মরু গোলাপের তৃষ্ণা

সাদিক মোহাম্মদ ২৩ জুন ২০১৪, সোমবার, ১১:২৫:০৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

শুদ্ধ অভিনয়ে
সুখ রূপায়িত করা যায়
সুখী হওয়া যায় না

কী করে পারলে
করাত-কলে বিছিয়ে দিতে
জীবনের অগণিত রাত
আলপনা আঁকা স্বপ্নের পাটাতন

আমিতো পারিনি পাথর-চেপে
চুপিসারে ঘুমিয়ে যেতে
থেঁতলে দিতে অঙ্কুরিত বীজের ডগা
সমূহ আগুন
প্রতিশ্রুতির অচল দঙ্গল

চেরাই-মেশিনের আলোড়নে
আজও তুমি উদ্বেলিত
তুলে দিচ্ছো নদী-পাহাড়-আকাশ

৫২৫জন ৫২৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ