১.
বিবেকের ঘরে তালা দিসি
কান্দো এবার বইয়া,
হুনুম না আর কিছুই আমি
যতই যাও কইয়া!

২.
দেখি তোমার মেকি হাসি
এ্যাঁ কি ছলনায়,
একই অঙ্গে কত যে রূপ
কত মহিমায়!

৩.
ধূর শালা! লিখুম না আর
যা-ই লিখিনা ছাই,
সব লেখাতেই তোমার গন্ধ
তোমায় খুঁজে পাই!

৪.
তোমার জন্য হৃদয় আমার
হইলো তামা তামা,
ঘোমটা টেনে বললে যখন
স্লামালিকুম মামা!!

৫.
হেন করেগা তেন করেগা
তোমায় যদি না মেলে,
আজকে তবে কি করেগা
জানিয়ো সময় পেলে।

জবরুল আলম সুমন
সিলেট।
৩০শে ডিসেম্বর ২০১২ খৃষ্টাব্দ।

৬৭৮জন ৬৭৮জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ