জেগে ওঠা বুদবুদ পেছনে ফেলে
ফেলে আসা বাঁক মিলায় বাঁকে
ঢেউ তুলে ঢেউ জাগিয়ে
নির্মিলেষ আঁখি চেয়ে থাকে নিষ্পলকে
খোঁজে দারুচিনির দ্বীপ, দ্বীপে দ্বীপে;
অতীতের ভবিষ্যৎ থেকে উঠে আসা ছায়া ছায়া জলরাশি
বেবিলনের বাঁশী হয়ে বাজে অন্ধকারের ঘুম পিয়াসী সুনীল জলরাশি,
সংক্রামক সচল স্রোতের নিশানায় খুঁজে নেবে রূপসী সবুজের তটরেখা
পৌঁছে দেবে মুঠো ভরে আলোর পরাগ,
৪৩টি মন্তব্য
অরুনি মায়া
ঠিক যেন সময়ের মতই ঢেউ,জেগে উঠে মিলিয়ে যায় ফেলে আসা বাঁকে | দারুচিনির দ্বীপ বুঝি খুব সুন্দর ? খুঁজে পেলে আমাদেরও সঙ্গী করেন |
জলরাশির ডাক সেই নেশাতুর বাঁশির মত ,অজানায় টেনে নিয়ে যায়,যেখানে অপেক্ষায় রত আলোকিত সবুজ শহর |
সুন্দর খুব সুন্দর ,,,
ছাইরাছ হেলাল
আসলে ঢেউ ওঠে মিলিয়ে যাওয়ার জন্যই।
দারুচিনি দ্বীপের সন্ধান পেলে সোনেলার সব সোনাদেরকে অবশ্যই নিয়ে যাব।
বাঁশির ডাক উপেক্ষা করা খুব কঠিন, যাদি তা আমরা শুনতে পাই,
সুন্দরের পরিমাণ বেশিই বেশি লাগছে।
অরুনি মায়া
আশাকরি সেখানে সবাই খুব আনন্দে মেতে উঠবে আপনার সাথে |
ছাইরাছ হেলাল
সোনেলা পরিবার আমরা, সবারই আনন্দ হবে, আপনারও!
খসড়া
আনন্দময়ী প্রাণবতী সৃষ্টি
অফুরন্ত শক্তি
প্রকৃতির প্রতিকূলতা
সমস্ত অতিক্রান্ত
শত সহস্র ধারায়
কোটি সহস্র ধারায়
কালে কালে তালে তালে উচ্ছ্বসিত
মহা প্রবাহে বাহিত।
জীবন বিকাশে ধ্বংস করে
সকল প্রতিকূলতাকে।
ছাইরাছ হেলাল
সকল প্রতিকূল প্রতিকূলতা
রুদ্ধ করে উচ্ছসিত বিকাশ
চাই ই।
অধরার হাতছানি ধরা হয়ে আসেই না।
খসড়া
আসেতো রুদ্ধ কি করতে পারে জন্মের বিকাশ।
ছাইরাছ হেলাল
না, রুদ্ধ করা যায় না, তারপরেও কথা কিছু থেকেই যায়,
না বলা হয়ে।
জিসান শা ইকরাম
ছবিটার দিকে তাকিয়েই আছি, তাকিয়েই আছি 🙂
পরেনা চোখের পলক অবস্থা,
ছাইরাছ হেলাল
তাকাতাকির যা অবস্থা তাতে তো মনে হচ্ছে ‘সোনা’ পেলেন বুঝি।
জিসান শা ইকরাম
সোনা তো পাইতেই আছি
আমার মোবাইলে সোনার খনি 🙂
দারুচিনির দ্বীপে একবার যেতে হবেই হবে……
অতীতের ভবিষ্যৎ ! ওরে বাপরে এইডা আবার কি?
ছাইরাছ হেলাল
দারুচিনি দ্বীপ আবার সোনা দ্বীপ হয়ে না যায়।
আসিবে আসিবে অতি দ্রুতি একটি দ্বীপ আসিবে।
মৌনতা রিতু
নদির ঢেউ ওঠে তা মিলিয়ে যায়।
সাগর কন্যা আমি। তাই জলরাশির ডাক আমার মুখস্ত। সে ডাকে কখনো অনেক আবেগে। ডেকে না পেয়ে ফুসে ওঠে। জোরে তেড়ে আসে বড় কোনো ঢেউ নিয়ে।
যতোই আসুক জোরে তীরে সে মুখ থুবড়ে পড়ে। সাথে করে আমায় আঘাত।
সত্যি দারুন।
ছাইরাছ হেলাল
যে ভাবে লিখছেন আপনি তাতে শুধু সাগর কন্যা না, সাগর লেখা কন্যাও
অনায়াসেই বলে ফেলা যায়।
মৌনতা রিতু
হুমম।সুন্দরবন নিয়েও একটা লিখেছি। পোষ্টের অপেক্ষায়। শুধু লেখা একটু বড় এই যা ! ঐ যে গরুর রচনার মতো খাচ কাটা খাচ কাটা খাচ কাটা। উপরে চন্দ্র বিন্দু হতো দেই নি।
ছাইরাছ হেলাল
দিয়ে দিন, হোক বড় লেখা, আমরা পড়ব অবশ্যই।
চন্দ্রের বিন্দু কোন ব্যাপার না।
আবু খায়ের আনিছ
ভাইয়া এইটা কি বুড়িগঙ্গা?
সময়ের স্রোতে কি আমরা সব সময় পিছনেই তাকিয়ে থাকি? থাকি না, তবে সুখ স্বৃতিগুলো খুজে বেড়ায় প্রতিনিয়ত।
ছাইরাছ হেলাল
হ্যাঁ, এটি অবশ্যই বুড়িগঙ্গা,
এক অর্থে দৃশ্যমানতার হিসাবে সময় শুধুই অতীত স্মৃতি।
আবু খায়ের আনিছ
তাহলে কি বলব, কাল দুটো, অতিত আর ভবিষ্যত। বর্তমান বলতে কিছু নেই।
ছাইরাছ হেলাল
আসলে কাল তিনটাই আছে, থাকবেও।
আমি বলতে চাইছি, অতীত ই শুধু দৃশ্যমান।
ইলিয়াস মাসুদ
কি সুন্দর ছবি…….. সব কিছু ছেড়ে যাওয়া
চলে যাওয়া মানে ফিরে ফিরে ফিরে আসা
চলে যাওয়া মানেই মনে মনে মনে রাখা
ছাইরাছ হেলাল
ছবিগুলো ছোট করতে গিয়ে অনেক কিছুই হারিয়ে ফেলে।
চলে যাই বলেই ফিরে ফিরে আসি।
শুন্য শুন্যালয়
বাহ্! দ্বীপে দ্বীপে দারুচিনির দ্বীপ খুঁজে বেড়াচ্ছেন? আমিতো একটা দ্বীপেও এখন পর্যন্ত যেতে পারলাম না। অবশ্য আমার কিচেনে অনেক দারুচিনি আছে, এত খুঁজতে যাইতে হবেনা।
অতীতের ভবিষ্যত থেকে উঠে আসা? 😮 অতীতেরও ভবিষ্যত আছে?
সংক্রামক সচল স্রোত, আপনাকে মন্তব্য করা কঠিন হয়ে পড়ে। এত সুন্দর সব শব্দের বিপরীতে কি কি শব্দ মানাবে, তাতে কিছুটা গাট্টা খাই। নীল নীল জলরাশিতে রূপসী সবুজ সবাই খোঁজে না, নৌকা ডুবে গেলে কেউ কেউ খোঁজে।
ছবিতো আপনার তোলা না, কোথা থাইক্কা আনলেন, লিংক চাইছিলাম তো, দিলেনই না। 🙁 একটু বেশিই সুন্দর ছবিটা,
লেখাটিও। সংক্রামক স্রোতের ভীড়েই খুঁজে পেয়েছে আলোর পরাগ, দারুন ভাউ।
ছাইরাছ হেলাল
দ্বীপে দ্বীপে দারুচিনির স্বপ্নদ্বীপ নিয়ে আসিতেছি, আসিতেছে।
সবার খুঁজতে হয়না, কেউ কেউ খুঁজে হয়রান, নাজেহালও। থাক না এসব, ও আপনি বুঝবেন না!
অতীতের শুধু ভবিষ্যত থাকে না, বর্তমান ও অতীত আছে।
তা ঠিক ই বলেছেন, ডুবে যাওয়া নৌকার হীরে জহরত নয় ভঙ্গুর কাষ্ঠ খণ্ড খুঁজে হয়রান।
অবশ্যই আপনাকে ছবির লিংকু দেয়া হপে।
সংক্রামক লেখায় শুধু দারুচিনি দ্বীপ,
মন্তব্যের উত্তর দেয়া আর কঠিন, কোথাকারভাঊ,
শুন্য শুন্যালয়
আসিতেছে, আবার আসিতেছি। কই ভাউ স্বপ্নদ্বীপ কই? বুঝিয়ে বললে বুঝবোনা না কেনু? সব শিক্ষাদীক্ষা বাইপাস হয়ে যাচ্ছে, এ কেমুন কথা!!
নীল আর রুপোলী আলোর মধ্যে সবুজের টান বৈপরীত্যেও কত সুন্দর লিখেছেন। আর শেষের লাইনটা মোহাবিষ্ট করেছে, মুঠো ভরে আলোর পরাগ। স্বপ্নদ্বীপ কি আরো সুন্দর? -{@
ছাইরাছ হেলাল
আসিয়াছে স্বপ্নদ্বীপ, অহর্নিশ খুঁজে ফেরাদের জবর যন্ত্রণা আপনার বোঝার কথা না।
আলোর পরাগ তো আপনি মুঠোয় পুরে ফেলেছেন!
স্বপ্নদীপ সুন্দর কীনা পরীক্ষা প্রার্থনা করছি।
ভাল বলা শুনতে দারুণ মজা।
শুভ মালাকার
* “জেগে ওঠা বুদবুদ পেছনে ফেলে
ফেলে আসা বাঁক মিলায় বাঁকে”
** প্রত্যেক জীবনেই ঐ “ডেউ” এর প্রতীয়মান অবশ্যম্ভাবি। তাই ঐ ফেলে আসা ডেউ-ই কারো কারো জীবনের আধার হয়ে অঠে।
*** ডেউ যদি বিলিন না হয় তবে বুঝতে হবে ওটা “ডেউ-ই” ছিল না, হয়তো-বা কোনো কঠিন পদার্থ-ই ছিল।
অনেকের অতীতকেই স্মরন করিয়ে দিবে এই লেখা!
ভাল থাকবেন -{@
ছাইরাছ হেলাল
ফেলে আসা অতীত ই একমাত্র সত্য যা আমরা দেখতে পাই।
অনেকদিন পর আপনাকে দেখলাম।
আপনিও ভাল থাকবেন।
নাসির সারওয়ার
অতীতের ভবিষ্যৎ! মানে কি?
দারুচিনির দেখা পেলে জানাবেন, যাবো সেখানে। বুদবুদরা সেখানে মরে যাবেনা।
আলো রংয়ের ভালো মিশ্রন।
ছাইরাছ হেলাল
সে দ্বীপে তো একা যাব না, আরও কেউ কেউ যাবে,
দেখি আপনাকে চান্স দেয়া যায় কীনা, দেবশিশুর অনুমতি লাগবে,
এত বুইড়াদের অনুমতি পাওয়া কষ্টকর।
আপনার মস্টর কৈ? তারে জিগায়া লন।
রংয়ের নাচন চলিপে।
নীলাঞ্জনা নীলা
দারুচিনির দ্বীপ আসলেই কি আছে? ;?
ছাইরাছ হেলাল
আছে, অবশ্যই আছে।
নীলাঞ্জনা নীলা
তা গেছেন নাকি?
ছাইরাছ হেলাল
যাব বৈকি!
অনিকেত নন্দিনী
ছবিটা দারুণ সুন্দর আর মোহাবিষ্ট। (y)
দারুচিনি দ্বীপের ঠিকানাটা দিয়েন তো, বেড়াতে যাবো। বহুদিন কোথাও বেড়াতে যাইনি। 🙁
ছাইরাছ হেলাল
আপনাকে ঠিকানা দেয়া যাবে না, আপনি লুক ভালু না।
অনিকেত নন্দিনী
এইডা কী কইলেন?
এমন কইরা কেউ হাটে হাঁড়ি ভাঙে? :p
ছাইরাছ হেলাল
এরপর হাঁড়ি না কলস ভাঙ্গা হবে।
লীলাবতী
দারুচিনি দ্বীপের ফেলে আসা বুদবুদ বোধ হয় এমনই সুন্দর হয়? তাকিয়ে আছি ছবিটার দিকে। মুঠো ভরে আলোর পরাগ যেন লেপ্টে দেয়া কবিতার গায়ে, ছবিতে। অসাধারন। -{@
ছাইরাছ হেলাল
এত্তদিন পর এসে শুধু তাকিয়ে থাকলে হবে না, আরও কিছু করতে হবে।
মেহেরী তাজ
সোনা ছাই আপনি কিভাবে পারেন সব কিছু থেকে একটা লেখা বের করে ফেলতে?? ;?
ছাইরাছ হেলাল
এতো আপনারই কাছে থেকে শেখা,
আপনি যেমন করে বেলুন ওড়ান, সোনা তাজ!
মেহেরী তাজ
হারিয়ে গেলেন কোথায়??? আমরা সব এখন সোনেলায়! খালি আপনি, শুন্য আপু,আর নাসির ভাইয়া নাই! চলে আসেন ভাইয়া চলে আসেন! প্লিজ প্লিজ প্লিজ…..