যথারীতি আজো শৈবাল কাজে গেলো। আজ পহেলা মে। বিশ্ব শ্রমিক দিবস । ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে’ মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করে। তাদের দমনে ব্যর্থ হয়ে পুলিশের এলোপাথাড়ি গুলিতে ১১ শ্রমিক নিহত ও অসংখ্য আহত হন। আর গ্রেপ্তার হন অনেকেই যার ফলশ্রুতিতে আন্দোলন চরম আকার ধারণ করে। বিচারের প্রহসনতায় ৬ জন শ্রমিককে ফাঁসি দেওয়া হয়। এরফলে এই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরকার তাদের দাবি মেনে নেয়।১৮৮৯ সালের ১৪ ই জুলাই ফ্রান্সে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১লা মে শ্রমিক দিবস ঘোষণা করা হয়। কিন্তু শৈবালের কোনো ছুটি নেই, আট ঘণ্টা ডিউটি কখনো করা হয়নি। কমপক্ষে দশ বারো ঘন্টা পার না হলে তার কাজ শেষই হয়না। তার কাজটাই যে মানুষের দ্বারে দ্বারে সঠিক খবরটা পৌঁছে দেয়া। তানা হলে যে চাকরি ছেড়ে দিয়ে উপোস থাকতে হবে।
বাংলায় এম.এ. করার পর কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। ছোটবেলা থেকেই লেখালেখিতে বেশ সুনাম অর্জন করেছে এলাকায়। তারই ফলশ্রুতিতে লেখকদের সাথে ওঠাবসা, চেনাজানা আছে বেশ। তারাই তাকে এই পত্রিকা অফিসের প্রুফ রিডার হিসেবে কাজটা পাইয়ে দেয়। মাঝে মাঝে সম্পাদকের নির্দেশেই ছোটখাটো রিপোর্ট সংগ্রহ করতে যেতে হয়।তানা হলে ছোট ছোট চার পাঁচজন ভাইবোন আর বাবা-মায়ের সংসারে উপোস থাকতে হতো অথবা রাস্তায় রাস্তায় ভ্যাগাবনের মতো ঘুরতে হতো কারো সাহায্যের আশায়। তিন-চারটা টিউশনি আর পত্রিকা অফিসের কাজের সুবাদে না খেয়ে থাকতে হয় না। এমন পেশার মানুষের বদৌলতে আমরা ঘরে বসে বিশ্বের সব খবর হাতের মুঠোয় পেয়ে যাই। কিন্তু তাদের ন্যায্য মূল্য বা অধিকার কোনোটাই পাওয়া হয়না। যার জন্য আজকের এই শ্রমিক দিবস পালিত হচ্ছে, সবাই আট ঘণ্টা ডিউটি করছে, এই দিনের জন্য প্রতিটি প্রতিষ্ঠান , শ্রমিকরা ছুটি পাচ্ছে সেই শ্রমিক দিবস শৈবালদের মতো পেশার মানুষের কাছে শুধুই বিলাসিতা। ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ, ডোম, সুইপার-মেথর, নিম্ন-আয়ের লোকজন, ফায়ার সার্ভিসের কর্মীদের শ্রমিক দিবসের তাৎপর্য এভাবেই প্রতিনিয়ত শ্রমের বিনিময়ে দিতে হচ্ছে। শুভ হোক মহান মে দিবস
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
সুন্দর বলেছেন আপু। সংবাদ পত্র বন্ধ থাকলে আমাদের দম বন্ধ হয়ে যায়। কিন্তু এর পেছনে কারা তা আমাদের জানা থাকেনা বা জানার প্রয়োজনও অনুভব করিনা, একান্তই ভুক্তভোগী ছাড়া…….ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আপনার কথা গুলো। ভালো থাকুন সুস্থ থাকুন
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো এবং সুস্থ্য থাকুন আপু
সাবিনা ইয়াসমিন
মহান মে দিবসের ইতিহাস আরও একবার জানা হলো আপনার লেখায়। সকল শ্রমজীবীদের প্রতি সালাম জানাই এইদিনে।
আপনার জন্যেও রইলো শুভ কামনা,
ভালো থাকুন 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালোবাসা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আপনার জন্য
তৌহিদ
মহান মে দিবসে সকল শ্রমিকদের জানাই শ্রদ্ধা। শ্রমিকরা ন্যায্য প্রাপ্য পাক এটাই কাম্য।ভালো লিখেছেন দিদিভাই।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা। ভালো থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
মহান মে দিবসে সকল শ্রমিকদের জানাই শ্রদ্ধা। শ্রমিকরা শ্রমের মর্যদা পাক এটাই কাম্য। কিছু পেশা আছে তারা শুধু দিয়েই যায়
ভালো লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আপনার জন্য
প্রদীপ চক্রবর্তী
মহান মে দিবসে সকল শ্রমিকদের জানাই শ্রদ্ধা।
ভালো লেখনী দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা আপনাকে। শুভ কামনা সবসময়ের জন্য
ছাইরাছ হেলাল
এই সব দিবস-টিবসে আস্থা রাখি-না।
এ সব কেউ ভাবে বলে মনে হয় না। সবচেয়ে বড় শ্রমিক আমাদের কৃষক ভাই।
তারা ভাল আছে বলে মেনে নিতে পারছি না।
সুপর্ণা ফাল্গুনী
আমিও রাখিনা কারন দিবস শুধু একদিনের, কিছুক্ষণের শোডাউন। বছরের বাকী দিনগুলো কেউ এদের জন্য ভাবেনা। ঠিক কৃষক আমাদের বড় শ্রমিক, তাদেরকে স্যালুট জানাই। ধন্যবাদ ভাইয়া আপনার সুচিন্তিত মতামত এর জন্য।
সুরাইয়া পারভীন
মহান মে দিবসের সকল শ্রমিকদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। পৃথিবীর সকল শ্রমিকরা তাঁদের শ্রমের যথার্থ মর্যাদা লাভ করুক।
চমৎকার লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু ভালো থাকুন সুস্থ থাকুন। শুভকামনা সবসময়ের জন্য
সাদিয়া শারমীন
খুব ভালো লাগলো লেখাটি পড়ে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
দুনিয়া মজদু এক হও । লড়াই করো অধিকার এবং স্বাধিকারের জন্য। তোমাকে মানুষ হিসাবে বাঁচতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
জিসান শা ইকরাম
আমাদের দেশে অনেক পেশারই মানুষ আছেন, যারা দশ বারো ঘন্টা কাজ করে।
অসহায় আত্মসমর্পন করতে হয় বেঁচে থাকার তাগিদে। কিছুই করার নেই। এসব দেখারও কেউ নেই।
লেখা ভালো হয়েছে ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। শুভ কামনা রইলো। শুভ সকাল
হালিম নজরুল
মে দিবসের ঘটনা আরেকবার স্মরণে আসল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল