লোভের ফল

বোরহানুল ইসলাম লিটন ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ০৮:২৬:৩৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

বাঁচাও বলে ডাকছে কেঁদে
পাবদা মাছের ছা,
শব্দ শুনেই বক এলো তার
ঠোঁটটা করে হা।

ভাবলো এ তো দারুণ সুযোগ
করবে কে তা নাশ!
খপাত্ করে খাই যদি বেশ
মিটবে মনের আশ।

রয় যদি বা ঘোর বিপদে
আমার তাতে কি!
ভোগের আশায় পেট লোভে মোর
করছে যখন রি!

গপ্ করে তাই মাছটা খেয়ে
সাধছে যখন গল,
টান পড়ে সে টের পেলো তার
বরশি বিঁধার ফল।

পর দুখে যে সুযোগ খুঁজে
অন্ধে গড়ে দ্বেষ,
তার আয়ুটা ঠিক সাথে হয়
এমনি করেই শেষ।

৬৬০জন ৪৮৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ