-মা হবো-

সীমা সারমিন ২৩ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০৮:৫৪:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

-মা হবো-
সীমা সারমিন

ভাবতে অনেক ভাল লাগে
কখনো আমিও মা হবো,
কেউ আমাকেও ডাকবে মা বলে।

দুনিয়ার স্রেষ্ট ডাক মা,
অনাবিল তৃপ্তির ডাক
যে ডাক শোনার অধিকারিনী
একদিন আমিও হবো,মা হবো।

কোন এক অজানা ভয়
আমাকে গ্রাস করে নেয়,
যদি হাজারো দম্পত্তির মাঝে
আমার নাম পরে যায়,
যদি মা হতে না পারি!!

ভয় হয়, কষ্ট হয়,
তার পরও আশা হতো হতে পারি না।
সৃষ্টি কর্তা সহায় থাকলে
নিশ্চয় আমিও একদিন সম্মানিত,
মা ডাকের অধিকারিণী হবো
আমি মা হবো।

৬৯৩জন ৬৯৩জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ