মোহনীয় অনুরাগ

প্রদীপ চক্রবর্তী ২৮ জুন ২০১৯, শুক্রবার, ০৩:২৯:১৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

দুই প্রহরের দীর্ঘশ্বাসে আমি আজ অপেক্ষারত,
আধো ডুব গোধলীসন্ধ্যার সরবরে সূর্যাস্ত।
কৃষ্ণপক্ষের মোহনীয় আকাশের চাঁদনিরাত।
তুমিবিহীন দুই আধারে জমে আছে বিষন্ন অনুরাগ।

পূর্ণচন্দ্রের আলোতে তুমি ছিলে আগমনী,
ভোরের নিড়ে ফিরবে তুমি অভিসারিণী।
কথা ছিলো থাকবেনা বিয়োজন,
দুহাত ধরে ছুটে চলতে হবে মৃদুস্পর্শ যোজন।

সন্ধ্যা প্রদীপ হয়ে খুঁজি তোমায় ভোরের হাসনাহেনাতে,
অনুরাগ জমে আছে শিশির ভেজা অতন্দ্র আঁখিদ্বয়ে।
মোহনীয় অনুরাগে রেখেছ আমায় বহু আলোকবর্ষ দূরে,
তুমিবিহীন আমার অশ্রুসিক্ত চাদর ডুবে নির্ঘুম রাতে।

অষ্টপ্রহর খুঁজি তোমায় মধুরজনীতে,
কৃষ্ণপক্ষের মোহনীয় আকাশে।
আসবে কি তুমি মোহনীয় অনুরাগে,
পূর্ণচন্দ্রের আলোতে স্নিগ্ধবদনে।

১১৮৬জন ১০৫৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ