
বাংলাদেশ তথা বাঙালী, বাংলাভাষা, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারণ করে সোনেলা ব্লগ বিশ্বব্যাপী নিজের অস্তিত্বকে জানান দিয়ে যাচ্ছে তার সৃষ্টির দিন থেকে অদ্যাবধি। সোনেলা ব্লগ বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে অবদমন করে বাংলায় সাহিত্যচর্চা করা একজন লেখক সাহিত্যিক হিসেবে কেউই নিজেদের বাঙালী লেখক দাবী করতে পারেন না। আর তাই আমরা বাংলাদেশের কৃষ্টি-কালচার এবং দেশের স্বাধীনতার ইতিহাসকে সদা সর্বদা যথাযথ সম্মান ও মর্যাদার সাথে উৎযাপন করার চেষ্টা করি।
সোনেলা ব্লগ কর্তৃপক্ষ তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এই ডিসেম্বর মাসে বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের বিজয়গাঁথাকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদ এবং পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করে আমাদের দেশের বিজয় ছিনিয়ে আনা সেই সকল বঙ্গসন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।
বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয়লাভের মহান এই বিজয়ের মাসে সোনেলা ব্লগ নিজেদের লেখক এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী পাঠকদের সাথে মহান বিজয় দিবসকে যথাযত ভাবগাম্ভীর্যের সাথে উৎযাপন করার প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের লাখো শুভানুধ্যায়ীদের জন্য ফেসবুকে নিজেদের প্রোফাইল পিকচারে সোনেলা ব্লগ বিজয় মাসের ফেসবুক ফটোফ্রেম সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে।
সোনেলার অন্যতম তুখোর ব্লগার এস.জেড বাবু ফেসবুকের সহায়তায় তার নিজস্ব উদ্ভাবনী কারুকার্যময়তা দিয়ে কষ্ট করে নিজের মুল্যবান সময় ব্যয় করে আমাদের জন্য এই ফটোফ্রেমটি তৈরী করেছেন। সোনেলা ব্লগ কর্তৃপক্ষ তার এই ভালোবাসা এবং সম্মানকে স্যালুট জানাচ্ছে। আপনাকে সোনেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো বাবু ভাই। মনে রাখবেন, আপনার এই ভালোবাসাই আমাদের পরমপ্রাপ্তি।
আমরা চাই সোনেলাকে ভালোবেসে আপনারাও আপনাদের ফেসবুক প্রোফাইল ছবিতে সোনেলার ফটোফ্রেম সংযুক্ত করে বিজয়ের মাসে মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ইতিহাসকে বুকে ধারণ করবেন। আপনাদের পাশাপাশি অন্যান্যরাও সোনেলার এই বিজয় মাসের ফটোফ্রেমে নিজেদের ছবি দিয়ে যাতে নিজেদের সোনেলার সাথে একাত্মতা ঘোষণা করেন সেটাও আমাদের একান্ত কাম্য।
একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে এবং এর রক্তক্ষয়ী বিজয়ের ইতিহাসকে স্মরণ করা আমাদের নৈতিক দ্বায়িত্ব। এই ফটোফ্রেম আপনাদের জন্য মহান বিজয়ের মাসে সোনেলার সোনালী শুভেচ্ছা উপহার। আপনারা সকলেই নিজেদের ফেসবুক প্রোফাইল পিকাচারে এই ফটোফ্রেম সংযুক্ত করে মহান স্বাধীনতাযুদ্ধের বিজয়কে মহিমান্বিত করবেন এটাই আমাদের প্রত্যাশা।
সবাইকে ধন্যবাদ।
আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটির জন্য এখানে ক্লিক করুন
৭৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বিজয়ের মাসে স্বাধীনতাকামি মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আর শহিদ্দের প্রতি স্বশ্রদ্ধ সন্মান।
জিসান শা ইকরাম
মজিবর ভাই, ফেইসবুক প্রফাইল পিকচার সোনেলার ফ্রেমে করেছেন ?
মোঃ মজিবর রহমান
ভাইয়া আমি ফেবু ব্যাবহার করিনা। কোন সময় যাই যাইনা। আমি ফেবু র সময় সোনেলায় দিই।
জিসান শা ইকরাম
ব্যবহার না করলেও ফটোফ্রেমে প্রপিক করুন এই মাস।
তৌহিদ
বিজয়ের সোনালী শুভেচ্ছা ভাই।
জিসান শা ইকরাম
অত্যন্ত ভালো একটি উদ্যগ,
আমার প্রফাইল পিকচার সোনেলা ফ্রেমে করেছি।
শুভ কামনা সোনেলা।
মোঃ মজিবর রহমান
আর কি জানেন আমার বর্তমান অফিসে ইউটিউব ও ফেবু ব্যাবহার করা যায়না। বন্ধ করা। বাসায় গিয়ে মোবাইলে করতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
আচ্ছা করুন সময় সুযোগ মত।
তৌহিদ
অফিসে আমি নিজেই চুপি চুপি ব্যবহার করি মোবাইলে ☺☺
৮ ঘন্টায় ২৪ বার বাথরুমে 😃😃
তৌহিদ
বিজয়ের সোনালী শুভেচ্ছা ভাই।
ছাইরাছ হেলাল
এই মহতী কাজের জন্য এস.জেড বাবুকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা।
এস.জেড বাবু
সবই আপনাদের ভালোবাসার ফসল-
ধন্যবাদ ভাইজান।
তৌহিদ
আপনাকেও বিজয়ের সোনালী শুভেচ্ছা ভাই।
সুরাইয়া পারভিন
চমৎকার উদ্যোগ
আমি দেখার সাথে সাথে করে নিয়েছি
আন্তরিক ধন্যবাদ রইলো বাবু ভাইয়ার জন্য।
উনার এই উদ্ভাবন সত্যিই অতুলনীয় 👏👏
এস.জেড বাবু
আপনি হলেন সোনেলার গর্ব, যেমন চমৎকার লিখেন, তেমন গুণী পাঠক। আর আপনার আপনার প্রোফাইলে সোনেলার ফ্রেম- ব্লগের প্রতি আপনার ভালোবাসব বহিঃপ্রকাশ।
আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইলো আপু।
তৌহিদ
বাবু ভাইয়ের ব্লগের প্রতি ভালোবাসা দেখে সত্যিই মুগ্ধ আমরা।
এস.জেড বাবু
প্রথমেই ধন্যবাদ সোনেলা ব্লগ টিমকে। মূলত এই ব্লগ টিম এতো আন্তরিক যা অভাবনীয়। উনারা অতি সহজে মানুষকে আপন করে নিতে জানে। মূলত শ্রদ্ধা আর ভক্তি/বিশ্বাস সেখান থেকেই জন্ম হয়।
সোনেলার উঠানে চলতে গিয়ে এমন সব বিজ্ঞ মানুষের সংস্পর্শ পেয়েছি যারা সমসাময়িক লিখক হিসেবে সাহিত্যর সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন এবং খোলা মনের মানুষ হিসেবে অপেক্ষাকৃত নতুন লেখকদের অনুপ্রেরনা দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
এই সব মানুষদের নিয়ে ক্রমশ শিখরে পৌঁছে যাওয়া “সোনেলা ব্লগ” এর জন্য কিছু করতে পারলে নিজেকে গর্বিত মনে হয়।
এই ক্ষুদ্র প্রবাস যারা এতো সুন্দরভাবে সমাদৃত করেছেন, নিজেদের প্রোফাইলে ধারণ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
সবাইকে বিজয়ের মাসে “বিজয়ী শুভেচ্ছা” রইলো।
ধন্যবাদ সোনেলা।
এস.জেড বাবু
এই ক্ষুদ্র “প্রয়াস”
ছাইরাছ হেলাল
আহা!
বিনয় বহিয়া যায়
পিলে-কাঁপানি দশায়!
তৌহিদ
বিনয় সাধুতার লক্ষন কিন্তু!! ☺
এস.জেড বাবু
আমি বাংলায় হেডমাষ্টারের (ধার দেয়া) +১ এ তেততিরিশ।
এই সাহিত্য নির্ভর প্লাটফরমে বিনয়ী না হয়ে উপায় আছে !?
গ্রাফিক্স আমার পেশা না হলেও- প্রায় এক যুগ ধরে ইউরূপের্ বিভিন্ন শহরে আমার করা লক্ষ লক্ষ বাংলায় পোষ্টার পিঠ ঠেকিয়েছে। বাংলা কমিউনিটির যে কোন কাজ নিজের মনে করেই করতাম। অবশ্য একসময় প্রচুর ইনকাম ও হয়েছে সত্যি।
সে হিসেবে- সোনেলা কে দেয়ার মত আরও রং আমার কম্পিউটারে আছে। ইচ্ছেও আছে।
যে কোন প্রয়োজনে চাহিদা জানিয়ে স্মরণ করলে খুশি হবো।
ধন্যবাদ হেলাল ভাই, তৌহিদ ভাই।
তৌহিদ
অবশ্যই বাবু ভাই। পাশে থাকবেন।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই বিজয়ের মাসে আমাদের সবাইকে এত সুন্দর একটি উপহার দেবার জন্য। সোনেলা হাত বাড়িয়ে থাকে সবসময় কখন কেউ এসে বলবে আমায় বুকে টেনে নাও। আপনিও এসেছেন সোনেলার কোলে তা নিজের যোগ্যতায়।
ধন্যবাদ আপনার প্রাপ্য।
ইঞ্জা
প্রথমেই এস জেড বাবু ভাইকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা ও ধন্যবাদ।
সোনেলার সকল ব্লগার ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করছি ফটোফ্রেমটি নিজ প্রোফাইল ছবিতে ব্যবহার করার জন্য।
এস.জেড বাবু
ভাইজান
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
মহান বিজয়ের শুভেচ্ছা ।
তৌহিদ
জ্বী দাদা, বাবুভাই দারুণ একটি উপহার দিয়েছেন আমাদের। ধন্যবাদ তার প্রাপ্য।
রেহানা বীথি
এস জেড বাবু ভাই চমৎকার একটি কাজ করেছেন। তাঁকে সহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
এস.জেড বাবু
বিজয়ের শুভেচ্ছা আপু
তৌহিদ
বাবু ভাইয়ের জন্য অনেক ভালোবাসা।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় বাবু ভাই কে তার অনবদ্য সৃষ্টিশীলতার জন্য। আমি যদিও ব্লগে নতুন তবুও এখানে যে আন্তরিকতা ও পারিবারিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশ পেয়েছি তার জন্য সোনেলা পরিবারের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসে কাছাকাছি থাকবো এবং রাখবো এই হোক বিজয়ের মাসের অঙ্গীকার।
এস.জেড বাবু
বিজয়ের শুভেচ্ছা প্রিয় ভাই
সঞ্জয় মালাকার
বিজয়ের শুভেচ্ছা দাদা
তৌহিদ
শুভেচ্ছা রইলো ভাই।
বন্যা লিপি
এস জেড বাবু ভাইকে অফুরান কৃতজ্ঞতা, শুভেচ্ছা। এমন উদ্যোগের জন্য। তৌহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ,সাধুবাদ নিরলস পরিশ্রম দিয়ে যাচ্ছেন সোনেলার জন্য।অক্লান্ত খাটুনি খেটে যাচ্ছেন প্রতিদিন।
সকলকে বিজয় মাসের অভিবাদন, শুভেচ্ছা।
এস.জেড বাবু
বিজয়ের শুভেচ্ছা প্রিয় আপু।
ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
বাবু ভাইয়ের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। তিনি দারুণ একটি উপহার দিয়েছেন আমাদের।
আর আমি আর এমন কি করছি! এতটুকু করা আমার কর্তব্য যে!
নাজমুল হুদা
এস জেড বাবু ভাইয়াকে এবং সকল ব্লগার পাঠকদের জানাই সোনেলীয় শুভেচ্ছা 💕
এস.জেড বাবু
বিজয়ের শুভেচ্ছা নাজমুল ভাই।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো ভাই।
প্রদীপ চক্রবর্তী
অত্যন্ত ভালো একটি উদ্যগ,
আমার প্রোফাইল পিকচার সোনেলা ফ্রেমে করে নিবো।
শুভ কামনা সোনেলা।
এস জেড বাবু দাদার প্রতি সোনালী শুভেচ্ছা রইলো।
এস.জেড বাবু
বিজয়ের শুভেচ্ছা প্রিয় ভাইজান।
অনেক ভাল থাকবেন।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা দাদা।
শবনম মোস্তারী
অনেক সুন্দর ফ্রেম হয়েছে।
এস জেড বাবু ভাইয়া কে অনেক অনেক শুভেচ্ছা।
সবার জন্য শুভ কামনা রইলো।
এস.জেড বাবু
আপনাকেও বিজয়ের মাসের শুভেচ্ছা জানাই আপু।
ভাল থাকবেন সবসময়।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা প্রিয়। ভালো থাকবেন।
মনির হোসেন মমি
রক্তক্ষয়ী বিজয়ী স্বাধীনতার এ মাসটি আনন্দন এবং বেদনার সম্মেলিত প্রয়াস। তাই সবাইকে বিশেষ করে সোনেলা ব্লগারদের বিজয়ী শুভেচ্ছা জানাই। সেই সাথে প্রিয় বাবু ভাইয়াকে অন্তরের অন্তরস্থল হতে অফুরন্ত ভালবাসা জানাই।
এস.জেড বাবু
অনেক গ্রুপ আর পেইজের জন্য অনেক কাজ করেছি।
সোনেলা’র জন্য এই কাজটুকু আমার জীবনের সবচেয়ে সার্থক কাজ মনে হচ্ছে।
আন্তরিক ভাবে ধন্যবাদ রইলো মমি ভাইজান।
ভাল থাকবেন।
তৌহিদ
ধন্যবাদ ভাই।
নিতাই বাবু
এস জেড বাবু দাদাকে সহ সোনেলা উঠোনের সকলকে জানাচ্ছি বিজয়ের মাসের ব্জয়ের সোনালীয় শুভেচ্ছা।
এস.জেড বাবু
বিজয়ের শুভেচ্ছা প্রিয় ভাইজান।
অনেক ভাল থাকবেন।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা দাদা।
নূর নাহার রাহিমা
ফটোফ্রেম দারুন হইছে।সবাইকে বিজয়ের শুভেচ্ছা
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।
এস.জেড বাবু
ধন্যবাদ আপু
বিজয়ের শুভেচ্ছা আপনাকে।
নুর হোসেন
এস.জেড বাবু
ভাইকে আন্তরিক শুভেচ্ছা।
অরাজকতাকে পদদলিত করে বিজয় আসুক সবার তরে।
এস.জেড বাবু
যদি একটি সত্যিকার স্বাধীনতার সূর্যোদয় হতো।
বিজয়ের শুভেচ্ছা ভাইজান।
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
শাহরিন
অনেক ধন্যবাদ বাবু ভাইকে। স্বাধীনতার উষ্ণ আভায় সকল মন্দের প্রভাব দেশ মুক্ত হোক।
এস.জেড বাবু
বিজয়ের শুভেচ্ছা আপু
কৃতজ্ঞতা রইলো।
ভাল থাকবেন সবসময়।
তৌহিদ
ভালো থাকবেন আপু।
সঞ্জয় মালাকার
বিজয়ের সোনালী শুভেচ্ছা সবাইকে
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা দাদা।
কামাল উদ্দিন
বাবু ভাইয়ের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা
তৌহিদ
আন্তরিক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
এস.জেড বাবু
আপনাকেও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা কামাল ভাই।
ভালো থাকবেন।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময় এবং এমন ভালো কিছু আমাদের উপহার দিয়ে যান।
রেজওয়ান
খুবই সুন্দর একটি ফ্রেম!✌
তৌহিদ
হ্যা ভাই, বাবু ভাইয়ের উপহার সোনেলার সবার জন্য। শুভেচ্ছা জানবেন।
রেজওয়ান
❤❤
এস.জেড বাবু
ধন্যবাদ রেজওয়ান ভাই।
বিজয়ের শুভেচ্ছা রইলো।
রুমন আশরাফ
আমি আমার প্রোফাইল ছবি চেঞ্জ করেছি। শুভ ব্লগিং। শুভেচ্ছা সবাইকে।
তৌহিদ
অভিনন্দন ভাই। বিজয়ের মাসে সোনালী শুভেচ্ছা জানবেন।
এস.জেড বাবু
সোনেলার সোনালী শুভেচ্ছা আপনাকে ভাই।
মাছুম হাবিবী
আমি এখনো লাগাইনি তবে আজ লাগিয়ে নিব ইনশাআল্লাহ্
তৌহিদ
বিজয়ের মাসে সোনেলার সোনালী শুভেচ্ছা ভাই।
এস.জেড বাবু
ইনশাআল্লাহ
বিজয়ের শুভেচ্ছা রইলো