চারিদিকে শুধু ঠকবাজ, জালিয়াত আর জোচ্চোর। মানুষ কে বিশ্বাস করতেই ভয় হচ্ছে। কিছু মানুষের যেন আজকাল প্রতারণা করতেই ভালো লাগে। কাউকে ঠকানোর পর তারা মনে করে বিশাল এক বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু তারা কি জানে নিজের অজান্তে তারা নিজেদের কাছে ছোটো হয়ে যাচ্ছে, অনুসুচনার পাহাড় গড়ছে নিজেদের জন্য!!
হয়তো জানেনা আর জানলেও তোয়াক্কা করেনা, না হলে কেন তারা প্রতারিত করবে আর কেনই বা কেউ প্রতারিত হবে।
প্রতারণার শিকার হয়ে হাজার মানুষ আজ দিশে হারা, কেউবা মানসিক ভাবে আবার কেউবা আর্থিক ভাবে।
( সীমা সারমিন )
৫টি মন্তব্য
মা মাটি দেশ
প্রতারনার শ্রেনী বিন্ন্যাস আছে আপনি লিখুনিতে তা স্পষ্ট করেননি,করলে বুঝতে সুবিদে হত।
রিমি রুম্মান
তারপরও পৃথিবীতে ভাল মানুষের সংখ্যাই বেশি। ভাল মানুষগুলো আছে বলেই না পৃথিবী এখন সুন্দর…
লীলাবতী
কয়েকজন মানুষের জন্য জীবনকে কষ্ট দিতে আমি রাজি না । এদেরকে আমি নর্দমায় নিক্ষেপ করি ।
জিসান শা ইকরাম
ঐ সব মানুষদের এড়িয়ে চলা উচিৎ ।
ছাইরাছ হেলাল
এখনকার দিনগুলো প্রতারকের হাতে চলে গেছে ।