে বিদ্রূপ করে ভ্যাংচি কাটে
আজকাল আমার আমাকে মোটেও
ভালো লাগে না
আর নিজেকে যখন অসহ্য লাগে
তখন বড়ো ভয়ঙ্কর হয়ে যায় ,
পরিচিত এই একান্ত মুখশ্রীও ।
আজকাল আর কিছুই নেই ,
সেই পাগলামী ,
বাঁধ ভাঙ্গা চঞ্চলতা ,
উপচে পড়া সহজ-সরলতা…
তাই নিজেকে স্বান্তনা দেই ,
আর বলি ;
আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে…
হ্যামিল্টন , কানাডা
১৮ জুলাই , ২০১৩ ইং ।
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
মন ভরে যায় (y)
নীলাঞ্জনা নীলা
শুনে ভালো লাগলো …………… মা মাটি দেশ
শুন্য শুন্যালয়
অনেক অনেক ভালো লেগেছে…
আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে…
বড্ড মন কেমন করে উঠলো …কিছুই কি থাকে শূন্যতাটুকু ছাড়া?
নীলাঞ্জনা নীলা
ভালো লেগেছে জেনে খুশি হলাম । কিছুই আসলে থাকেনা শুন্যতা ছারা ।
মোঃ মজিবর রহমান
চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।
এই সুন্দর উপমা দারুন।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ভাই -{@
জিসান শা ইকরাম
অনেক দিন পরে লিখলেন ।
শুন্যতায় ভড়া থাকে – এ এক ভিন্ন উপলব্দি
অনেক গভীরে দিয়ে এসব উপলব্দি করা যায়।
ভীষণ ভালো লেগেছে কবিতা ।
নীলাঞ্জনা নীলা
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম 🙂
ছাইরাছ হেলাল
এ দেখছি বিরাট বিপুল উন্মত্ত শূন্যতায় আকণ্ঠ অবগাহন ।
কঠিন কিন্তু সুন্দর অনুভুতির প্রকাশ ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ছাইরাছ হেলাল । -{@
ব্লগার সজীব
কবিতার প্রতিটি প্যারা হচ্ছে মহা সত্য , এতো কবিতা নয় , এ যে জীবন দর্শন ।
নীলাঞ্জনা নীলা
এতো কবিতা নয় , এ যে জীবন দর্শন (y)
আফ্রি আয়েশা
//আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে…//
দারুণ লিখেছেন । জীবন দেখলাম কবিতাটায় ।
নীলাঞ্জনা নীলা
জীবনটা যে শূণ্যতা আর পূর্ণতা দুটোর মধ্যে দুলছে… \|/
মশাই
প্রচ্ছদ ও কবিতা দুটোই ভালো হয়েছে।
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ আপনাকে… 🙂