সুন্দর বটে তব অঙ্গদ খানি তারায় তারায় খচিত গানটির প্রতিটি শব্দ শুনুন।
এবার ভাবুন এখানে যাকে উদ্দেশ্য করে গানটি গাওয়া হচ্ছে সে হচ্ছে সোনেলা।আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা……. গানের কথা গুলো মনোযোগ দিয়ে শুনুন আর ভেবে দেখুন তো, এই গানটি কি সোনেলার জন্য গাওয়া হয়ছে? সোনেলার আকাশেই তো আজ অনেক তারার ভীর।
শুভ জন্মদিন সোনেলা -{@
২০১২ এর ২৩ সেপ্টেম্বর একটি স্বপ্নের যাত্রা শুরু হয়েছিলো। সোনালী রোদের প্রত্যাশায় যে সাইটের যাত্রা শুরু, সে যাত্রায় সাথী আজ অগুনতি। সোনেলার আকাশে আজ অনেক তারার মেলা। যে তারারা সোনেলাকে ভাবে তাঁদের বাড়ি, বাড়ির উঠোন, কেউ ভাবে পরিবার, কেউবা নদীর মোহনা, অনেকেই ভাবেন রাফ খাতা। হাসি আনন্দে ঝক্ঝকে আজ সোনেলার আঙ্গিনা।
পুরাতন এবং অভিজ্ঞ লেখকদের সাথে এখানে আছেন বেশ কিছু নতুন লেখক। যারা এই সোনেলা দিয়েই তাঁদের লেখক জীবন শুরু করেছিলেন, তারা আজ বেশ আত্মবিশ্বাসী। নিজস্ব মেধা আর সহজাত আন্তরিকতা দিয়ে প্রকাশ করছেন নিজকে।
কোন সংকোচ নেই, মাথায় নেই কোন বাড়তি চাপ।
একটি ব্লগকে এগিয়ে নেয়ার জন্য যতজন কার্যকরী ব্লগার প্রয়োজন, তার কয়েকগুণ বেশী আছেন এখন সোনেলায়। তাঁদের পদচারনায় মুখরিত আজ সোনেলা। কারো কোন অহমিকা, দম্ভ নেই, আছে সহ ব্লগারদের প্রতি মমত্ব বোধ,গভীর ভালোবাসা আর শ্রদ্ধা।
প্রায় পাঠক শূন্য অন্যান্য ব্লগ- অথচ সোনেলায় পাঠক শূন্য বা মন্তব্য শূন্য কোন লেখা খুঁজে পাওয়া দুরূহ।
২০১৫ তে এসে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে সোনেলায়।
* দিনপঞ্জি – এখানে যে কোন তারিখে ক্লিক করলেই পাওয়া যাবে ঐ তারিখে প্রকাশিত সমস্ত লেখা
* সপ্তাহের সর্বাধিক পঠিত ১৫ লেখা
* মাসের শীর্ষ ১৫ মন্তব্যকারী ব্লগারের নাম
* প্রতিটি পোষ্ট কতবার পঠিত হলো, তার সংখ্যা প্রদর্শন
* প্রতি পাতার ডান দিকের নীচে একটু সবুজ এরো, যাতে ক্লিক করে পাতার উপরে চলে যাওয়া যাচ্ছে
সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার।
সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে
– এই আশায় আমরা বেঁচে থাকি ।সোনেলার নিজের কথাঃ
আমাদের অট্টালিকা নেই,তবে একখানা কুঁড়েঘর আছে যেখানে আছে শান্তির ছোঁয়া
আমাদের এয়ারকন্ডিশন নেই, আছে সুশীতল গাছের পাতার নির্মল হাওয়া
আমাদের বৈদ্যুতিক পাখা নেই, আছে তালের হাতপাখা
নেই অত্যাধুনিক সোফা, আছে মেঝেতে বিছিয়ে দেয়ার শীতল পাটি।
আছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, মায়া।
আজকের এই দিনে সোনেলা ব্লগের সমস্ত শুভাকাঙ্ক্ষী, পাঠক, ব্লগার এবং ব্লগ টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আরো পড়ুনঃ
৫৮টি মন্তব্য
অরুনি মায়া
তোমার জন্ম শুভ হোক আমার প্রিয় সোনেলা।
তোমার যাত্রা দীর্ঘ হোক এটাই আমার কামনা। 🙂 (3 -{@
জিসান শা ইকরাম
সোনেলার যাত্রা দীর্ঘ হোক এটাই আমাদের কামনা। 🙂 (3 -{@
অরুনি মায়া
সোনেলা কে আরও মিষ্টি করে শুভেচ্ছা জানানো আমার কর্তব্য ছিল কিন্তু এই মুহূর্তে মাথা খুবি এলোমেলো।
প্রিয় সোনেলা আমি খুবি দু:খিত,,,,
আমি পারলাম না,,,,,
তবে ভালবাসা রইল অফুরন্ত,,, ,
জিসান শা ইকরাম
আপনি সোনেলাকে নিয়ে একটি পোষ্ট দিয়েছেন
ঐ পোষ্টই তো সবচেয়ে বড় শুভেচ্ছা।
অরুনি মায়া
আগে বলবেন না ভাইয়া তাহলে আরেকটা শুভেচ্ছা কবিতা লিখে রাখতাম 🙁
জিসান শা ইকরাম
লিখে ফেলুন
শুভেচ্ছার আবার সময় কি?
যখন ইচ্ছে দেয়া যায়।
অরুনি মায়া
এই যে একটা সমস্যা আমি ভেবে চিন্তে লিখতে পারিনা। হঠাত ই লিখে ফেলি। দেখি কি হয়,,,,,,
জিসান শা ইকরাম
হঠাৎ ই লিখে ফেলুন কিছু
ছাইরাছ হেলাল
শুরুর দিন গুলো আনন্দের, সাথে প্রচণ্ড অনিশ্চয়তা নিয়ে যার শুরু, এখন যারা দেখছেন তারা তা ভাবতেও পারবেন না।
পেয়েছি অনেক কে, অনেক কে হারানোর মধ্য দিয়ে।
ব্লগ টিম কে শুভেচ্ছা এ পর্যন্ত নিয়ে আসার জন্য সাথে করে।
আনন্দ-বেদনায় সবাই সবার সাথে থাকুন এই কামনাই করি।
জিসান শা ইকরাম
এখন যারা আছেন,তারা প্রথম দিকের কথা ভাবতেই পারবেন না।
সীমান্ত উন্মাদ
দীর্ঘ থেকে দীর্ঘতর হোক সোনেলার পথচলা। শুভেচ্ছা এবং শুভকামনা রইল নিরন্তর। \|/ -{@ (3
জিসান শা ইকরাম
সোনেলার পক্ষ থেকে শুভেচ্ছা -{@
নীলাঞ্জনা নীলা
প্রিয় সোনেলা,
প্রথম যেদিন তোমার এই উঠোনে এসে দাঁড়াই, কেমন জানি একটা অন্যরকম অনুভূতি কাজ করছিলো। তুমি আমায় আপন করে নেবে, নাকি নাক সিঁটকোবে অহঙ্কারী ভাব নিয়ে। আশ্রয় তো অনেক জায়গাতেই পাওয়া যায়, অর্থের বিনিময়ে, কর্মের বিনিময়ে। কিন্তু আনন্দ কি তাতে হয়? একটি কোণে দাঁড়িয়ে ছিলাম, তোমার উঠোন থেকে ঘর ভরা মানুষ। হাসছে, মজা করছে। আমি একধরণের সঙ্কোচ নিয়ে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম তোমার ঘরের দরোজার দিকে। ভেতরে যাবো নাকি যাবোনা, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু সেদিন যে তোমার জন্মদিন ছিলো, উইশ না করে কিভাবে ফিরে আসি? উঠোনেই দাঁড়িয়ে রইলাম, কতো রথী-মহারথীদের ভীড় তোমাকে ঘিরে। আমি তো এক সাধারণ মেয়ে। তাছাড়া যেখানে এতো উজ্জ্বলতা, সেখানে আমি বড্ড ম্লান। কি করবো ভেবে পাচ্ছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিলো। কেউ দেখছে না, হঠাৎ দেখি তুমি আমার সামনে এলে, এসে বললে, “কি ব্যাপার এখানে দাঁড়িয়ে কেন? ঘরে এসো। দেখছো না ঘরে সকলে!” আমি তখন বললাম না, না ঠিক আছে। এসেছিলাম তোমায় শুভেচ্ছা জানাতে। তুমি আমায় টেনে নিয়ে গেলে ঘরের ভেতর, যেখানে সকলে হৈ-হুল্লোড়ে মেতে আছে। কেউ গান গাইছে, কেউবা নাচছে। কেউ কবিতা-গল্প এসব নিয়ে ব্যস্ত। কেউ আবার রান্নায়, কেউ সিনেমা দেখছে। কেউ রাজনৈতিক ঘৃণিত পটভূমি নিয়ে আলোচনা করছে। কারুর আবার ভ্রমণের শখ এবং ফটোগ্রাফিও। একই ছাদের নীচে এতো এতো ধারণার মানুষ! আমি অবাক হয়ে গেলাম! এ কি করে সম্ভব!!!
সোনেলা তোমার উঠোন থেকে ঘর এখন যেনো সম্পূর্ণ আমার। উঠোনে দাঁড়িয়ে খোলা আকাশ দেখি, তোমার ঘরের ভেতর স্নেহ-মমতা-ভালোবাসার স্পর্শ নিয়ে ঘুমাই এবং জেগে উঠি। এভাবে আমায় তোমার পরিবারের অংশ করে নেবে, এ জীবনে কখনোই তো ভাবিনি। দূরের থেকে দূরের মানুষ একেবারে কাছে, খুব কাছে। যেনো শ্বাস এসে পড়ছে আমার কাঁধে। মন খারাপ ও শব্দটা তো যাও একটু ছিলো, এখন তা একেবারেই নেই।
তোমায় কখনো চিঠি দিইনি আমি। আজ কেন দিচ্ছি জানো? তোমার জন্মদিন। আমি জানি আমার চিঠি পেলে তুমি অনেক খুশী হবে। জানোই তো আমি বড়ো স্বার্থপর! তুমি খুশী হয়ে হাসবে, সাথে আমিও। শুভ জন্মদিন সোনেলা। অনেক ভালোবাসি তোমায়। এভাবেই আগলে রেখো, কখনো আমাকে যেতে দিওনা। ভালোবাসা পেলে আটকে যাই, জানো তো? সহস্র দামী মণি-মুক্তোও আমায় বাঁধনে বাঁধতে পারেনি কখনো, কোনোদিন পারবেও না। কি দেই বলো তো আজ তোমার জন্মদিনে? নাও একটি গান আর অনেক ফুল তোমার জন্যে। -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
আমার বুড়োর গান তোমার জন্যে। “প্রাণে খুশির তুফান উঠেছে…” ভালোবাসি ভালোবাসি অনেক ভালোবাসি (3
https://www.youtube.com/watch?v=-vja9IfENXU&feature=share
জিসান শা ইকরাম
অসাধারণ এক চিঠি
এমন চিঠি পেয়ে সোনেলা প্রাণ পাবে
এই চিঠি তো পোষ্টই হয়ে যেতে পারতো একটি
সোনেলা ভালোবাসা দিতে জানে -{@
নীলাঞ্জনা নীলা
নানা হুম পরে ভেবেছি এটি একটি পোষ্ট হতে পারতো। এতোটাই আবেগাপ্লুত হয়েছিলাম লিখতে গিয়ে।
জানি অনেক কষ্টের ফসল আজকের সোনেলা। সৃষ্টিতে কষ্ট থাকে, কিন্তু তারপরের যে আনন্দ সেটি সকল কষ্টকে ভুলিয়ে দেয়।
নানা আমি কৃতজ্ঞ আজীবন তুমি নিয়ে এসেছিলে আমাকে এখানে। তা নইলে কিভাবে পেতাম এতো ভালো ভালো বন্ধুত্ত্ব? হুম সোনেলা ভালোবাসা দিতে জানে, আর ভালোবাসা শেখাতেও জানে। ঠিক আমার বুইড়া নানার মতো। সোনেলা এবং বুইড়া নানা আই লাভ ইয়্যু বোথ। -{@ (3
একটা গান না দিলেই নয়।
https://www.youtube.com/watch?v=3jwJ7IC7Tto
মেহেরী তাজ
শুভ জন্মদিন প্রিয় সোনেলা। আমি যেদিন প্রথম তোমার উঠেন এলাম সেদিন ভেবেছিলা তোমার এখানে সব বাসিন্দারা না জানি কত অহংকারী। কিন্তু পরে দেখলাম না তারা অহংকারী আর না তুমি। এতো আন্তরিক বাসিন্দা তোমার ঘরে যে আমার অভ্যাস তোমরা খারাপ করায়ে দিছো। ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগে তোমার মুখ না দেখলে আমার চলেই না।
তোমার আঙ্গিনা আরো বিস্তৃত হোক। হাসি আনন্দে মেতে থাকুক সব সময়। তুমি দীর্ঘজীবী হও। আমার পরেও যেনো কয়েক প্রজন্ম তোমায় দেখে আনন্দিত হয়। সব সময় ভালো থেকো প্রিয় সোনেলা।
সোনেলা ব্লগ আজ যাদের জন্য এতো বড়, এতো প্রিয়,এতো আনন্দে মেতে আছে তাদের সকলকে মডু( অদৃশ্য), পরিচালক, পাঠক, ব্লগার সবাই কে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সোনেলার সেরা আবিষ্কারদের মাঝে তুমি একজন
তাজ হয়ে আছো তুমি সোনেলায়
শুভেচ্ছা তোমাকে -{@
ইমন
লাভ ইউ সোনেলা। (3
জিসান শা ইকরাম
শুভেচ্ছা আপনাকে -{@
আজিম
শুভ জন্মদিনে প্রিয় “সোনেলা”-কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
সোনেলায় যেটা আমার বেশি ভাল লাগে, সেটা হচ্ছে এখানে লেখকদের মধ্যে আন্তরিকতা বেশি দেখা যায়। একে অন্যের লেখায় মন্তব্য করেন, কমপক্ষে এবিষয়ে কেউ কার্পন্য করেননা। লেখা ভাল লাগলে কিছু না বলে থাকেননা প্রায় সবাই।
আমার মতো একজন নতুন লেখক “সোনেলা”-র এই প্ল্যাটফর্ম পাওয়ার কারনে আবারো আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং সেই সাথে এর দু’জন রূপকার, যাঁদের কথা না বললেই নয়, যাঁরা উদ্যোগ না নিলে আলোর মুখ দেখতোনা সোনেলা, জনাব জিসান শা ইকরাম আর ছাইরাছ হেলাল ভাই, তাঁদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। -{@
জিসান শা ইকরাম
সোনেলা আপনার মত কোয়ালিটি ব্লগার পেয়ে সমৃদ্ধ আজ
শুভেচ্ছা আপনাকে -{@
আজিম
লজ্জা পেলাম জিসান ভাই।
আমি অসুস্থ, মানে টাইফয়েড থেকে সেরে উঠছি আস্তে আস্তে। তাই আমার অসম্পূর্ন লেখাটা সম্পূর্ন করতে পারছিনা।
জিসান শা ইকরাম
দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসুন আবার আমাদের মাঝে।
ছাইরাছ হেলাল
টাইফয়েডের নিকুচি করুণ।
চলে আসুন।
আজিম
কেন যেন হাসি পেল, হাসলামও একটু।
আসবো হেলাল ভাই, একটু…।
সিকদার
প্রিয় “সোনেলা”-কে তার শুভ জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন, সোনেলার দুই কান্ডারী জনাব জিসান শা ইকরাম আর ছাইরাছ হেলাল ভাইকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন । সেই সাথে ব্লগের সকল লেখক-লেখিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা । কামনা করি প্রিয় “সোনেলা” আরো সুন্দর সমৃদ্ধ হয়ে উঠুক ।
জিসান শা ইকরাম
কান্ডারী আসলে আপনারাই
আমরা আপনাদের সাথে আছি,আপনাদেরই একজন হয়ে
শুভেচ্ছা আপনাকে -{@
লীলাবতী
সোনেলাকে জন্মদিনের শুভেচ্ছা -{@ -{@ -{@ -{@ -{@ নিজের আবেগ ভালোবাসা গুছিয়ে লিখতে হবে আবার 🙂
জিসান শা ইকরাম
শুভেচ্ছা একবার দিলেই হয়
সোনেলা আপনাকে বুঝে,জানে -{@
শুন্য শুন্যালয়
শীতলপাটি বিছানো গাছের নীচে ছোট্ট একটা কুড়েঘর, আর কি চাই? কিছু নাতো।
সোনেলা আমার আরেক জন্ম।
শুভ জন্মদিন সোনেলা। -{@ -{@
জিসান শা ইকরাম
এটিই আছে সোনেলায়
সোনেলা তো আপনারও -{@
অরণ্য
আমার সোনেলা! শুভেচ্ছা তোমায়। -{@ -{@ -{@
জিসান শা ইকরাম
সোনেলার পক্ষ হতে আপনাকেও শুভেচ্ছা -{@
মারজানা ফেরদৌস রুবা
আমার সোনেলা।
-{@ শুভ জন্মদিন….
আগের মতো আসতে পারি না, তাই মনটা বেজায় খারাপ থাকে।
জিসান শা ইকরাম
সোনেলাও আগের মত দেখে না আপনাকে, দেখতে চায় -{@
নুসরাত মৌরিন
শুভ জন্মদিন সোনেলা।
জন্মদিন ব্যাপারটা খুব স্পেশাল, তোমার জন্য কোনো একটা গিফট নিয়ে আসা উচিত ছিল। তবে আনা হয় নাই।যাহোক ফুল রেখে যাই। -{@ -{@ -{@
আর ভালবাসা তো আছেই। (3 (3 (3
এখন হয়ত আগের মত তোমাকে সময় দিই না,কিন্তু জেনে রেখো মনের একটা কোণে সবসময় তুমি থাকো,থাকবে।
ভাল থেকো সোনেলা। অনেক ভাল থেকো।
দীর্ঘজীবি হও। যেদিন আমি থাকবো না,সেদিনও তোমার বুকের এক কোণে আমি থাকবো। খুব অদ্ভুত তাই না? 🙂
জিসান শা ইকরাম
সোনেলা আপনাকে জানে, ভাবে -{@
আবু খায়ের আনিছ
অনেক দেরিতে হয়েছে আমার আগমন তোমার বুকে, হোক না দেরি তাকে হয়েছে, আমি যে থাকতে চাই তোমার আঙ্গিনাতে সারা জীবন ধরে, আমায় একটু জায়গা দিবে?
জিসান শা ইকরাম
জায়গা কেন দিবে না? অবশ্যই দিবে।আমাদের তো ভালো ভাবেই জায়গা দিয়েছে -{@
কৃন্তনিকা
শুভ জন্মদিন, সোনেলা… (3 (3 (3
সোনেলায় এসেছি সেই কবে… কিন্তু টান সেই আগের মতই…
সময় পেলেই ঢুঁ মারি। অনেক দিন ধরেই কিছু লিখতে পারছি না, পোস্ট করতেও পারছি না কিছু। কিন্তু ঢুঁ মারতে ভুলি না কারণ সোনেলা যে মায়ার বাঁধনে বেঁধেছে তা থেকে আমার মুক্তি নেই। মুক্তি চাইও না আমি…
সোনেলার আঙ্গিনা যেন আজীবন এমন মুখরই থাকুক।
জিসান শা ইকরাম
সোনেলাকে এগিয়ে নিয়ে এই পর্যায়ে আনতে আপনার ভূমিকাও অনেক।
আপনি যখন প্রথম এলেন,তেমন পাঠক,লেখক এখানে ছিলেন না
আপনি খুবই ভালো লেখেন,আপনার গল্পগুলো আলাদা ধরনের
কৃন্তনিকা ধরনের,যা অন্য গল্প থেকে পার্থক্য করে নেয়।
নিজে লিখেছেন,অন্য লেখকদের লেখা পড়ে মন্তব্য দিয়ে উৎসাহ দিয়েছেন।
সোনেলা আপনাকে অত্যন্ত সন্মান আর কৃতজ্ঞচিত্তে মনে রাখবে নিশ্চিত।
সোনেলার আঙ্গিনা যেন আজীবন এমন মুখরই থাকুক -{@
অরুণিমা
আমার সোনেলা আমার কাছে দুই বাংলার সেতু।আমাকে ওপার বাংলার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে সোনেলা।তেমন একটা সময় দিতে না পারলেও সোনেলার লেখা গুলো পড়ি নিয়মিত।এখানের সোনেলা প্রেমীদের আন্তরিকতা অতুলনীয়।
দা,আপনাকে ধন্যবাদ এমন একটি সাইটের সন্ধান আমাকে দেয়ায়।জন্মদিনের শুভেচ্ছা সোনেলাকে -{@
জিসান শা ইকরাম
পড়াশুনা,সংসার এত ব্যাস্ততার মাঝেও যে সোনেলায় সময় দিতে পেরেছেন এতে আমরা খুশী
কোলকাতা থেকে বর্তমানে আপনিই নিয়মিত লিখছেন এখানে
ধন্যবাদ আপনাকেও -{@
ব্লগার সজীব
শুভ জন্মদিন সোনেলা -{@ (3 সোনেলার সাথে ছিলাম,আছি,থাকবো সবার ভালোবাসা বুকে নিয়ে।
জিসান শা ইকরাম
সজীব সাথে থাকলে আর চিন্তা কি ? -{@
ব্লগার সজীব
ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক! -{@ ঈদের দিনের আনন্দ থাকুক আপনার মাঝে বছরের প্রতিটি দিন।
জিসান শা ইকরাম
ঈদের শুভেচ্ছা সজীবকে কে -{@
নীতেশ বড়ুয়া
সোনেলায় প্রতিদিনই আমার জন্য জন্মদিন 😀
ব্লগ কি? ব্লগের ভাষা কি? ব্লগ আড্ডা কি? ব্লগের পরিবেশ কি? ব্লগের ছন্দ কি? এইসব কিছু না জেনেই সোনেলায় চলে আসা আর এই সোনেলায় সবার আন্তরিকতায় এইসব বুঝতে পারার চেষ্টা করে যাওয়াটার জন্যই নিজেকে নতুন করে চেনা হয় এই সোনেলায়।
শুভ জন্মদিন সোনেলা
ঈদ-উল-আজহা মুবারক সোনেলা।
জিসান শা ইকরাম
সোনেলায় ৮০% এর বেশী লেখক নতুন
তাঁদের লেখা লেখি এই সোনেলাতেই শুরু হয়েছে
তবে নীতেশের লেখার হাত পাকা
পাকা হাতেই এখানে লেখা আরম্ভ -{@
এখানে আন্তরিকতার অভাব নেই
যে যতটুকু দেয়, তার চেয়ে বেশী পায় 🙂
নীতেশকে নীতেশ দা বলায় তীব্র প্রতিবাদ :D)
নীতেশ বড়ুয়া
:@ :@ আপনাকে ডাবল মাইনাস (- -)
আমার লেখার হাত এখনো শিশুদের মতো। এখানে সবাই কত্ত ভাল লিখেন আর তাই পড়ে ভাবি আহা (3
জিসান শা ইকরাম
-{@ (3 হা হা হা হা
নীতেশ বড়ুয়া
:p :p :p
জিসান শা ইকরাম
আমরা পুরুষে পুরুষে হার্ট দেয়া নেয়া করি,
কেউ আবার কিছু ভাইব্যা না বসে :D)
মোঃ মজিবর রহমান
আমি ছিলাম না।
সোনার অঙ্গে ভরে গেছে
কত সফল লেখা
সফল ব্যাক্তি
সোনেলার জন্মদিনে
সকল ব্লগার ভাইদের হৃদয় নিংড়ানো ভাল বাসা সোনেলা সবার মনে বাসা বাঁধুক।
আমি একজন নগন্য পাঠক হয়ে আছি।
লেখেয়ারা লেখুক আমি পড়ি।
-{@ (3
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা মজিবর ভাই -{@
মোঃ মজিবর রহমান
-{@ আপনাকেও ভাই
স্বপ্ন
আমি যা লেখি তা এই সোনেলায়।যদিও এসব কোন লেখা না।আমার সোনেলা থাকে আমার সাথেই।
জিসান শা ইকরাম
এখানে যা ইচ্ছে তাই লেখা যাবে।সোনেলা কোন নোবেল দেয়ার সাইট না।নিশ্চিন্তে লিখুন।