রক্তাক্ত চাঁদটি সুভাস বিলোবে মহুয়ার মত

ইকু ২৭ মার্চ ২০১৪, বৃহস্পতিবার, ০৫:০৬:৫৫অপরাহ্ন কবিতা, গল্প ৫ মন্তব্য

এই লিখাটি আমার একজন ফ্রেন্ড কে ডেডিকেট করে লিখা, যে কিনা সবসময় ক্লান্ত পথিকের মত নির্বাক থাকে। আমি জানিনা তার এত কষ্টের সূত্রপাত কোথায়? জানতে ও ভয় হয় যদি কষ্ট আমাকেও আচ্ছন্ন করে দেয়?
শুভ কামনা রইলো, তুমি স্মৃতি ভেজা সমুদ্র জলে স্নান করে উড়ে যাও পাখিদের মত___

 

-এখানে আরেকটু এগোও, তবে দেখবে রক্তাক্ত চাঁদ খেলা করে আকাশে,
কুয়াশার মত মেঘেদের সাথে।
অগ্রান মাসে এমন চাঁদের দেখা পাওয়া যায়না।
-তাহলে চাঁদ এর দায় দায়িত্ব কার? আমি তো বলিনি এই চাঁদ উঠতে…!! কণ্ঠে প্রশ্ন ঝরে পড়ে।
-আমি হাতে ফুল তুলে দিলাম আর তোমার ভুল বুঝায় রক্তাক্ত চাঁদের আবির্ভাব।
-আমি তো ফুল চাইনি,আমি শুধু স্বপ্ন দেখতেই ভালবাসি।
সেই স্বপ্ন বাস্তবে পা দিলে বিষাদী ধ্বনিতে
আলো ছায়ার খেলায় হারিয়ে যেতে চায়।
-তাই বলে মুগ্ধ দু চোখে শিকল বেঁধে দিবে? জানালা খুলে দাও স্পর্শ করুক ভালোবাসার রোদ। আঁধার ভালবাসছ যে প্রস্তুত থেকো, আঁধার কিছু টা সাপের মত।
– মানে কি? আকুল কণ্ঠটি শুধায়_
স্বপ্ন হীন পাখি রা কি তবে কুল হারিয়ে থাকে?
-আঁধার হয়ত তোমার ভালো লাগে, কিন্তু এর দংশন এর ব্যাথা সইতে পারবেনা।
পরাজিত প্রেমের আকুতি দিয়ে আর কত ক্ষত রেখে দিতে চাও?
আমি অতীত কে ভুলতে বলিনা, শুধু আগমনী হাওয়ায় কপাট দিওনা।

-অনেক ভয় হয় আমার, প্রিয় মন টা না হয় পড়েই থাকুক শ্মশানের চিতায়।
রাত্রি না হয় নাইবা ভোর হোক, কথা দিয়ে যদি না রাখ?
-শুধু যদি এতটুকু আশ্বাস দাও, তবে শব্দের প্লাবনে জড়াব তোমায়। স্বপ্নহীন তোমার ক্যানভাস রাঙ্গিয়ে দিব সাত রঙ্গে।
শুধু আমার হাতে হাত রেখো, তোমার হাতে রক্তাক্ত চাঁদটি শীতল হয়ে সুভাস বিলোবে মহুয়ার মত।
-তবে এই নাও, কুয়াশা গুলো কে সরিয়ে দাও।
এসো ঢেকে দাও অন্ধকার, স্মৃতি ভেজা সমুদ্র জলে
স্নান করে উড়ে যাই পাখিদের মত।
শুধু তুমি নীড়ের গন্ধে আকুল হয়ে আমার পাশে রেখো।

৫১৭জন ৫১৭জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ