মাঞ্চিনিল মানুষ

নীলাঞ্জনা নীলা ১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ১২:২৫:০০অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৬ মন্তব্য

পাখোয়াজ বসন্তের গোপনীয়তায় হানা দেয়
হলদে হয়ে যাওয়া ঘাস;
ফড়িং-এর বুকে চিড় ধরে।
যেমন করে ফুরিয়ে যাবার আগে বল্কল খসে পড়ে বিটপীর;
বেঁচে থাকার জন্য গভীরভাবে আঁকড়ে ধরে,
হাত বাড়ায়,
আরো একটু রোদের সম্ভোগ, যদি আরো একটু, খুব অল্প —
পরিযায়ী পাখী এবং বৃক্ষ যেমন জানে মানুষের মাঞ্চিনিল মনের কথা।
ভালোবেসে খুন, সুকৌশলী অভিনয় দিয়ে খেলা এবং হিসেবের টানাপোড়েনে কতো সহজে আঘাত হানা যায়!
তবুও এই খুচরো টুকরো ঋতুর নির্যাসমিশ্রিত হেমলক পান করে পৃথিবী দিব্যি চলে, ঘুরে, ফিরে, দেখে আদিগন্ত—
বিবর্ণ হয়ে যাওয়া পলেস্তারায় অশরীরী আত্মাদের জমকালো জৌলুসময় ইতিহাসের পাশ দিয়ে
স্বার্থান্বেষী এবং স্বার্থান্ধ একইসাথে হাত ধরে চলতে থাকে মাঞ্চিনিল মানুষ পৃথিবীর এ মাথা থেকে ও মাথা, এ স—ব কিছু দেখে সময়।

কখনো সখনো চেতনার রোদের গায়ে হাওয়া এসে লাগে,
দোল দেয়, আঁকিবুঁকি আঁকে, কাটাকুটি খেলে
অস্থির এক মানব জন্ম হঠাৎ ই বৃক্ষ হয়ে যায়।

হ্যামিল্টন, কানাডা
১১ জানুয়ারি, ২০১৮ ইং।

♦বহুদিন পর লিখেই সাথে সাথে ব্লগে পোস্ট দিলাম।

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ