যাক না উড়ে

জিসান শা ইকরাম ১৭ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ০৯:২২:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি, সঙ্গীত ৬৫ মন্তব্য

২০১০ এর দিকে ইউটিউবে গান আপলোড করার একটা শখ চেপে ছিলো। তখন প্রিয় কিছু গান অপটু হাতে ভিডিও বানিয়ে আপলোড করেছি। সময়ে সে শখ চলে যায়। বাংলাদেশের গানের মাঝে পছন্দের সেরা গান নির্বাচিত করতে বলা হলে , এই গানটি আমার পছন্দের সেরা পাঁচ এর মাধ্যে একটি থাকবে অবশ্যই । গানের কথা , সুর , কণ্ঠ , সংগীত সব কিছু পারফেক্ট মনে হয়েছে আমার কাছে ।
এখন এই গানটির ভিডিও বানালে অন্য ভাবেই বানাতাম , কিছুটা পটু তো হয়েছি এখন । নিজের বানানো অপটু জিসানের ভিডিওটি ই শেয়ার দিলাম।

গানটি শুনুন আর গানের কথাগুলো পড়ুন

যাক না উড়ে, যাক না উড়ে
যদি বনের পাখি, যদি বনের পাখি
পোষ না মানে, মনেরই ঘরে
যাক না উড়ে, যাক না উড়ে
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে আসবে ফিরে

কাছে থাকলে বুঝবি কিরে
ওরে অবুঝ মন
এক দূরবীন দূরে গেলে
চিনবি আপনজন

মায়ার জালে ঘুরবি মিছে
একা হবি যখন
এক আসমান উড়ে যাবে
মেঘলা রঙ্গের মন……..

তবে গানটির একটি ভিন্ন আমেজ পাবেন এই ভিডিওটিতে । আমরটা না দেখলেও চলবে, কিন্তু এটি অবশ্যই দেখবেন । 
অডিওতে গানটি সরাসরি শুনতে এখানে ক্লিক করুন


আমার একটি পাখি আছে সেই ছোট বেলা থেকেই । সে আমার সাথেই থাকে সারাক্ষণ। কথা বলি তাঁর সাথে একা একা । হৃদয়ের উত্তাপ দিয়ে অতি যত্নে লালন করে আসছি তাকে। নতুন একজন পাখি প্রেমীর আবির্ভাব হয়েছে আবার সোনেলায়। একটা প্রতিযোগিতা ফিল করছি পাখি প্রেম নিয়ে । ফেইসবুকে তাঁর পাখি নিয়ে ছবিগুলো দেখি আর হাসি ‘ পুরান পাগলে ভাত পায়না , নতুন পাগলের আমদানি ‘। তাঁর কভার ফটো দেখে এই পোষ্ট দেয়ার ইচ্ছে জাগলো ।

যাই হোক এই পোষ্ট সেই নতুন পাগল এবং নব্য পাখি প্রেমী শুন্য শুন্যালয়কে উৎসর্গ করা হলো ।

৮৭৭জন ৮৭৭জন
0 Shares

৬৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ