
বাঁচাও বলে ডাকছে কেঁদে
পাবদা মাছের ছা,
শব্দ শুনেই বক এলো তার
ঠোঁটটা করে হা।
ভাবলো এ তো দারুণ সুযোগ
করবে কে তা নাশ!
খপাত্ করে খাই যদি বেশ
মিটবে মনের আশ।
রয় যদি বা ঘোর বিপদে
আমার তাতে কি!
ভোগের আশায় পেট লোভে মোর
করছে যখন রি!
গপ্ করে তাই মাছটা খেয়ে
সাধছে যখন গল,
টান পড়ে সে টের পেলো তার
বরশি বিঁধার ফল।
পর দুখে যে সুযোগ খুঁজে
অন্ধে গড়ে দ্বেষ,
তার আয়ুটা ঠিক সাথে হয়
এমনি করেই শেষ।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় প্রকাশ কবি
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সাখাওয়াত হোসেন
পরের জন্য যে গর্ত খুঁড়ে সে গর্তে নিজেকেই পড়ে মরতে হয়।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
তৌহিদ
লোভের ফল কখনওই ভালো হয়না। ভালো লিখেছেন ভাই।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
বুজছি! বকদের আর বাঁচতে দিতে চায় না কেউ!!
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
অন্যের অনিষ্ট করলে নিজে ভালো থাকা যায় না।
আপনার ছড়ার মিলগুলো খুব ভালো লাগে।
শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
আপনার ভালোলাগাই আমার পরম পাওয়া।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
লোভের ফল এমনি হয়। চমৎকার ছড়া লিখেছেন ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়
বোরহানুল ইসলাম লিটন
সুচিন্তিত মতামতে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানুষও লোভ লালসার উর্দ্ধে নয়। যদি বকের দশা বুঝতো — “পর দুখে যে সুযোগ খুঁজে
অন্ধে গড়ে দ্বেষ,
তার আয়ুটা ঠিক সাথে হয়
এমনি করেই শেষ”।
ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
সুযোগ সন্ধানীদের পরিণতি শেষ বিচারে এমনই হয়।
ছন্দের কবিতা ভালো হয়েছে খুব।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।