শুদ্ধ অভিনয়ে
সুখ রূপায়িত করা যায়
সুখী হওয়া যায় না
কী করে পারলে
করাত-কলে বিছিয়ে দিতে
জীবনের অগণিত রাত
আলপনা আঁকা স্বপ্নের পাটাতন
আমিতো পারিনি পাথর-চেপে
চুপিসারে ঘুমিয়ে যেতে
থেঁতলে দিতে অঙ্কুরিত বীজের ডগা
সমূহ আগুন
প্রতিশ্রুতির অচল দঙ্গল
চেরাই-মেশিনের আলোড়নে
আজও তুমি উদ্বেলিত
তুলে দিচ্ছো নদী-পাহাড়-আকাশ
৬টি মন্তব্য
লীলাবতী
কেউ কেউ পারে , আবার কিছু মানুষ পারেনা । ভালো কবিতা । ভাইয়া এটি কবিতা বিভাগে প্রকাশ করুন। বিবিধ বিভাগে প্রকাশ পেয়েছে ।
সাদিক মোহাম্মদ
অনেক ধন্যবাদ… বিবিধ বিভাগের বিষয়টি খেয়াল করিনি… @ লীলাবতী
প্রত্যাবর্তন
বাহ !!
সাদিক মোহাম্মদ
-{@
শুন্য শুন্যালয়
খুব সুন্দর …
সাদিক মোহাম্মদ
শুকরিয়া … -{@ @ শুন্য শুন্যালয়