English Romantic Poet জন কীটস কে দ্বিতীয় প্রজন্মের কবি বলা হয় ।। ১৭৯৫ সালে জন্মগ্রহণ করে মাত্র ২৫ বছর বয়সে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন ।। তার পরেও প্রায় ৫০ বছর অখ্যাত থেকে যান এ মহান কবি ।।১৮১৮ সালে অখ্যাত তরুণ জন কীটস প্রেমে পড়েন Funny Brown নামের এক তরুণীর ।। তাকে উদ্দেশ্য করে অনেক কবিতা লিখলেও কখনওই তাঁর নাম উল্লেখ করেননি কীটস ।।
তিনি ছিলেন এক রহস্যময়ী ।।
১৮৭২ সালে লন্ডনের এক সেলস এজেন্ট Mr.Lindon এর স্ত্রী (যিনি বয়সে তাঁর স্বামীর চেয়ে ১২ বছরের বড় ছিলেন) Mrs.Lindon মারা যান ।। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে মার্গারেট(২১)।।বড়ছেলে এডমন্ড (৩১) ছিলো সরকারি চাকুরে আর মেজ ছেলে ২৭ বছরের হার্বার্ট ।।
এই Mrs.Lindon ই ছিলেন জন কীটস এর সেই প্রেমিকা Funny Brown ।। ১৮৭০ সালে এসে Funny বুঝতে পারেন তাঁর কাছে থাকা জন কীটসের ৩৬ টি প্রেমপত্র অনেক মূল্যবান ।। তখন তিনি তাঁর ছেলেমেয়ে দের কাছে ব্যাপারটা খুলে বলেন এবং কাউকে জানাতে নিষেধ করেন ।। এমনকি তাঁর স্বামীও এ ব্যাপারে কিছুই জানতেন না ।।
মারা যাবার প্রায় ৪৭ বছর পরে ১৮৪৮ সালে এসে জন কীটস
কবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন ।।
Mr.Lindon এর মৃত্যু হওয়ার পর তাঁর মেজ ছেলে হার্বার্ট লিন্ডন জন কীটস এর এই চিঠি গুলি বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন ।।
★★ লোকে ৬৫ বছর বয়স্কা Frances Lindon এর মৃত্যু নিয়ে কোন চিন্তা করেনি তারা শুধু John Keats এর লেখে প্রেমপত্র গুলিকে গ্রহণ করেছে ভালবাসার যুগান্তকারী দলিল হিসেবে ।।
★★★ আর এ এভাবেই কালের অতলে হারিয়ে যান বিশ্বের শ্রেষ্ঠ রোমান্টিক কবি জন কীটসের প্রেরণা দায়িনী, কবির গোপন ভালবাসা
— FUNNY BROWN .
১৪টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
স্বপন দাস
ধন্যবাদ ।।আশারাখি ভবিষ্যৎ এ ও সাথে থাকবেন ।।
জিসান শা ইকরাম
সোনেলায় সবাগত্ম । অজানা ছিল এই প্রেমের কথা । ধন্যবাদ ।
খসড়া
এই কাহিনী সত্যিই ছিল আজানা।
শিশির কনা
মার প্রেম ছেলে নিলামে দিয়ে আয় করে ছেলে ।
আগে জান্তাম না । জানানোর জন্য ধন্যবাদ ।
কৃন্তনিকা
জেনে অদ্ভুত ভালো লাগলো। (y)
“La belle dame sans merci” কি ঐ মহিলাকে নিয়েই?
এরকম আরো ঐতিহাসিক প্রেমকাহিনী ভবিষ্যতে আশা করছি…
স্বপন দাস
ধন্যবাদ ।।অবশ্য ই চেস্টা করবো ।।
স্বপন দাস
পুরাটাই আপনার কৃতিত্ব ।।আপনি যেভাবে সাহায্য করেছেস তা বলার অতীত ।।
স্বপন দাস
জিসান শা ইকরাম, আমার করা শেষ মন্তব্যটা আপ্নাকে করেছি ।।
জিসান শা ইকরাম
আপনার লেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে ভাই ।
শুভ কামনা ।
প্রজন্ম ৭১
জন কীটস এর অজানা প্রেম কে শেয়ার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। (y) -{@
@ স্বপন দাস ভাই , আপনার লেখায় যারা মন্তব্য করবেন , মন্তব্যের নীচেই ডান দিকে ‘ জবাব ‘ লেখা আছে , ওটায় ক্লিক করে জবাব দিন । তাতে মন্তব্যকারী বুঝতে পারবেন , আপনি তাঁর মন্তব্যের উত্তর দিলেন।
আমার এই মন্তব্যের বক্সের নইচেই দেখন জবাব লেখা আছে। ওটায় ক্লিক করে লিখুন।
না বুঝতে পারলে বলবেন ।
লীলাবতী
ভালো লাগলো (y)
অন্তরা মিতু
মুগ্ধ হলাম………. কীটস এর কবিতার সাথে পরিচয় ছিল, আজ চিনলাম তার প্রেরণার উত্স যিনি, সেই মানুষটির কথা…… অনেক অনেক ধন্যবাদ লেখকের প্রতি…