শুধু তোমার জন্য- ইচ্ছেরা

স্বপ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ০৯:৪৮:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৫০ মন্তব্য

ইচ্ছে হয় তোমাকে ভেবে একটানা ৭ দিন রাত না ঘুমিয়ে কাটুক আমার সময়
টকটকে লাল কোটরাগত চোখ দেখে সবার প্রশ্ন স্বপ্ন তোমার চোখ এত লাল কেন?
‘আমার চোখ উঠেছে’ বলে দুঃখী মুখে বলে দেবো সবাইকে
আমি তো জানি কেন আমার লাল কোটরাগত চোখ।

ইচ্ছে করে তোমাকে ভেবে ডান হাতের আঙ্গুল কাঠের দরজায় রেখে দেই জোড়ে এক চাপ
হাসিমুখে নিজেই চলে যাই কাছের ফার্মেসীতে
ব্যান্ডেজ বাঁধা হাত দেখে সবার প্রশ্নের জবাবে বলি ‘কিভাবে যে হল এমন!!’
তোমাকে ভেবে ভেবে এ আমার এক নতুন খেলা।

ইচ্ছে হয় তোমাকে জপে মাংস কাটার ছেনি দিয়ে মাথায় দেই এক কোপ
কপালে ৭ টি সেলাই মাথায় সাদা ব্যান্ডেজ দেখে প্রশ্নকারীদের কৌতূহল
‘ ভাই পরে গিয়েছিলাম হঠাৎ ‘
শুকিয়ে যাওয়া সেলাইয়ের ক্ষতে হাত বুলাতে বুলাতে বা
আয়নায় দাগ দেখে মনে মনে হাসি ‘ এ যে আমার পাগলিটার জন্য পাগলামি’।

ইচ্ছে হয় তোমাকে ভেবে আনমনা হয়ে রাস্তা পার হই
জীবনানন্দ দাসের মত ট্রাম নয় বড় সর এক ট্রাকের নীচে চাঁপা পড়ি
হাসপাতালের বেডে পা টানা অবস্থায় সবার প্রশ্নের জবাবে বলি
নিরাপদ সড়ক চাই শ্লোগান উপেক্ষিত
ক্রাচে ভর দিয়ে হেটে বেড়াই তোমাকেই সাথে নিয়।

ইচ্ছে হয় ব্যাগপ্যাক কাঁধে হিমালয় স্পর্শ করি এই সেপ্টেম্বরেই
কারো চোখ এড়িয়ে উঠে যাই এভারেস্টের চূড়ায়
বিশাল কোন বরফ ধ্বস দেখেই তোমার নাম নিয়ে ঝাঁপ দেই
কয়েক হাজার টন বরফের নিচে চাঁপা পরে থাকি।

অতঃপর হাজার বছর পরে কোন একদিন বরফ গলায় আবিষ্কৃত হবে ফ্রিজড তরতাজা এক মৃতদেহ
বাম হাতের ব্রেসলেটে খোদাই করে লেখা স্বপ্ন
আর এক্সরেতে পাওয়া যাবে বাম বুকের চামড়ার নিচে একটি ছোট লকেট
উৎসুখ চোখ দেখবে মিথুন লেখা একটি নাম।

 

৬৭৭জন ৬৭৭জন
0 Shares

৫০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ