-মা হবো-
সীমা সারমিন
ভাবতে অনেক ভাল লাগে
কখনো আমিও মা হবো,
কেউ আমাকেও ডাকবে মা বলে।
দুনিয়ার স্রেষ্ট ডাক মা,
অনাবিল তৃপ্তির ডাক
যে ডাক শোনার অধিকারিনী
একদিন আমিও হবো,মা হবো।
কোন এক অজানা ভয়
আমাকে গ্রাস করে নেয়,
যদি হাজারো দম্পত্তির মাঝে
আমার নাম পরে যায়,
যদি মা হতে না পারি!!
ভয় হয়, কষ্ট হয়,
তার পরও আশা হতো হতে পারি না।
সৃষ্টি কর্তা সহায় থাকলে
নিশ্চয় আমিও একদিন সম্মানিত,
মা ডাকের অধিকারিণী হবো
আমি মা হবো।
২২টি মন্তব্য
জিসান শা ইকরাম
মা হওয়া একজন নারীর জন্য অনেক সন্মানের । আল্লাহ অবশ্যই আপনার আশা পুরন করবেন ।
হলুদ পরী সাদা নাকফুল
খোঁদা যেন এই আশা পূর্ণ করেন। ধন্যবাদ আপনাকে 🙂
নীলকন্ঠ জয়
কবে আমরা মামা হবো? তাড়াতাড়ি তো আগে বিয়েটা হোকনা? তারপর আমাদের অভিমানী বোনটির আশা পূরন হবেই 🙂
হলুদ পরী সাদা নাকফুল
হুম ভাইয়া বিয়েটাই তো হচ্ছে না 🙁
লীলাবতী
দুনিয়ার শ্রেষ্ঠ ডাক মা । সীমাপু আমি খালা হতে চাই ।
হলুদ পরী সাদা নাকফুল
আমি মা হলেই খালা হবেন আপু 🙂
নিশিথের নিশাচর
আফসোস জীবনে মা ডাকতে পারি নাই 🙁
হলুদ পরী সাদা নাকফুল
খুব কষ্ট পেলাম জেনে ভাইয়া 🙁
ছাইরাছ হেলাল
একজন মায়ের অনুভুতি ধারণ করছেন দেখে আনন্দ বোধ করছি ।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ ভাইয়া 🙂
খসড়া
অসম্ভব ভাল লাগল। এই কবিকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা।
হলুদ পরী সাদা নাকফুল
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া -{@
রকিব লিখন
আপনার মাতৃত্বের আশা পূর্ণ হোত অতি শীঘ্রই।।
সাধুবাদ।। -{@
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ ভাইয়া -{@
tuhin
মা একটি পবিত্র নাম ।
কবিতা ভাল লাগল ।
হলুদ পরী সাদা নাকফুল
অশেষ ধন্যবাদ 🙂
শিশির কনা
ইচ্ছে পুরন হবেই আপু ।
হলুদ পরী সাদা নাকফুল
যদি না হয় তাই ভয় পাই আপু 🙁
শুন্য শুন্যালয়
আরে আপনি নিজেই তো এখনো বাচ্চা আছেন …আপনার আশা নিশ্চয়ই পুরোন হবে .. -{@
হলুদ পরী সাদা নাকফুল
বাচ্চা আছি তো কি হয়েছে আমিও বিয়ে করবো , যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে ইচ্ছা আমার বাবু হবে , এখন ইচ্ছা টা প্রবল, কিন্তু কবে যে বিয়েটা হয় 🙂
রিমি রুম্মান
ইচ্ছে পূরণ হোক… শুভকামনা রেখে গেলাম অনাগত মা’য়ের জন্য… -{@
হলুদ পরী সাদা নাকফুল
হুম আপু বিয়ে হইলেই হব ইনশাল্লাহ…….. যদি সৃষ্টিকর্তা রাজি থাকেন…… ধন্যবাদ আপু -{@