ভাই সজীব, ভাবছিলাম শুধু একটা স্মাইলি দিয়ে দেব। মাঝে মাঝে বোবা থাকতেও ভাল লাগে। যাগগে, হুট করে মুড চেঞ্জ। সজীবরা কত সুন্দর উইস করে! 🙂 পরক্ষণেই মনে হলো, না সজীব ভাই, এমন চাওয়া না চাওয়াই ভাল। আমার তুই পাল তোলা নৌকায় বিপদেই পড়বে সাগরে। 😀 পাল তোলা নৌকায় সাগর অভিযান; সে ভাই চিন্তায় ফেলে দিলেন। ;? 😀
না সজীব, না। আমি মোটেও চিন্তিত নই। 🙂 থ্যাঙ্কস । এখন আমার বকবকানির মুড এসেছিল, আর কিছু নয়। ভাল থাকবেন।
সময় মাথায় উঠে স্কয়্যারে রূপ নেবে তা আমি ভাবিনি। তবে সময়কে সময় দিলে ওর মাঝে বিচরণ খুব সাচ্ছন্দ্যময় হয়। তখন আপনি সময়ের উপরে হেঁটে বেড়াচ্ছেন যেন। সময় তখন আপনার লাল গালিচা। সময় মাথায় উঠবে কেন? সেক্ষেত্রে সময় যদি আপনাকে ভাসাতেও চাও, সে হয়তো রূপ নেবে আলাদিনের জাদুর চাদরে। তখন তো আরো মজা! কি বলেন? 🙂
১৮টি মন্তব্য
স্বপ্ন
গুছিয়ে নিতে পারবে সে আশাকরি।আমরা দোয়া করছি না?
অরণ্য
🙂
অনিকেত নন্দিনী
সময়কে সময় দেয়ার ব্যাপারটা মাথায় রাখলে আর কোনো ঝামেলা হবেনা আশা করি। এরপরেও যদি কিছু হয়ে যায় তো দোয়া খায়ের করার জন্য আমরা তো আছিই। 😀
অরণ্য
তা ঠিক। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম বুঝলাম মনে থাকবে উপদেশ -{@
অরণ্য
মনির ভাই, এ উপদেশ নয়, এ আমার বোধ।
বন্দনা কবীর
ভালো থাকুক আপনার তুই।মন যখন বলছে ভালো নেই সে।ভালো না থাকলে মন বলবেই।
অরণ্য
🙂
লীলাবতী
মন সত্যি বলে,যার সম্পর্কে বলে সে যদি হৃদয়ের মাঝে থাকে।পরীক্ষিত।ভালো ভাবেই সামলাতে পারবেন তিনি আশাকরি 🙂
অরণ্য
🙂 (y)
ব্লগার সজীব
তুই টা যেন ভাল থাকে,সুখের সাগরে পাল তোলা নৌকায় চড়ে ভেসে বেড়াক 🙂
অরণ্য
ভাই সজীব, ভাবছিলাম শুধু একটা স্মাইলি দিয়ে দেব। মাঝে মাঝে বোবা থাকতেও ভাল লাগে। যাগগে, হুট করে মুড চেঞ্জ। সজীবরা কত সুন্দর উইস করে! 🙂 পরক্ষণেই মনে হলো, না সজীব ভাই, এমন চাওয়া না চাওয়াই ভাল। আমার তুই পাল তোলা নৌকায় বিপদেই পড়বে সাগরে। 😀 পাল তোলা নৌকায় সাগর অভিযান; সে ভাই চিন্তায় ফেলে দিলেন। ;? 😀
না সজীব, না। আমি মোটেও চিন্তিত নই। 🙂 থ্যাঙ্কস । এখন আমার বকবকানির মুড এসেছিল, আর কিছু নয়। ভাল থাকবেন।
শুন্য শুন্যালয়
নিজের সাথে কথা!! সময় কে সময় দিলে সে আরো মাথায় ওঠে। তখন সে হয়ে যায় সময় স্কয়ার। দৌড়ে পারবেন তো?
অরণ্য
সময় মাথায় উঠে স্কয়্যারে রূপ নেবে তা আমি ভাবিনি। তবে সময়কে সময় দিলে ওর মাঝে বিচরণ খুব সাচ্ছন্দ্যময় হয়। তখন আপনি সময়ের উপরে হেঁটে বেড়াচ্ছেন যেন। সময় তখন আপনার লাল গালিচা। সময় মাথায় উঠবে কেন? সেক্ষেত্রে সময় যদি আপনাকে ভাসাতেও চাও, সে হয়তো রূপ নেবে আলাদিনের জাদুর চাদরে। তখন তো আরো মজা! কি বলেন? 🙂
নীলাঞ্জনা নীলা
‘তুই’টা কেমন আছে?
আশা করি এতোক্ষণে গুছিয়ে নিয়েছে। আরে ‘তুই’ তো জানে অরণ্য শীতলতা ছড়ায়।
কবিতা A++++++++++++++++++++++++ -{@ (y)
অরণ্য
“অরণ্য শীতলতা ছড়ায়” – বেশ বলেছেন।
মেহেরী তাজ
আমি নাই আর আমার ভাইয়ার তুই টার না জানি কি হয়ে গেলো??! : 🙁
এখন কেমন আছে ভাইয়া আপনার তুই?! সব ভালোই ভালোই মিটে গেছে তো???!
অরণ্য
হুমম। তুই আছিস না? 🙂