মুক্ত হয়েই বাঁচো

খুরশীদা খুশী ১৮ আগস্ট ২০১৯, রবিবার, ০৮:৫৯:৩৯পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

তোমায় হারিয়ে ফেলার কষ্টে আমার কাঁদতে আছে বারণ
জানতে কভু চাইনা তবু হারিয়ে যাওয়ার কারণ
কোন সে সুখে কিসের আশে হাঁটলে ফিরতি পথে?
থাকলো না কেউ ছুঁয়ে দেখার মনের গহীন ক্ষতে!
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!

চোখের পিসি আজকে ভেজে জলপ্রপাতের ধারায়
সদাই তুমি ব্যস্ত ছিলে হারিয়ে যাবার তাড়ায়!
তুমি বিহীন শূন্য হিয়া,বিষাদ হৃদয় জুড়ে
সন্ধ্যা-সকাল বুকের ভেতর যাচ্ছি কবর খুঁড়ে!
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!

শিখিয়ে দিয়ে রাত্রি জাগা রাত জাগো কার সাথে?
একলা শহর গুণছে প্রহর আমার কি দায় তাতে?
রাত্রি শেষের ঘন্টা বাজায় দেয়ালঘড়ির কাটা
সাত’শ কোটির ভিড়ে আবার একলা আমার হাঁটা!
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!

মরার আগেই মরছি দেখো মিথ্যে প্রেমের বিষে
তোমারও তো “তুমি” আছে,আমি বাঁচি কিসে?
দূর আকাশের মেঘ হয়েই ভেসে বেড়াই যেনো
তোমার শহর আমার বুকে, আমারটা নেই কেনো?
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!

কিসের দায়ে ব্যস্ত পায়ে সবটা গেলে ভুলে?
আমায় দিয়ে কাঁটার আঘাত বসত গড়লে ফুলে!
স্মৃতির ঝড়ে বুক ভেঙে যায়, ভাঙে চোখের কিনার
হৃদ কাঁপনে কেঁপে ওঠে জায়নামাজের মিনার!
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ