শুন্য থেকে ধোঁয়া ওঠে হঠাৎ!!
আর্তি চাপা চিৎকারে বধিরতা বাড়ে।
রঙিন প্রজাপতি রং হারা বিবর্ণ!!
বিদীর্ণ বিশাল জনপদের কানে তালা।
বিপন্ন ভিড়ের দেয়ালে দেয়ালে
পোষ্টার—–
বদল চাই
বদলে যাও
বদলে দাও।
কথায় নয়, কাজেই প্রমান দাও।
কাতারে কাতারে চলছে শুদ্ধ দেবতার কাফেলা।
যত্রতত্র ভাঙা দেউড়ির
ফোঁকরে কাল কেউটে—-
হারাক প্রাণ কার্বোলিকের ছোবলে!!
ভাঙা ঢোলের কেচ্ছা অনেক হলো
ভাগাড় থেকেও বিদেয় হোক
যত ভগ্নাংশের ছায়া।
২৪টি মন্তব্য
শামীম চৌধুরী
আসলেও আমরা আর ভাঙ্গা ঢোলের আওয়াজ শুনতে চাই না। সব ভঙ্গুরের ভগ্নাংশ ঝেড়ে ফেলে গোটা কিছু চাই।
সময়পোযোগী লেখা।
বন্যা লিপি
চারিদিকে শুধুই না পাওয়ার গল্প।কি দিলাম কাকে সে কথা কেউ বলেনা। আমরা কি নিজ নিজ অবস্থান থেকে বদলে যেতে পারিনা?
শিরিন হক
সময়ের উপযোগী লেখা।
বদল চাই
বদলে যাই
বদলে দাও
বন্যা লিপি
প্রতিদিন দেখবে শুধুই হতাসার কেচ্ছা! আমরা নিজ জায়গা থেকে কে কতটা সমাজের করেছি বা করছি? শুধুই কি পেলাম কি পেলাম না নিয়ে মাথা কুটে মরছি।
সময় এসেছে একটা পরিবর্তনের। আর কত এভাবে চলতে দেয়া?
অন্তত শুরু হোক ভালোর পরিবর্তন।
বন্যা লিপি
সময় এসেছে এবার বদলে নিতে নিজেকে।
রেহানা বীথি
বদল খুব দরকার।
খুব সুন্দর লিখলেন
বন্যা লিপি
খুব দরকার বদলের রুপ চিনতে! আমরা নিজ থেকে যে যতটুকু পারি করতে পারিনা এমন কিছু । আরেকজনকে পারিনা উৎসাহ দিতে অন্তত একটা ভালো কাজ করতে? নিশ্চই চেষ্টাটা তো শুরু করতেই পারি।
শাহরিন
যুগের পর যুগ চলে আসা প্রথা ভাংগা সহজ হয় না। কিন্তু সমাজ আর সবার জন্য এই পরিবর্তন খুবই দরকার।
বন্যা লিপি
প্রতিদিন একটা ভালো কাজ, যা অন্তত সমাজের কোনো একটা ক্ষুদ্র অংশ থেকেও শুরু করা সম্ভব। আমি,আপনি,তুমি,সে,তুই,তোরা, এভাবেই এগোনো সম্ভব। কথায় বলে নিয়ত গুণে বরকত। চলুননা শুরু করে দেই!!
মোঃ মজিবর রহমান
হ্যা আপু বাস্তবে বদলে জেতে পারাই এখন স্বারথকতা। জা খুবই দুস্কর।
বন্যা লিপি
আমাদের মন মস্তিষ্ক আমাদের আয়ত্তে নেই। নিজেদের চেষ্টায় নিজেরা বদলে যেতে কতক্ষন?
মোঃ মজিবর রহমান
আপু আমি আমার মত বদলাতে অন্যকে বদলানো বরতমান সময়ে সেই মনস্তাস্বতিকবিদ পাইনা। যে বক্তব্য দিয়ে, লেখা দিয়ে সাধারন মানুস্কে জাগাতে পারবে। গুটিকয়েক সাধারন মানুস ভালো হলে সমাজ পরিবরতন অসম্ভব।
মনির হোসেন মমি
পরিবর্তনশীল জাতি আমরা।কেবলি পরিবর্তন চাই।
বন্যা লিপি
পরিবর্তনশীল জাতি! পরিবর্তনের দমকা বাতাস কিন্তু ভাই খারাপ ফলাফল দিয়ে যাচ্ছে অনবরত। যার যার জায়গা থেকে পরিবর্তন চিনে নেবার সময় এসেছে এখন।
তৌহিদ
আমরা পরবর্তন চাই, তবে নিজেদের জায়গা থেকে সঠিক কাজগুলি অনেকেই করিনা।
ভালো লাগলো পড়ে আপু।
বন্যা লিপি
ঠিক বলেছেন ভাই, আমরা হাতের উপর হাতে রেখে অন্যের দোষ চোখে আঙুল দিয়ে দেখাই। নিজে কি করলাম না করলাম চেয়েও দেখিনা। আর কত চলবে এমন??
তৌহিদ
প্রত্যেকেরই এমন অনুভব থাকা উচিত আপু। ঈদের শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
চলুন বদলে যাই।
একটা পরিবর্তন দরকার।
বন্যা লিপি
কারো সাহায্যের প্রয়োজনে এগিয়ে যাওয়াও হতে পারে পরিবর্তনের প্রথম অধ্যায়।
নিজ নিজ বোধের জায়গা থেকে আসুন কিছু তো শুরু করি!!
সাবিনা ইয়াসমিন
বদল চাই, বদলে যেতে চাই। বদলটা শুরু হোক নিজেকে দিয়েই।
অনেক দিন পর লিখলে বন্যা। কেমন আছো?
বন্যা লিপি
একদম…..বদলটা শুরু হোক নিজ থেকেই, হাত মেলাতে জুটেই যাবে হাজারো বন্ধু।
হ্যাঁ অনেকদিন পরেই এলাম। তোমাকে ইনবক্সে নক করেছিলাম। হয়তো বিরক্ত হয়ে গেছো। তাই আজো চেক করোনি।
বেঁচেই তো আছি।
সাবিনা ইয়াসমিন
ইনবক্স বন্ধ হয়ে গেছে। সে এক অন্য ইতিহাস। ওপেন করলে তোমাকে জানাবো।
ভালো থাকো সব সময়। দোয়া ও শুভ কামনা ❤❤
ইঞ্জা
আসলেই সময় এসেছে দিন বদলের, বদলাতে হবে আমাদেরকে, বদলাতে হবে এই সমাজ, এই দেশকে।
বন্যা লিপি
অসম্ভব বলে কোনোকিছু কি আসলেই আছে? একজন দু’জন করে শুরু করলে দিন বদলাবেই ভাই।