হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, উল্টে দেঙ্গা,
হুম, দেয়াল সত্যি সত্যি উল্টে দেয়;
কোন এক আলুথালু কালি-সন্ধ্যায়, পরিকল্পনার জালে জড়িয়ে,
সন্তর্পণ-ক্রোধের আগুন জ্বেলে, সুকোমল ঔদ্ধত্যের আড়ালে;
কবি উল্টে যায় ভীষণ ভাবে, বাজে ভাবে, ঝড়ো ঝড়ো ঝাপটায়,
সখেদ অ-সৌখিন বিলাপে, সমর্পিত অবিশ্বাসে;
সহসা অতি বিক্ষুব্ধ কবি তীব্র ভাবে জেগে ওঠে
ডাক্তারি নল-ফল খুলে-ফেলে ছুঁড়ে-ফেলে যাবতীয় যন্ত্র-শাসন,
উপেক্ষা করে স্মৃতির দুঃসহ-যাতন,
অতিকায় যান্ত্রিক লৌহ-খাঁচা ভেঙে এক হাতে ভীমের গদা
অন্য হাতে গরিলা বুকের দুমদাম কিলের মত শব্দ তুলে
হুংকার ছোঁড়ে,
ম্যায় কবি হু, দেখলুঙ্গা!!
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
এই অবস্থায়ও হুংকার!
কবির জন্য শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কবি সব সময়-ই কবি, জীবন মৃত্যুতেও।
তার সবল স্বাস্থ্য কামনা করি।
মোঃ মজিবর রহমান
হুঙ্গার না থাকলে ভয়ডর পাবেন না তো। তাই মাঝে মাঝে দিতে হই। ডরে অসুখ ভাল হবে। ডাক্তার লাগবেনা।
ছাইরাছ হেলাল
তা ঠিক, তবে ডাক্তার না পালালেই হয়।
মোঃ মজিবর রহমান
হুম। ডাক্তার থাকা লাগবেই কি??? কবি সাব।
ছাইরাছ হেলাল
চিকিৎসা সেবা তো তাদের কাছেই।
নিতাই বাবু
ভীমের গদাটা কোথায়? হাতের কাছে যদি পেয়ে যাই, তো ওইসব অহংকারীদের গদা চালান দিবো দাদা।
ছাইরাছ হেলাল
ঠাকুর আপনাকে অবশ্যই রক্ষা করবেন।
ভীমের সাথে যোগাযোগ রাখলে পেয়ে যাবেন।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, কবিরা এমনই হয়
কবিদের এমনই হতে হয়
দুর্বার–দুর্জয়–অকুতোভয়….
কবির জন্যে শ্রদ্ধা ও ভালোবাসা। 🌹🌹
ছাইরাছ হেলাল
আপনি এত্ত সব জানেন কীভাবে!! আপনিও কবি নাকি!!
‘দুর্বার–দুর্জয়–অকুতোভয়’ কবিদের দেখছি ম্যালা গুণ!!
অবশ্যই তাঁর জন্য গভীরতম ভালুবাসা!!
তৌহিদ
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এসব অনেকেই বলে। সাহস করে তাদের দিকে একবার তুবড়ি ছুঁড়বেন দেখবেন সব ফকফকা হয়ে গেছে।
ছাইরাছ হেলাল
আপনি ও কি সেই অকুতোভয়েদের দলে!!
যে ভাবে তুবড়ি ছুঁড়তে চাইছেন!!
ধন্যবাদ।
তৌহিদ
আমি নিজে সঠিক থাকলে তুবড়ি ছুঁড়তে ভয় পাইনা মোটেও ভাই।
শুভকামনা জানবেন।
ছাইরাছ হেলাল
সময় সব কিছুর নির্ধারক।
ভাল থাকবেন।
রাফি আরাফাত
হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, উল্টে দেঙ্গা,
হুম, দেয়াল সত্যি সত্যি উল্টে দেয়; জটিল ভালো লাগছে ভাই। ধন্যবাদ। সামনে আরও ভালো কিছু আশা করছি।
ছাইরাছ হেলাল
আচ্ছা চেষ্টা করে দেখব কিছু লিখতে পেরি কীনা।
সঞ্জয় মালাকার
হুংকার ভালো না…
আপনার জন্য শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
মাছুম হাবিবী
অনেক সুন্দর একটি কবিতা। বেশ ভালো লাগলো
ছাইরাছ হেলাল
পড়ছেন দেখে ভাল লাগল।
অনেক ধন্যবাদ।