মানুষ কখনো দানব হয় না, বরং আমাদের ভয়গুলিই কিছু মানুষকে দানবে পরিণত করে।
যেমন আমার কথাই ধরেন, আমি বড় নিরীহ একজন মানুষ। কিন্তু সময়ে সময়ে আমিও দানব হইয়া যাই, যখন অপারেশনে যাওয়া দরকার হয়। হ্যা, অপারেশন — মানে বাস পুরানো আর কি!
আজকেও আমার একটা অপারেশন আছে। সাকসেস হইলে ভালোই টাকা পয়সা পামু। তো নির্দিষ্ট জায়গায় আমরা ব্যাগ ভর্তি ককটেল আর পেট্রল বোমা নিয়া রেডি হইলাম। দুইজনকে দুই দিকে পাঠাইয়া দেয়া হইল পুলিশ আসে কি না পাহারা দেয়ার জন্য। শালারা বড় ঝামেলা করে।
ঐ দূরে একটা বাস আসে দেখা যায়, এখনই সুযোগ। আমরা ককটেল রেডি করলাম, পেট্রল বোমায় আগুন ধরাইলাম। বাস কাছে আসতেই দুইজন গিয়া হাতের ইশায়ায় বাস থামাইলো। আমরা হুমকি দিলাম, – “বাস থেইকা নাম, নাইলে বোমা মারমু কইলাম…” নামলে নামুক, নাইলে আগুনে পুইড়া মরুক, আমার কি? হাতে সময় নাই, এখনি বোম মারতে হবে।
কিন্তু হায়, ঘটনা দেখি উলটা হইয়া গেল!!
দেখি কেউ তো নামলই না, বরং বাস থেইকা ইট আর পাথর উইড়া আসতে শুরু করল। আমরা চাইয়া দেখি, খালি হ্যালপার আর কন্ডাক্টর না, যেই যাত্রীগুলারে এতক্ষণ নিরীহ গোবেচারা মনে হইছিল, তারা সব দানব হইয়া গেছে। দানব হইয়া আমাদের দিকে ইট-পাথর মারা শুরু করছে।
এই অবস্থায় এক মুহুর্ত টিকাও সম্ভব না। আমাদের হাত থেইকা ককটেল আর বোমা ছিটকাইয়া পইরা গেল। আমরা পিছাইয়া গেলাম। আর এই অবসরে বাসটা সাই কইরা চইলা গেল। আর আমরা তো আহাম্মক হইয়া রইলাম, আজকে টাকা পাই কি না কে জানে!!
১৫টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
টাকা পাবিনা তবে মাইর পাবি 😀
বৃষ্টিহত ফাহিম
😀 😀
হৃদয়ের স্পন্দন
ভাল লাগছে তোকে দেখে। সোনেলার সাধারণ ব্লগার হিসেবে স্বাগতম . নিয়মিত লেখ
বৃষ্টিহত ফাহিম
আশা রাখি, ভবিষ্যতের কথা তো বলা যায় না
হৃদয়ের স্পন্দন
ক্ষুদ্র এ জীবনে মনুষ্য সকল আশা ছাড়া কি বা করার থাকে? শুভ কামনা রইলো
খসড়া
কি আর বলব।
জিসান শা ইকরাম
জনতার এভাবেই ঘুরে দাঁড়ানো উচিৎ ।
স্মৃতির নদীগুলো এলোমেলো...
Ke Jane, amon somoy aste pare jokhon jatrira et pathor na, petrol bomb niya uthbe. Hamlar jobabe palta hamla. Khub besi otikolpona na
ব্লগার সজীব
জনতাকেও পেট্রল বোমা বানানোর প্রশিক্ষন দেয়া হোক।
স্বপ্ন নীলা
মানুষের সহ্যেরতো একটি সীমা আছে—-
আমরা শান্তি চাই—-
শুন্য শুন্যালয়
পটকা ফেটে গেলে আরো ভালো হতো। ভালো লিখেছেন। সহ্যসীমা ছাড়িয়ে গেলে মানব দানব হতে কতোক্ষন। লাস্ট লাইনটা দারুণ লেগেছে। টাকার কাছে মানুষের জীবন খুবই তুচ্ছ।
শাহানা আফরিন স্বর্ণা
আমিও দানব হবো!
প্রজন্ম ৭১
শুরু হয়ে গিয়েছে।জনতা আজ ৩ পেট্রোল বোমা সহ শিবিরকে ধরে ধোলাই দিয়েছে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জন সচেতনমুলক সুন্দর পোষ্ট।আসলে আমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। -{@
ছারপোকা
আপনার পোস্ট টা দেখে মনে হলো জনতা এখন এর বিরুদ্ধে সংগ্রাম করতে শিখেছে । ঘুরে দাঁড়ানোর তীব্র ইচ্ছা আছে বিপদগামী জনতার ।