দুই প্রহরের দীর্ঘশ্বাসে আমি আজ অপেক্ষারত,
আধো ডুব গোধলীসন্ধ্যার সরবরে সূর্যাস্ত।
কৃষ্ণপক্ষের মোহনীয় আকাশের চাঁদনিরাত।
তুমিবিহীন দুই আধারে জমে আছে বিষন্ন অনুরাগ।
পূর্ণচন্দ্রের আলোতে তুমি ছিলে আগমনী,
ভোরের নিড়ে ফিরবে তুমি অভিসারিণী।
কথা ছিলো থাকবেনা বিয়োজন,
দুহাত ধরে ছুটে চলতে হবে মৃদুস্পর্শ যোজন।
সন্ধ্যা প্রদীপ হয়ে খুঁজি তোমায় ভোরের হাসনাহেনাতে,
অনুরাগ জমে আছে শিশির ভেজা অতন্দ্র আঁখিদ্বয়ে।
মোহনীয় অনুরাগে রেখেছ আমায় বহু আলোকবর্ষ দূরে,
তুমিবিহীন আমার অশ্রুসিক্ত চাদর ডুবে নির্ঘুম রাতে।
অষ্টপ্রহর খুঁজি তোমায় মধুরজনীতে,
কৃষ্ণপক্ষের মোহনীয় আকাশে।
আসবে কি তুমি মোহনীয় অনুরাগে,
পূর্ণচন্দ্রের আলোতে স্নিগ্ধবদনে।
১৮টি মন্তব্য
শিরিন হক
এত সুন্দর করে কীভাবে লিখেন?
না পাওয়ার আবেগ ভরপুর লেখনিতে। খুব ভালো লিখেছেন।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
অজস্র ধন্যবাদ দিদি।
শুভকামনা অহর্নিশ….
ছাইরাছ হেলাল
পূর্ণচাঁদের আলোতে বদন স্নিগ্ধ না হয়ে আর যাবে কোথায়!
কৃষ্ণপক্ষ পালিয়ে বাঁচবে এবার মোহন-সৌন্দর্য ফেলে।
ভালোবাসার সুন্দর প্রকাশ।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
অজস্র ধন্যবাদ দাদা।
শুভকামনা অহর্নিশ।
বন্যা লিপি
এমন লেখা লিখলে মোহনীয় কি আর দুরে থাকতে পারবে? একখানি লেখাতেই কুপোকাত হয়ে লুটিয়ে ধরা দেবে।
বিষণ্ণতা এবার ঘুচলো বলে।
প্রদীপ চক্রবর্তী
দারুণ মন্তব্য।
শুভকামনা দিদি।
শাহরিন
না পাওয়ার যন্ত্রণা খুবই সুন্দর করে লেখায় উপস্থাপন করেছেন। এতো সুন্দর করে ভালোবাসলে কেউ দূরে থাকবেই না!!
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
অজস্র ধন্যবাদ দিদি।
আরজু মুক্তা
সৌন্দর্যের যে রূপ দেখালেন,না এসে কি পারে!!
আসতেই হবে।।
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা অহর্নিশ দিদি।।
মাসুদ চয়ন
গভীর জীবন বোধ।ভালো লিখেছেন।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
আসবে আসবে,
এমন অনুরাগ উপেক্ষা করে কিভাবে?
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
অজস্র ধন্যবাদ দাদা।
শুভকামনা অহর্নিশ।
সাবিনা ইয়াসমিন
মনে হচ্ছে এসে পড়বে। আরেকটু জোরে-সোরে ডাকো। ☺
এত্তো সুন্দর করে ভাবো কিভাবে !!
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
অজস্র ধন্যবাদ দিদি।
শুভকামনা অহর্নিশ।
তৌহিদ
সুন্দর শব্দবিন্যাসে চমৎকার লেখা। ভালো লাগলো দাদা।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
অজস্র ধন্যবাদ দাদা।
শুভকামনা অহর্নিশ।