লেখা, তোমাকেই বলছি………।

ছাইরাছ হেলাল ১৬ আগস্ট ২০১৫, রবিবার, ০৮:২০:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৩ মন্তব্য

একটি কুঁড়ি দুটি পাতা, কুড়ি একটি একটিই কিনা গুনে নেই না, যেমন গুনি না এখনো, পাতার সংখ্যা ও অবস্থান ভাবনা কুঁড়ির মতোই। দিনে দিনে বেড়েছে ভার, পাতা ,কাণ্ড, ফল ও ফুলের সমারোহে। বাতাস,আলো,নির্ঘুম রাত্রি , অজস্র ভোরের কোলাহলের কাছে বেড়েছে অশোধিত ঋণ।
আশা যাওয়ার এ দিনে পথিক আসে যায়। যায় আসে। গাছের ছায়ায় উদাসী হাওয়ায় ফুল পাতায়। গাছের বুকে পাখিদের বাসা, কোকিলের কুহু কুহু তান, ঘুঘু ডাকা দুপুর সবই একাকার ফুলেদের সৌরভে। কথালেখায় মান-অভিমানের ফোটা ফেলে জ্বেলে রাখে হৃদ্যতার ধুপ শিখা। আমরাও জেগে থাকি গোল গোল চোখ মেলে।
লেখা, বলছি তোমাকেই…… বহিষ্কার হও, উচ্ছন্নে যাও, আমার লেখাদের বাঁচিয়ে রেখে সহস্রের শত দিনে।

৪০৮জন ৪০৮জন
0 Shares

৫৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ