বলতো মোহ এক
বুকের রক্তে এঁকেছি ছবি
চেয়ে তুই দেখ ॥
বলতো মোহ দুই
সেই ছবিটা বুকের মাঝে
কেমনে আমি ছুঁই ॥
বলতো মোহ তিন
সেই ছবিটা দেখে দেখে
কাটে আমার দিন ॥
বলতো মোহ চার
দূরে থাকার এত জ্বালা
সয় না তো আর ॥
বলতো মোহ পাঁচ
আমার জন্য একটু সময়
দেনা তুই আজ ॥
বলতো মোহ ছয়
এমন করলে তোর সাথে
প্রেম কেমনে হয় ॥
বলতো মোহ সাত
তোর ভাবনায় কাটে আমার
এখন দিন রাত ॥
বলতো মোহ আট
বুঝিস না কেন তোর বুকেতে
আমার প্রেমের ঘাট ॥
বলতো মোহ নয়
আমার কাছে আয় না তুই
নাই কোন রে ভয় ॥
বলতো মোহ দশ
একবার তুই আমার পাশে
শান্ত হয়ে বস ॥
৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ছন্দে ছন্দে আপনার মোহময়তা ভালোই লাগল ।
রকিব লিখন
মোমের বাধনে যে আমি আটকা।। (3
খসড়া
ছন্দে ছন্দে আপনার মোহময়তা ভালোই লাগল ।
রকিব লিখন
মোহের মূহ্যতায় কাটে আমার দিন।। -{@
ছাইরাছ হেলাল
আমাদের ফেলে কোথায় গেলেন ?
রকিব লিখন
কষ্টে কষ্টে বেচে আছি
কষ্টে কাটে দিন
তবু আমি ভুলবো না
আপনাদের কোন দিন।। (3