২০১০ এর দিকে ইউটিউবে গান আপলোড করার একটা শখ চেপে ছিলো। তখন প্রিয় কিছু গান অপটু হাতে ভিডিও বানিয়ে আপলোড করেছি। সময়ে সে শখ চলে যায়। বাংলাদেশের গানের মাঝে পছন্দের সেরা গান নির্বাচিত করতে বলা হলে , এই গানটি আমার পছন্দের সেরা পাঁচ এর মাধ্যে একটি থাকবে অবশ্যই । গানের কথা , সুর , কণ্ঠ , সংগীত সব কিছু পারফেক্ট মনে হয়েছে আমার কাছে ।
এখন এই গানটির ভিডিও বানালে অন্য ভাবেই বানাতাম , কিছুটা পটু তো হয়েছি এখন । নিজের বানানো অপটু জিসানের ভিডিওটি ই শেয়ার দিলাম।
গানটি শুনুন আর গানের কথাগুলো পড়ুন
যাক না উড়ে, যাক না উড়ে
যদি বনের পাখি, যদি বনের পাখি
পোষ না মানে, মনেরই ঘরে
যাক না উড়ে, যাক না উড়ে
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে আসবে ফিরে
কাছে থাকলে বুঝবি কিরে
ওরে অবুঝ মন
এক দূরবীন দূরে গেলে
চিনবি আপনজন
মায়ার জালে ঘুরবি মিছে
একা হবি যখন
এক আসমান উড়ে যাবে
মেঘলা রঙ্গের মন……..
তবে গানটির একটি ভিন্ন আমেজ পাবেন এই ভিডিওটিতে । আমরটা না দেখলেও চলবে, কিন্তু এটি অবশ্যই দেখবেন ।
অডিওতে গানটি সরাসরি শুনতে এখানে ক্লিক করুন
আমার একটি পাখি আছে সেই ছোট বেলা থেকেই । সে আমার সাথেই থাকে সারাক্ষণ। কথা বলি তাঁর সাথে একা একা । হৃদয়ের উত্তাপ দিয়ে অতি যত্নে লালন করে আসছি তাকে। নতুন একজন পাখি প্রেমীর আবির্ভাব হয়েছে আবার সোনেলায়। একটা প্রতিযোগিতা ফিল করছি পাখি প্রেম নিয়ে । ফেইসবুকে তাঁর পাখি নিয়ে ছবিগুলো দেখি আর হাসি ‘ পুরান পাগলে ভাত পায়না , নতুন পাগলের আমদানি ‘। তাঁর কভার ফটো দেখে এই পোষ্ট দেয়ার ইচ্ছে জাগলো ।
যাই হোক এই পোষ্ট সেই নতুন পাগল এবং নব্য পাখি প্রেমী শুন্য শুন্যালয়কে উৎসর্গ করা হলো ।
৬৫টি মন্তব্য
মশাই
আপনি পাখী প্রেমী আগে জানতাম না কিন্তু ভাইয়া, ভাবতাম রাজনীতি আপনাকে পাখীর কথা ভুলিয়ে দিয়েছে, গানটাও শুনলাম, প্রশংসা আর কি করব আমার পছন্দ অন্য রকম হবে তা জানাই আছে।
নূতন ভাবে ভিডিও টি আবার আপলোড করুন এখনকার সময়ের মত করে আমি নিশ্চিত বাকি সবাই ফেল হবে।
উৎসর্গ যথার্থ হয়েছে।
জিসান শা ইকরাম
না , পাখি সারাক্ষনই থাকে আমার সাথে ।
সে না থাকলে অচল আমি ।
পাখির পোষ্ট আছে অনেক আমার ফেইসবুকে , আপনি হয়ত দেখেননি।
নতুন করে আর ভিডিও করা হবেনা ।
সে মন আর একাগ্রতা নেই।
শুভকামনা ।
মশাই
কাজে নামার আগেই যদি বলেন করা যাবে না তাহলে তো হবে না,
নামেন আগে ব্যর্থ হলে না হয় তখন দেখা যাবে। 🙂
প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম আপনি আবার গান লিখে ফেললেন নাকি?
জিসান শা ইকরাম
আরে না ।
একটা কনফিউশন , যখন গানটি আপলোড করি , তখন জানতাম এটি হাবিবের গাওয়া। কিন্তু এখন অনেক ভিডিও অডিও দেখি যাতে লেখা মিলন মাহমুদ ।
মশাই
পাল্লা যেদিকে ভারী বেশি এটি তার গানই হবে ভাইয়া। আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আপনি খুব সুন্দর করে পোষ্ট উপস্থাপনা করতে পারেন, যা সবাই পারে না।
কি সত্যি না মিথ্যা বলছি?
আগুন রঙের শিমুল
মিলন মাহমুদের গাওয়া
মিউজিক হাবীবের
জিসান শা ইকরাম
হাবিবের ঐ সময়ের গান গুলো দেখতে হবে। ইউটিউবে একজনে মন্তব্যেও বলেছেন এটি হাবিবের গান ।
আমি তো এভাবেই লিখি। সুন্দর অসুন্দরের চিন্তা মাথায় আসেনা। যে কোন পোষ্ট একবারে সরাসরি লিখে পোষ্ট দিয়ে দেই।
কি জানি , বুঝিনা ।
আগুন রঙের শিমুল
এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে
তবুও কাছে নাহি পায়।
খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে,
নীরবে চোখে চোখে চায়।
দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে,
বুঝাতে নারে আপনায়।
দুজনে একা ঝাপটি মরে পাখা
কাতরে কহে – ‘কাছে আয়!’
বনের পাখি বলে – ‘না,
কবে খাঁচায় রুধি দিব দ্বার।’
খাঁচার পাখি বলে – ‘হায়,
মোর শকতি নাহি উড়িবার।’
মশাই
এইবার বুঝে এক পাখি থেকে কত কবিতার সৃষ্টি হয়।
আগুন রঙের শিমুল
আমি না মশাই রবিবাবু 🙂
মশাই
ধুর আপনি কি আর রবিবাবুর চেয়ে কম নাকি?
এতে কোন সমস্যা নেই।
আগুন রঙের শিমুল
মাইরালছেন :p
মশাই
এতো তাড়াতাড়ি মরার শখ ক্যা?
জিসান শা ইকরাম
শিমুল ভাই এটি কি আপনার লেখা ?
অনেক ভালো লাগলো , গানের মত ।
আগুন রঙের শিমুল
রবি ঠাকুরের দুই পাখী দাদা
সোনার তরী তে আছে 🙂
জিসান শা ইকরাম
:p
মশাই
মুখ ফসকে বেড়িয়ে গেল মনে হয় কিছু কথা আপনার ভাইয়া। আপনার কোন পোষ্ট কেউ বলতে পারবে না যে উপস্থাপনা সুন্দর হয়নি। তো আপনি সরাসরি লিখে পোষ্ট করেই যদি এতো সুন্দর করে উপস্থাপন করতে পারেন, খসড়া করে রাখলে না জানি কি হত।
যাই হোক প্রশংসা করছি ভাববেন না সত্যি বলছি।
আজকাল একই গান বহুজনের কন্ঠে শুনা যায় তাতে মৌলিক শিল্পীর কৃতিত্ব ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে।
জিসান শা ইকরাম
খসড়া করে রাখতে পারিনা আমি ।
কোন লেখা আগে থেকে কিছু ভাবিনা ।
মনে এলো , ঝটপট লিখে পোষ্ট— ফলাফল বানান ভুল অসংখ্য ।
বানান ভুলের জন্য প্রাইজ পাওয়া উচিৎ ,
আফসোস এইটা কেউ দিলোনা আমাকে 🙁
মশাই
প্রাইজের আশা কইরেন না ভাইয়া, ভুল তুল যাই হবে তালি দেয়ার অভ্যাস কিন্তু হয়ে গেছে আমাদের। অযোগ্য ব্যক্তিকে যেভাবে হাসতে হাসতে ভোট দিয়ে আসি এখন কাঁচা লেখাকে পাকা আমরাই করে দিয়ে আসি। তবে আপনার লেখার ভুল ধরার সাহস এখনো আমার হয়নি।
সত্যি কথাই বলছি হেসে লাভ নাই।
জিসান শা ইকরাম
বেশী পাম দি্লে ফাইট্টা যামু কিন্তু
ফাইট্টা গেলে আমারে কই পাইবেন ?
তাই পাম ডট কম কম 🙂
মশাই
দিলেন তো সব তামা তামা কইরা!! এইডা পাম্প হইলো নাকি?
জগতে দ্যাহি হাচা কথার দাম নাই, থাক আমি চুপ। :Angry:
জিসান শা ইকরাম
এভাবে লিখলে লজ্জা পাই 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
গানটি আগেও শুনেছি । আজকেও এই পোষ্ট দেখে শুনলাম । মশাই ঠিক কথাই বলেছেন, আপনার উপস্থাপনা সুন্দর । সাধারণ কিছুকেও আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন। নতুন পাগল আর নব্য পাখি প্রেমির প্রতিও শুভেচ্ছা থাকলো ।
জিসান শা ইকরাম
আর একজন এসেছেন , ঈদে কিন্তু কিছু গিফট দিতে পারবো না । তাঁকেও শুভেচ্ছা ।
অজানা পথিক
কন্ঠঃ মিলন মাহমুদ
কথাঃ সোহেল আরমান
সুরঃ হাবিব ওয়াহিদ
হাবিবের সুর করা গান সব সময় ভালো। তবে মিলন মাহমুদের বেশ ভালো কিছু গান আছে। এটা আমারও পছন্দের একটা গান।
গানের কথার সাথে মিলিয়ে ছবি দিলে ভালো লাগবে আরও একটু। সব জায়গায় হয়ত ঠিক ভাবে মিলানো যাবে না। এমনি ভালোই হয়েছে।
শুভেচ্ছা। 🙂
জিসান শা ইকরাম
কন্ঠঃ মিলন মাহমুদ
কথাঃ সোহেল আরমান
সুরঃ হাবিব ওয়াহিদ ——- এসব দিয়ে দিতে পারবো এখন ইউ টিউবে।
ধন্যবাদ আপনাকে।
এখন বানালে অবশ্যই গানের সাথে মিলিয়ে ছবি নির্বাচন করা হতো ।
সোনেলায় স্বাগতম , যদিও মন্তব্যে স্বাগতম জানালাম কাউকে এই প্রথম।
শুভ কামনা ।
ছাইরাছ হেলাল
বন্যেরা বনেই সুন্দর । থাক না ওরা বনেই ।
গানটি খুবই সুন্দর ।
উৎসর্গ ভাল হয়েছে । ছবি তোলায় তার সাফল্য কামনা করছি ।
শুন্য শুন্যালয়
কামনা এবং পরামর্শ দুটোই থাকতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া…
জিসান শা ইকরাম
আমিও সাফল্য চাই তাঁর
নতুন হিসেবে ভালোই করছে শুন্য ।
শেখার আগ্রহ প্রবল।
ফটোগ্রাফির যদিও কিছু জানিনা , তবে ধারনা হয়েছে এমন।
শুন্য শুন্যালয়
আরে বাপরে!!! এতো দেখছি একেবারে সম্মুখ যুদ্ধের আহ্বান। ছোট বেলা থেকে পাখিপ্রেমী বলে আবার নিজেকে শক্তিমান দাবি করা হচ্ছে। আমিও পাখিপ্রেমী হুম, নব্য বলে লাভ হবেনা, চাইলে প্রতিযোগিতা হয়ে যাক, ছবি দিয়ে 😀 ( মনে মনেঃ জিতবে পারবে না) আর যদি বলেন লেখা দিয়ে তাহলে আমি আগেই সারেন্ডার, আপনার পাখির সাথে কথোপকথন সবগুলোই পড়েছি, এতো আবেগের প্রকাশ জীবনেও পারবোনা 🙁 । আর যদি হেরেই যাই অবশেষে, কথা তো রেডিই আছে, সবাই কি আর প্রেমের গভিরতা প্রকাশ করতে পারে? হি হি…
লীলাবতী
হয়ে যাক যুদ্ধ 🙂
জিসান শা ইকরাম
হা হা হা হা , যুদ্ধ করা ভালো নয় , অবশ্য ছবি তোলায় আপনার সাথে আগেই হেরে বসে আছি । লেখায়ও জিতে যাবার কোন সম্ভাবনা নেই আমার । যুদ্ধ চাইনা শান্তি , এজন্যই তো লেখাটা উপঢৌকন হিসেবে দিলাম ।
আরো বড় পাখি প্রেমি হোন , এই কামনা করি ।
শুন্য শুন্যালয়
এমন উপঢৌকন পেলে ছাড় দেয়ার সিস্টেম আছে কিন্তু। আমি বললাম আপনি জিততে পারবেন না, আপনিও বললেন তাই। জিতে তো আপনিই গেলেন। অনেক ধন্যবাদ আপনাকে, আর আপনার পাখিকে। শুভকামনা।
জিসান শা ইকরাম
শান্তির সুবাতাস
দোয়া করবেন আমার পাখিটার জন্য
আজীবন যেন রাখতে পারি আমার কাছে
হৃদয়ে
যত্নে ।
শুন্য শুন্যালয়
এতো এতো সুন্দর ফুল, অসাধারন একটি পাখির গান, গানের কথা সব মিলিয়ে দারুন একটি ভিডিও। আর আপনার উপস্থাপনা, একটা গানের পোস্ট ও কতো সুন্দর করে দেয়া যায় তা কিন্তু আপনাকেই দিতে দেখলাম।
এবার পটু জিসান ভাই, জলদি আরেকটি ভিডিও করে ফেলুন তো। অপেক্ষায় রইলাম কিন্তু… 🙂 -{@
জিসান শা ইকরাম
ফুল গুলো কেন তখন দিয়েছিলাম , তা এখন আর মনে নেই । কেবল উইন্ডোজ মুভি মেকার শিখেছি, আমার শিক্ষক আমার মেঝো ছেলে , তখন সে ক্লাস ফাইভের ছাত্র ।
গানটি আমার ভালো লাগা সেরা গানের মাঝে অন্যতম ।
প্রশংসা একটু বেশী হয়ে যাচ্ছেনা ?
এখন আর এসবে মন নেই , ভিডিও বানাই কখন ।
ধন্যবাদ আপনাকে ।
জিসান শা ইকরাম
তবে আপনার কিছু ছবিতে পাহাড়া জোরদার করুন
কিছু ছবি চুরি হয়ে যেতে পারে 🙂
শুন্য শুন্যালয়
পাঁকা চোরের হাতে ছবি গেলে মন্দ হবেনা মনে হয়, আর যদি এমন একটা ভিডিও হয় তাহলে তো কথাই নাই। 🙂
জিসান শা ইকরাম
দেখা যাক কি হয় 🙂
লীলাবতী
গানটি আসলেই সুন্দর । কিন্তু পাখির গানে ফুলের ছবি কেনো ? অন্য ভিডিওটি গানের সাথে মিলে যায়। আমারো কোনো কিছুতে বিশেষজ্ঞ হতে হবে, নইলে কেউ আমার নাম লিখে পোষ্ট দিবেনা। আজ থেকে বিশেষজ্ঞ হবার কঠিন ব্রতে নামলাম।
জিসান শা ইকরাম
আমি কিন্তু বলেছি , অন্য ভিডিওটিতে গানের আমেজ টা পাওয়া যাবে ।
কঠিন ব্রতে নামার দরকার নেই।
আপনি অনেক ভালো একজন মানুষ । আমরা সবাই জানি।
আজিম
গানটা শুনেছি জিসান ভাই। ভাল লেগেছে বেশ। রাজশাহী গেছিলাম কয়কদিন আগে। ওখানে সিএন্ডবি মসজিদে তারাবীর নামাজ পড়েছিলাম। একজন হুজুরের কেরাতপাঠ শুনে আমার এরকম মনে হয়েছে যে, এই কেরাতের সুমধুর সুরের মতো সুন্দর সুর আমি জীবনে শুনিনি। জীবনে অনেক সুন্দর সুন্দর গানের , গজলের সুর শুনেছি। অনেক সুরে মোহিতও হয়ে গেছি, কিন্তু ওইদিনের হুজুরের কেরাতের সুরের মতো অদ্ভুত সুন্দর সুর কোনদিন আমি শুনিনি।
কম্পিউটারে আমি কাঁচা, আবার আর্থিকভাবেও অস্বচ্ছল, নতুবা হুজুর রাজী থাকলে সম্পূর্ন পবিত্র কোরআন শরীফ-ই আমি হুজুরের কন্ঠে রেকর্ড করতাম।
জিসান শা ইকরাম
এমন হয় আজিম ভাই ।
পরিবেশ পরিস্থিতির কারনে অনেক সময় মনের মাঝে কিছু সুন্দর বিশেষ ভাবে স্থান করে নেয়।
ঐ সময়ে হুজুরের কেরাতপাঠ আপনার ভালো লেগেছে
সে ভালোলাগার অনুভুতি এখনো রয়ে গিয়েছে ।
খুব ভোরে কিছু কিছুর সূরার তেলাওয়াত ভালো লাগাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যায় ।
মা মাটি দেশ
:Pleasure: এত কথার মাঝে আমি আর কি বলব।
জিসান শা ইকরাম
গানটা ভালো ,
নব্য পাখি প্রেমির সাফল্য চাই
এটা বললেও চলে 🙂
স্বপ্ন নীলা
নান্দনিক উপস্থাপনা —–অতি সুন্দর। মুগ্ধ আমি। দুই পাখি প্রেমিকের জন্য রইল অনেক অনেক শুভকামনা
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ স্বপ্ন নীলা —-
শুভ কামনা আপনার জন্যও ।
বনলতা সেন
খুব সুন্দর গান । অনেকবার শোনার মত ।
জিসান শা ইকরাম
আমি তো প্রায়ই শুনি এখনো ।
রাতুল
হুম, এই গান টা আমারো খুব প্রিয়।
জিসান শা ইকরাম
কথা সুর সাউন্ড কন্ঠ সব কিছু মিলিয়ে ভালো একটি গান এটি ।
খসড়া
বাপরে আপনে তো ঝাজাঁ জানতাম না।
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , ভুলেননি দেখি ।
যাযাবর
খসড়া বলেছেনঃ বাপরে আপনে তো ঝাজাঁ জানতাম না।
জিসান শা ইকরাম
🙂 😀
সঞ্জয় কুমার
(y) :c
জিসান শা ইকরাম
হুম
পুষ্পবতী
খুব সুন্দর একটি গান। ভালো লাগলো।
জিসান শা ইকরাম
আমার পছন্দের গান ।
অলিভার
পুরনো গান। কিন্তু নতুন উপস্থাপনায় নতুন ভাবে উপভোগ করলাম 🙂
জিসান শা ইকরাম
অনেক দিন পরে আমিও নতুন ভাবে উপভোগ করলাম।
আমার আছে নীল
পুনরায় শুনলাম এখন আবার। ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
আপনাকেও ধন্যবাদ।
হাওয়া হয়ে গেলেন যে ? চিঠি কই ?
অরুনি মায়া
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িল কে???????
জিসান শা ইকরাম
গানটি সুন্দর খুব।