
এবার থেকে খিদে পেলে প্রাণ বাঁচাতে কবিতা খাবো, এই শরতে, একটু ভেজা ভেজা হয়ে;
ইলিশ ভাজা, ভর্তা…………সে এক এলাহি অবস্থা;
মেনি বেড়ালটি পিছু ছাড়ে/ছাড়ছে না, গা ঘেঁসে, পায়ে পায়ে জড়িয়ে লেপটে থাকে, গোল হয়ে
গুটিসুটি মেড়ে কাছেই ঘুমায়, ইলিশ ইলিশ গন্ধে গন্ধে, নো ফরমালিন, পেল্লায় তাজা তাজা ইলিশ;
শিউরে উঠে কাঁপা কাঁপা প্রাণ নিয়ে ভাবি, গপাগপ এতো এতো রাশি রাশি প্রতিদিনের ইলিশ কী করে
কেমন করে খায়!! রোজ রোজ!! হুশ না-হারিয়ে এই ডুব সকালে মিউ মিউর আহ্লাদিপনা মিনি মিনি স্বরে,
ঘ্রাণে হলেও একটু ইলিশ চাই!!
মগজে-মস্তকে কালচক্রে পঞ্চভূতে অনিঃশেষ আনন্দে-বেদনায়; সকালের সোনালী আলোয়,
কদর্যতার ছলনা ছেড়ে-ছুড়ে কবিতার বেশুমার স্বর্ণ-মহলের ডুব-জল সাঁতার বা একটু উঁকিঝুঁকি,
আইন মেনে/ভেঙ্গে সফেদ কবিতার প্রাণঢালা কটাক্ষ/রাঙানো মন্দ নয় মোটেই!!
গান (নো রিজন) ছবি নেটের।
২২টি মন্তব্য
আরজু মুক্তা
পড়লাম। ইলিশের গন্ধ নাকে সামনে সামনে ঘুরছে।
ছাইরাছ হেলাল
অণুগল্পের ঘ্রাণ এড়িয়ে!!
নাক তো দেখছি বেশ বৃহৎ!!
শুভেচ্ছা।
আরজু মুক্তা
ইলিশের দাম তো কম এবার। পঞ্চভূতদের ভালোই হচ্ছে। আমাদের গরীবদের লবণ ইলিশ ভরসা
ছাইরাছ হেলাল
লবন ইলিশ তো বিদেশে যাচ্ছে, গরিবদের খানা আর নেই।
একা একাই খান, যেমন খেয়েছেন আগেও।
রিতু জাহান
আমি মন্তব্য করব কি! গানেই তো বুদ হয়ে আছি
কালকে ইলিশ বিলাস চলবে ভাবছি।
এ ইলিশ পঞ্চভূত ও ছাড়লো না দেখছি।
ছাইরাছ হেলাল
শুনুন গান ভাল করে, আসলে ইলিশের না ব্যাপার।
শরতের কবিতা মূল প্রতিপাদ্য। অনুগল্প লেখার চেষ্টা মাত্র।
ভাল থাকবেন, আপনি, ইলিশ ভর্তা খেয়ে খেয়ে।
হালিমা আক্তার
শরতে কবিতা খাওয়া, সাথে ইলিশ মাছ 🐟। মনোমুগ্ধকর কাব্যিকতা । শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
এইইইইইইইই!! ইহা কিন্তু অণুগপ্পো!!
আপনিও ভাল থাকুন।
হালিমা আক্তার
দুঃখিত । আবার পড়লাম। খেয়াল করিনি ।
ছাইরাছ হেলাল
আরে ব্যাপার না, এট্টু নূতন ট্রাই দিচ্ছি তো তাই অমন করে বলা।
বোরহানুল ইসলাম লিটন
তৃতীয় স্তবকে অতুলণীয় মানবিক উচ্চারণ ফুটে উঠেছে।
কেউ খেয়ে মরে
কেউ একটুখানি ঘ্রাণের আশায় চিরকাল যায় স্মরে।
সুন্দর অণুগল্পে মুগ্ধতা রাখলাম চিরন্তন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
আমার মত করে অণুগল্প লেখার চেষ্টা মাত্র।
ধন্যবাদ পড়ার জন্য।
রেজওয়ানা কবির
আমিও কবিতা খেতে চাইইইইই।সাথে ইলিশ ভাঁজার গন্ধে এতো এতো কবিতা, অনুগল্প মিলিয়ে জমে ক্ষীর হয়ে যাবে।।।। তাইতো বলি তবে আসল রহস্য ইলিশ!!!মজা করলাম ভাইয়া। ভালো লেগেছে অনুগল্প।।।
ছাইরাছ হেলাল
মজা তো মজাই। এবং তা করাও দরকার।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
দিনকাল যা এসে গেছে কবিতাকেও খাদ্য তালিকায় রাখতে আস্বস্ত হতে পারছি না।
মহারাজ, আপনি সৌভাগ্যবান ইলশে বিল্লিটা আপনার আশেপাশেই।
গানের জন্য থ্যাংকু। এমন গান ইলিশের ডিমের মতোই উপাদেয়।
ছাইরাছ হেলাল
বিল্লি আমাদের থাকে, লাগেও। সাহস করে একটু চেখে-ই না হয় দেখুন।
যদিও এমন গান কম শুনি, তাও হঠাৎ দেখলাম/শুনলাম।
শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
শরতে এত এত খাবারের পসরা থাকার পর ও কবিতা খেতে হবে? হায় ভগবান! আপনার অনুগল্প পড়ে শরতের পেঁজা তুলো, কাশবন দেখতে পাচ্ছি সাথে ইলিশের বাহারি পদ তো আছেই। কেউ নানান পদ খেয়ে ঢেকুর তুলছে আর কেউ ঘ্রাণেই ভোজনটা সেরে নিচ্ছে। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
যাক ঘ্রাণ তো পৌঁছাতে পেড়েছি। আপনি টেস্ট করে দেখতে পারেন, শরতে মন্দ লাগবে না।
ধন্যবাদ দিলাম।
তৌহিদুল ইসলাম
কবিতা সেই খেতে পারে যে কবিতা বোঝে। কবিতা খাবার সাহস আমার নেই। তবে ইলিশ খেতেই হবে। খবরে দেখলাম অনেক ইলিশ ধরা পরছে। দাম কি কম হবে এবারে নাকি?
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
ইলিশের আকার -আকৃতি দেখলে তব্দা খাওয়া লাগবে।
দাম স্বাভাবিক।
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
না ভাইয়া আমি কবিতা নয় ইলিশ খাবো — “এবার থেকে খিদে পেলে প্রাণ বাঁচাতে কবিতা খাবো, এই শরতে, একটু ভেজা ভেজা হয়ে;
ইলিশ ভাজা, ভর্তা…………সে এক এলাহি অবস্থা”;
ছাইরাছ হেলাল
ইলিশ আমাদের সবার প্রিয়।
শুভেচ্ছা আপনাকে।