শুন্যের ধোঁয়া//

বন্যা লিপি ৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ০১:৩২:২৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

শুন্য থেকে ধোঁয়া ওঠে হঠাৎ!!
আর্তি চাপা চিৎকারে বধিরতা বাড়ে।
রঙিন প্রজাপতি রং হারা বিবর্ণ!!

বিদীর্ণ বিশাল জনপদের কানে তালা।
বিপন্ন ভিড়ের দেয়ালে দেয়ালে
পোষ্টার—–
বদল চাই
বদলে যাও
বদলে দাও।

কথায় নয়, কাজেই প্রমান দাও।
কাতারে কাতারে চলছে শুদ্ধ দেবতার কাফেলা।
যত্রতত্র ভাঙা দেউড়ির
ফোঁকরে কাল কেউটে—-
হারাক প্রাণ কার্বোলিকের ছোবলে!!

ভাঙা ঢোলের কেচ্ছা অনেক হলো
ভাগাড় থেকেও বিদেয় হোক
যত ভগ্নাংশের ছায়া।

১জন ১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ