তোমায় হারিয়ে ফেলার কষ্টে আমার কাঁদতে আছে বারণ
জানতে কভু চাইনা তবু হারিয়ে যাওয়ার কারণ
কোন সে সুখে কিসের আশে হাঁটলে ফিরতি পথে?
থাকলো না কেউ ছুঁয়ে দেখার মনের গহীন ক্ষতে!
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!
চোখের পিসি আজকে ভেজে জলপ্রপাতের ধারায়
সদাই তুমি ব্যস্ত ছিলে হারিয়ে যাবার তাড়ায়!
তুমি বিহীন শূন্য হিয়া,বিষাদ হৃদয় জুড়ে
সন্ধ্যা-সকাল বুকের ভেতর যাচ্ছি কবর খুঁড়ে!
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!
শিখিয়ে দিয়ে রাত্রি জাগা রাত জাগো কার সাথে?
একলা শহর গুণছে প্রহর আমার কি দায় তাতে?
রাত্রি শেষের ঘন্টা বাজায় দেয়ালঘড়ির কাটা
সাত’শ কোটির ভিড়ে আবার একলা আমার হাঁটা!
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!
মরার আগেই মরছি দেখো মিথ্যে প্রেমের বিষে
তোমারও তো “তুমি” আছে,আমি বাঁচি কিসে?
দূর আকাশের মেঘ হয়েই ভেসে বেড়াই যেনো
তোমার শহর আমার বুকে, আমারটা নেই কেনো?
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!
কিসের দায়ে ব্যস্ত পায়ে সবটা গেলে ভুলে?
আমায় দিয়ে কাঁটার আঘাত বসত গড়লে ফুলে!
স্মৃতির ঝড়ে বুক ভেঙে যায়, ভাঙে চোখের কিনার
হৃদ কাঁপনে কেঁপে ওঠে জায়নামাজের মিনার!
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!
১১টি মন্তব্য
জাহিদ হাসান শিশির
ভালো লাগল।
ইঞ্জা
ভালো লাগা রয়ে গেলো আপু।
আরজু মুক্তা
আমরা নারীরা কি শুধু স্যাকরিফাইস করবো?
তৌহিদ
মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম আপু, তাইতো আমি কাউকে বা কেউ আমাকে কেন ভালবাসে? এর উত্তর কখনওই খোঁজা হয়নি।
দারুন লেখার হাত আপনার। প্রতিদিন একটি করে লেখা চাই কিন্তু।☺
মাসুদ চয়ন
চাইনা তবু তোমার মনে লাগুক ব্যথার আঁচও
দিলাম কেটে বাঁধন সুঁতো মুক্ত হয়েই বাঁচো!ভালো লিখেছেন
নিতাই বাবু
চমৎকার একটা কবিতা পড়লাম। শ্রদ্ধেয় লেখিকা দিদিকে শুভেচ্ছা।
বন্যা লিপি
বাহ্…….অনেক অনেক ভালোলাগা। শব্দবিন্যাস চমৎকার! বেশি বেশি লিখুন। শুভেচ্ছা শুভ কামনা।
শামীম চৌধুরী
খুব ভালো লাগলো আপু।
শাহরিন
কেন যে মানুষ হারিয়ে ফেলার পর প্রতিটি জিনিষের মর্ম বোঝে সেটা খুব জানতে ইচ্ছে করে।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী আপু।
বেশ ভালো লাগলো…
মনির হোসেন মমি
কবিতাতো এক কথায় চমৎকার।বলা যায় আপনি গুণী লেখক।তবে পাঠকদের মনের তৃপ্তি মন্তব্যের প্রতিত্তোর।এ দিকেও শত ব্যাস্ততার মাঝেও একটু খেয়াল রাখবেন।তাতেই আমরা ধন্য অন্যের পোষ্টে মন্তব্য করতে নাই বা বললাম।ভাল থাকবেন। লিখুন যত খুশি মনের আনন্দ বেদনার কথা।