কৃষ্ণচূড়ার রঙ লেগেছে রাজপথে,
রঙ লেগেছে প্রকৃতির আবক্ষে।
মন চাইছে হারিয়ে যেতে,
গ্রীষ্মের খরতাপে পোড়া দেহখানি বিলিয়ে দিতে-
তোমার উন্মুক্ত বক্ষ-ভূমে।
তোমার অভিলাষের জোয়ারে ভেসে যেতে চাই,
কৃষ্ণচূড়ার লাল গালিচায় বাসর রচিবো তুমি-আমি।
বৃষ্টিস্নাত সিক্ত তোমাতে হবো মাখামাখি,
পরশে জুড়াবে তাপিত দেহখানি।
তোমার গায়ের সোঁদা গন্ধে চিত্ত হবে উথালি-পাতালি;
নীলাম্বরের তারার ফুল ঝরে পড়বে সর্বাঙ্গে আসি।
জন্ম-জন্মান্তরের অদৃশ্য প্রেমাখ্যান গাঁথা রয়েছে;
পেরেছে কি কেউ- এ বাঁধন খুলে দিতে?
মরনেও যে আমি বাঁধা তোমাতে,
সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।
৩০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আমি ফার্স্ট 😇😇
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে।🌹💓🌹💓 আপাতত এই নিন আপনার পুরষ্কার
সাবিনা ইয়াসমিন
হুম, খুব ভালো। এমন পুরস্কার পেলে বারবার প্রথম হতে ইচ্ছে করে 😇😇
মাটির দেহখানি মিশে যেতে চায় মাটিতেই। মনের আকুলতাটিকে কবিতার ভাষায় খুব সুন্দর করে তুলে ধরলেন। শব্দ চয়ন ভালো লাগলো।
শুভ কামনা অবিরত রইলো 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। আপনাদের অনুপ্রেরণায় ধন্য হয়ে যাই অবিরত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
জাকিয়া জেসমিন যূথী
আমি সেকেন্ড।
মরনেও যে আমি বাঁধা তোমাতে,
সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে। — দারুন প্রেমোময় কবিতা, সুপর্ণা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় হবার জন্য। 🌹🌹💓 মন্তব্যে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থেকো, সুস্থ থেকো
ফয়জুল মহী
দুর্দান্ত প্রকাশ। ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
বন্যা লিপি
মৃত্তিকার সোঁদা গন্ধ জড়িয়ে নেবো সর্বাঙ্গে। আমি হবো সহমরনে সঙ্গী…..ছোটদিভাই, যা লিখলেন না! এক্কেবারে মনমাত।
কৃষ্ণচুড়া র লাল শুভেচ্ছা🌹🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভালো লাগলো জেনে আমারও খুব ভালো লাগছে। আপনাকেও কৃষ্ণচূড়ার শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
শামীম চৌধুরী
কৃষ্ণচূডা,গ্রীষ্ম গাছে গাছে রক্তের রংয়ের ছটা সবই যেন এক সুতায় বাঁধা। ভাল লাগলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। কৃষ্ণচূড়ার লাল শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
“মরনেও যে আমি বাঁধা তোমাতে,
সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।”
সাড়ে তিন হাত জায়গাই যথেষ্ট
পৃকৃতিকে বুকে কৃষ্ণচুড়ার নীচে হলে ভাল।
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আমি এটাই চাই আমার সমাধিতে যেন ফুলে ফুলে ভরে যায়। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরাপদে থাকুন শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
তোমার অভিলাষের জোয়ারে ভেসে যেতে চাই,
কৃষ্ণচূড়ার লাল গালিচায় বাসর রচিবো তুমি-আমি।
.
চমৎকার কাব্যকথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরন্তর শুভকামনা রইলো
মাহমুদুল হাসান
কবিতাটা অনেক সুন্দর হেয়েছে। খুজে বের করে বারবার পড়ার মত।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ! সত্যি ধন্য হয়ে গেলাম। কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
দাঁড়ান দাঁড়ান, কৃষ্ণচূড়ার সাথে দেখা হয়ে নিক, সব জেনে নিয়ে
দারুন ঝগড়া বাঁধিয়ে আসবো।
সুপর্ণা ফাল্গুনী
আপনি আবার ঝগড়াও বাঁধাতে পারেন! তা ঝগড়া বাঁধানোর হেতু টা জানতে পারি? 🙂 🙂
ছাইরাছ হেলাল
কৃষ্ণচুড়া কেন আপনার একার হবে, এই অযুহাতে কথা চালাচালি হবে!
সুপর্ণা ফাল্গুনী
চালিয়ে যান – সাথে আছি. 🙂 🙂
কামাল উদ্দিন
এই সময় কৃষ্ণচুড়া, রাধাচুড়া, সোনালু আর জারুলরা গ্রাম বাংলা দাপিয়ে বেড়ায়। কিন্তু আমরা আবদ্ধ ঘরের কোনে, ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
সুপর্ণা ফাল্গুনী
শহরটাও সেজে উঠে এগুলোর বর্ণ রঙে। কিন্তু এবার আর দেখা হবে না এমন সৌন্দর্য সেটাই মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
ওহে মৃত্তিকা
তোমার উন্মুক্ত বক্ষে
শান্ত চিত্তে চিরনিদ্রায়
শায়িত হলে তাপিত দেহখানি
পরম প্রশান্তির ছোঁয়ায় শীতল করো তারে
আপনার এমন সুন্দর কবিতা পড়ে
তৃপ্ত আমার পাঠক হৃদয় 👏👏👏
খুব মিস করছি গো আপনাদেরকে
মিস করছি আড্ডা 😰😰😰
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। চোখের চিকিৎসা ঠিক মত করান। সাবধানে থাকবেন। আমরাও আপনাকে মিস করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। 🌹🌹
তৌহিদ
ইস! এই বৃষ্টিতে সকল ইচ্ছে পূরন হোক এটাই চাই।
শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।
হালিম নজরুল
মরনেও যে আমি বাঁধা তোমাতে,
সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।
————— নিটোল প্রেমকাব্য।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল