মিস্টি প্রেমের গল্প :১
শীতটা সেবার একটু বেশিই পরেছিল। এক বছরের পরিচয়ের পর প্রথম দেখা হচ্ছে কান্তা আর সাগরের। বৈরী পরিবেশের মধ্যে থেকেও কান্তা শপিং মল থেকে সাগরের জন্য কিনে লুকিয়ে রাখলো একটি সুয়েটার। পরম ভালবাসায় নিজ হাতে বানালো পায়েস। সাগরের চা এর নেশা, জানে তা কান্তা। চা কিনলো এক প্যাকেট, সাথে বিস্কুট, চিনি কিনতেও ভুললো না।
দেখা হবার পরে এত কিছু দেখে সাগর হতচকিয়ে কেবল বলল – এত কিছু আনলে? আমি তো কিছুই আনলাম না তোমার জন্য!
মিস্টি হেসে কান্তা বলল – তুমি নিজকেই তো এনেছ আমার জন্য সাগর, আর কি চাই আমার? 🙂
মিস্টি প্রেমের গল্প :২
একই ক্লাসে পড়ুয়া বান্ধবীর বড় ভাই তার রুমে ঢোকার আগেই পড়ার টেবিলে রংগিন কাগজে লেখা চিঠিটা এমন ভাবে রাখল শান্তা যেন তা সহজেই চোখে পরে।
রুমে ঢুকলো সমুদ্র। ড্রইং রুমে গল্প করছে শান্তা বান্ধবীর সাথে। সমুদ্র তার রুমে যাবার সাথে সাথেই শান্তা রুমের দরজায় দেয়া পর্দা সামান্য ফাক করে দেখছে সমুদ্র কি করে, বুকের মাঝে ধক ধক শব্দ স্পস্ট শুনতে পাচ্ছে।
ভাজ করা কাগজটা হাতে নিল সমুদ্র, কে রাখলো এটা টেবিলের উপর?! মেয়েলি হাতে লেখা ” আমি দেখতে বুঝি সুন্দর নই? আমার দিকে একটু তাকালে কি হয়? আপনাকে আমার খুবই ভাল লাগে। ইতি – শান্তা ”
সমুদ্রের মুখে হাসি, হাতে চিঠি নিয়ে তাকাল দরজার দিকে। পর্দার নীচে দেখতে পেলো মল পরা এক জোড়া পা । কার পা বুঝতে পারলো সমুদ্র। চোরা চাহনীতে দেখেছে এই পা প্রতিদিন। দরজার দিকে এগিয়ে গেলো সমদ্র। এক দৌড়ে ছুটে পালাল শান্তা, সাত দিনেও আর সমুদ্রের বাড়িতে আসবে না। গল্পের শুরুটা এভাবেই,
*****************************************************************************
হঠাৎ খেয়ালের বসেই আরম্ভ করেছিলাম ফেইসবুকে মিষ্টি প্রেমের গল্প। ভালই লাগছে লিখতে। এটি চালু রাখবো ভাবছি। এরপর প্রতিটি গল্পই প্রথম দেব প্রিয় ব্লগ সোনেলায়। প্রতিটি গল্পই জীবন থেকে নেয়া। কারো কারো জীবনের কাহিনী এটি। ফেইসবুকের বেশ কিছু বন্ধু উৎসাহী হয়ে তাঁদের জীবনের অপ্রকাশিত প্রেম কাহিনী জানিয়েছেন মিষ্টি প্রেমের গল্প প্রকাশিত হবার পরে। তারা সবাই নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ভিন্ন নামেই সব লেখা গুলো প্রকাশ করা হবে। কেউ ইচ্ছে করলে তার জীবনের এমনি মিষ্টি প্রেমের গল্প আমাকে জানাতে পারেন। ভাল থাকুন সবাই, ভালবাসুন সবাইকে।
২৪টি মন্তব্য
ইঞ্জা
মুগ্ধ হয়ে আবার পড়লাম, জানি ভাইজানের লেখার হাত ভালো, সাথে সাথে মনটাও রোমান্টিক আর আছে দেখার চোখ, সব মিলিয়ে খাপে খাপ, ভাইজান লিখে যান, এই সুযোগে কিছু শিখবোও বটে। 🙂
জিসান শা ইকরাম
আপনি অনেক ভাল লেখেন ভাইজান,
জীবনের প্রথম গল্প কত গুলো পর্ব লিখে ফেললেন, ভাবতেই অবাক লাগে।
কিছু সত্যি কাহিনী প্রকাশ করবো পরের পর্ব গুলোতে,
শুভ কামনা।
ইঞ্জা
এ আপনাদের দোয়া ও উৎসাহের ফল ছিলো ভাইজান, অপেক্ষায় রইলাম।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মিস্টি হেসে কান্তা বলল – তুমি নিজকেই তো এনেছ আমার জন্য সাগর, আর কি চাই আমার?
গল্পের গল্পকার একটি লাইনেই পুরো গল্পের নামকরনের স্বার্থকতা তুলে ধরেছেন।গল্প চলুক….শুভ কামনা। -{@
জিসান শা ইকরাম
এখানেই মিষ্টি প্রেমের সব মিষ্টি মনির ভাই,
চলবে,
শুভ কামনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চলবে ভাইয়া -{@
মোঃ মজিবর রহমান
দারুন অপুরব লেখা আপনার মুগ্ধ হয়ে পড়লাম। একটানেই সীমান্ত। তবে জীবন থেকেই নেওয়া। আমি পাঠক পাঠ করে যাই। আবার যেন তাড়াতাড়ি পাই। আমি একা ক্লান্ত হয়ে পড়েছি ভাই। আপনারা পাশে না থাকলে ভাল লাগেনা পাঠে মন ও বসেনা। -{@
জিসান শা ইকরাম
হ্যা দেখেছি আপনার অক্লান্ত পরিশ্রম,
সোনেলাকে ভালবেসে একাই চলেছেন দীর্ঘ পথ, অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ভাই।
থাকব কথা দিলাম,
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
ভালবাসা রইল ভাইজান। -{@
শাওন এরিক
মিষ্টি, আসলেই খুব মিষ্টি জিসান ভাই! 🙂
প্রতিটা মানুষের জীবনেই এমন মিষ্টি প্রেমের ঘটনাগুলি ঘটুক। একটু করে হলেও ঘটুক।
জিসান শা ইকরাম
এই মিষ্টি থাকা প্রয়োজন সবার জীবনেই, আছেও সবার জীবনে, কেউ বলে কেউ বলেনা।
শুভ কামনা।
মৌনতা রিতু
দারুন তো। বেশ লাগলো ভাইয়া পড়তে। হুম, এমন কতো যে গল্প আছে। ভাল লাগবে গল্পগুলো পড়তে।
চলুক।
জিসান শা ইকরাম
চলবে,
শুভ কামনা।
তৌহিদ ইসলাম
মুগ্ধ হয়ে পড়লাম ভাইয়া, ইস আমার যে কবে আপনার মত লেখার হাত হবে!!
জিসান শা ইকরাম
আপনি অনেক অনেক ভাল লেখক তৌহিদ ভাই,
শুভ কামনা।
তৌহিদ ইসলাম
লজ্জা দেবেননা ভাইয়া, শুভকামনা রইলো
অপার্থিব
ভালই লিখছেন, চালায় যান। তবে নায়কের নাম শুধু সমুদ্র,সাগর এই সব রাখা ঠিক না, পাহাড় পর্বত এরা আবার কি দোষ করলো? মানুষের ভ্রমণ আকর্ষণের দিক দিয়ে পাহাড় পর্বতের অবস্থান সমুদ্রের প্রায় কাছাকাছি।
জিসান শা ইকরাম
হুম চালায়া যাব ভাবছি।
পাহাড় পর্বতও দেয়া যায় 🙂
অনেক দিন পরে দেখলাম আপনাকে, শুভকামনা -{@
শুন্য শুন্যালয়
আপনি এর চাইতেও ভালো গল্প আগে অনেকবারই লিখেছেন। আমি আমি না, আমি সেও না, রাশিয়ান টাচের একটা গল্প, হিমেল কে নিয়ে লেখা দেশের গল্প, আরো অনেক আছে এই মুহুর্তে মনে পড়ছেনা। সেগুলো চোখ বুলিয়ে আসবেন সময় করে। নিজের লেখাও কিন্তু নিজেকে ইন্সপায়ার্ড করে।
প্রেমের গল্প লেখা আমার কাছে অসম্ভব কঠিন একটা কাজ মনেহয়। এটাকে ঠিক ভাবে প্রেজেন্ট করতে না পারলে লুতুপুতু টাইপ মনে হতে পারে। এজন্য কোনদিন ট্রাই করার কথাও ভাবিনি।
আপনার সাহসকে সাধুবাদ। শুরুটা ভালো হয়েছে, তবে আপনি আরো ভালো লেখেন। 🙂
আমার প্রেমের গল্পগুলো আপনাকে ইনবক্স করুম নে। লিখবেন তো? 🙂
জিসান শা ইকরাম
গল্প লেখা আসলেই কঠিন কাজ ম্যাডাম,
যখন যে চরিত্র লেখা হয়, সে চরিত্রের মাঝে মিশে যেতে হয়, একই সাথে কয়েকটি চরিত্র ধারন করা খুবই কঠিন।
এ দুটো কিন্তু গল্প না, দুইজনের প্রেমের গল্প, যা আমি জানি।
মনোসংযোগের অভাব আসলে, আপনি যেসব গল্পের নাম বললেন, তখন সম্পুর্ন চাপমুক্ত হয়ে লিখতে পেরেছি, বর্তমানে বিভিন্ন ঝামেলায় বিভিন্ন চাপ। চাপাচপিতে লেখাও চাপে পরে গিয়েছে।
তবে আপনার উৎসাহ প্রেরনা দিতে পারে।
দিন দিন আপনার প্রেমের গল্প গুলো দিন আমাকে, লেখার ১০০% নিশ্চয়তা দিচ্ছি 🙂
মায়াবতী
স্যার , আমি ভাবছিলাম আপনি শুধু গুরু গম্ভীর কত কিছু ই না লিখতে পারেন কিন্ত মিষ্টি প্রেমের গল্প ! হায়রে , কি বোকা আমি ! আপনার লেখা এই মিষ্টি প্রেমের গল্প ও আমার চোখে পড়লো এতো দিন পর ! চলমান প্রক্রিয়া বহমান রাখেন প্লিজ। -{@
ছাইরাছ হেলাল
টেস্ট মন্তব্য
ছাইরাছ হেলাল
টেস্ট মন্তব্য ২
নীলাঞ্জনা নীলা
টেস্ট মন্তব্য ৩ 😀