মানুষে মানুষে হানাহানি, দ্বন্দ্ব, ব্যাক্তি রেষারেষি , যুদ্ধ ও রক্তপাত এসব দেখে একজন মানুষ হিসেবে ব্যথিত হই খুব। অন্য কোন গ্রহে যদি মানুষ বাস করতো, তা হলে তুলনা করা যেত , আমরা তাদের তুলনায় কতটুকু ভালো বা খারাপ।
আমরা আমাদের বুদ্ধি বিবেককে বিসর্জন দিয়ে কোথায় যাচ্ছি ?
মনুষত্বের গুন আমাদের মাঝে আমরা কতটা ধারণ করছি ?
” বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ” । ফল দিয়ে বিচার হয়, এটা কোন গাছের ফল বা গাছটা কেমন। একটি গোলাপ দেখে বুঝা যায় এটা গোলাপের গাছ থেকে জন্ম নেয়া একটি সুন্দর ফুল। কাঁঠাল বা তাল গাছে গোলাপ ফুল হয়না।
আমাদের আদি পিতা হযরত আদম । একজন মুসলিম হিসেবে এটা আমাকে বিশ্বাস করতেই হবে। আর আমি এটা বিশ্বাস করি অত্যন্ত দৃঢ় ভাবে। কিন্তু মাঝে মাঝে বা এখন প্রায় অধিকাংশ সময়ই , এই বিশ্বাসটা আমার ধাক্কা খায়। এ কেমন আদি পিতার সন্তান আমরা ? এ কেমন মানুষ আমরা ? আমাদের কাজ কি মানুষের মত ? আমরা কি মানুষের গুণাবলি ধারণ করে চলি ?
ডারউইনের বিবর্তন বাদ সম্পর্কে আমরা জানি সবাই। বর্তমান বাস্তবতায় , মানুষের বিভিন্ন অমানুষিক কাজ দেখে , কেন জানি আমার এখন ডারউইনের বিবর্তনবাদ কে বিশ্বাস করতে ইচ্ছে করে ।
কিন্তু আমি তা বিশ্বাস করতে চাই না। একজন মুসলিম হিসেবে এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই বিশ্বাসকে ধারণ করে রাখতে চাই ” হযরত আদম আমাদের আদি পিতা। মহান আল্লাহর সৃষ্ট প্রথম মানব। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি “
১৪টি মন্তব্য
আদিব আদ্নান
অবশ্যই মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ।
অবশ্যই অমানুষ মানুষ নয় ।
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন , অবশ্যই অমানুষ মানুষ নয় ।
এই মেঘ এই রোদ্দুর
আসলেই আমরা এত যান্ত্রিক হয়ে গেছি……..আর স্বার্থপরতার জন্য নিজের বিবেক বিসর্জন দিচ্ছি অবলীলায়….
ভাল লাগেনা
সুন্দর লিখেছেন ধন্যবাদ জিসান ভাইয়া
জিসান শা ইকরাম
পশু প্রবৃত্তি বিদ্যমান মানুষের মাঝে
এরপরেও আমরা নিজেদেরকে মানুষ ভাবি
যা লজ্জাজনক ।
শুভকামনা ।
লীলাবতী
হ সৃষ্টির শ্রেষ্ঠ বইলাইতো আমরা শয়তানি বজ্জাতিতেও শ্রেষ্ঠ।
জিসান শা ইকরাম
হা হা হা হা , ব্যাপক মজা পেলাম আপনার মন্তব্যে ।
শুভকামনা ।
ছাইরাছ হেলাল
একজন মানুষকে প্রকৃত মানুষে পরিণত হওয়া সহজ কাজ নয় ।
জিসান শা ইকরাম
পরিপূর্ণ মানুষ না হওয়া পর্যন্ত ধর্ম মানুষদের বাঁচাতে আসবে না ।
শুভকামনা ।
শিশির কনা
হে মানুষ , আবার তোরা মানুষ হ ।
জিসান শা ইকরাম
খান আতাউর রহমানের একটি সিনেমা ছিল ” আবার তোরা মানুষ হ ”
শুভকামনা।
জবরুল আলম সুমন
ডারউইন একজন বাঁদরের বংশধর ছিলেন বলেই হয়তো তিনি দৃঢ় ভাবেই বলতে পেরেছেন মানুষ বাঁদরের বংশধর কিন্তু আমি পারিনা কারণ আমার বংশধরেরা মানুষই ছিলো শুরু থেকেই। তবে দুঃখের বিষয় হলো মানুষ বাঁদর থেকে সৃষ্টি না হলেও আজকাল মানুষের মধ্যে বাঁদরের স্বভাব ঢুকে গেছে… ক্রমশঃ বাঁদর থেকে নানান রকম হিংস্র প্রাণীর স্বভাবও আমাদের মধ্যে ঢুকে পড়ছে…
জিসান শা ইকরাম
ঠিক বলেছ সুমন । ফল দিয়ে যেমন গাছকে চেনা যায়- তেমনি ফলাফল থেকেও থেকেও তো চেনা যায় উৎসকে 🙂
যাযাবর
মানুসের গুণাবলী এখন পরিবর্তিত হয়ে বাঁদরামি এসে গিয়েছে তার মাঝে 🙂
সুরাইয়া পারভীন
দেখতে মানুষের মতো হলেও আমরা অ/নামানুষের দলে। সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও এখন আমরা শ্রেষ্ঠ নিকৃষ্ট।