মায়াবতী, ওগো মায়াবতী !
শুনছো কি ?
তোমায় যে ডাকছি আমি।
একটু সময় হবে কি ?
আমার জন্যে তোমার ?
একটু দাঁড়াবে কি, মায়াবতী ?
একটু থেমে আমায় বলবে কি ?
মায়া দিয়ে হয়টা কি ?
শুনেছি, মায়া-মমতা বড্ড অদ্ভুত ব্যাপার।
যতসব নাকি যাদুর কারবার ?
জাদু মাখান নাকি থাকে মায়াতে ?
একবার যাকে বশ করে, সে নাকি পারেনা ভুলতে ?
তাই কি কখনও হয় নাকি, মায়াবতী ?
আমায় তবে কিছু মায়া দেবে কি ?
আমি কাওকে বশ করতে পারবো কি ?
যদি মায়া নামের যাদুর ছোঁয়ায় তাকে ছুঁয়ে দেই ?
মায়াবতী, ও মায়াবতী !! শুনছো কি ?
আমার কত দুঃখ আছে, জানো কি ?
আমি যে বড্ড একা, বড্ড বেশি একাকী।
আমায় মায়ার জাদু শেখাবে কি ?
আমি মায়া করে রেখে দিবো কাওকে।
যে আমায় খুব বেশি ভালবাসবে।
যে আমায় অনেক অনেক আদর দিবে।
যে আমায় শক্ত করে ধরে রইবে।
এই মায়াবতী, শুনছো তো ?
আমায় যাদুটা শেখাবে তো ?
মায়ার জাদু, আমি শিখবো।
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এটাই কি আপনার লিরিক ?
এ বিষয়টি আমি ভাল জানি না ।
তাতেও মন্দ লাগছে না ।
তওসীফ সাদাত
নারে ভাই। সেটা বলে দিবো, কোনটা রবীন্দ্র ধাচ এ লেখা। এটা আমার একটা কবিতা।
নীলকন্ঠ জয়
একটু দাঁড়াবে কি, মায়াবতী ?
একটু থেমে আমায় বলবে কি ?
মায়া দিয়ে হয়টা কি ?
সুন্দর…
তওসীফ সাদাত
ধন্যবাদ।
প্রিন্স মাহমুদ
ভাল লেগেছে , তবে তোমাকে সময় দিতে হবে সাদাত ।
তওসীফ সাদাত
ভাল লেগেছে জেনে খুশি হলাম।
আফ্রি আয়েশা
ভালো লাগছে 🙂
তওসীফ সাদাত
যাক। বাঁচলাম। ভাল লেগেছে তাহলে :p
বনলতা সেন
এত প্রশ্ন করলে শেখাতে রাজী হবে বলে মনে হয় না ।
তওসীফ সাদাত
হা হা, অবশ্যই রাজি হবে। বিরক্ত হয়ে বলবে, আচ্ছা যা, শেখাব তোকে। :p
জিসান শা ইকরাম
এমন করে বললে না শুনে যাবে কোথায় ?
ভালো হইসে 🙂
তওসীফ সাদাত
ঠিক ঠিক জিশান ভাই। আমিও তাই মনে করি 😀
ধন্যবাদ 🙂
প্রজন্ম ৭১
খুব ভালো লেগেছে (y) , আরো লিখতে থাকুন -{@
তওসীফ সাদাত
ধন্যবাদ ! চেষ্টা করে যাবো !!