নিজের অজান্তে কিছু নিজস্বতা ভেঙ্গে যায় দুমড়ে মুচড়ে,
তা দুমড়ানো মুচড়ানো থাক গোপন কোনো কুঠিরে
শতবছর থেকে শতবছর।
গুরুগম্ভীর মন্দ্রভাষী উচ্চ কলধ্বনির প্রেমের যা কিছু শব্দমালা
তা ওখানেই গুমরে মরে কিছু ভেসেও ওঠে।
ক্রোশ ক্রোশ দূরের সেই অনেক কাছের অবয়বহীন নীল টুকরো ভালবাসা ঠেলে ফেলা বড় অভিমানে
না কোনো প্রশ্ন না কোনো উত্তর।
সে সব জানা অজানা অভিমানের শব্দমালা ভেসে ওঠে
রৌদ্রবিহীন ঠান্ডা বড় ঠান্ডা শ্যাওলা জমা জলে
যেখানে কালে ভাদ্রে এক পদ্ম ফোটে।
সে সব শব্দমালায় বেঁচে থাকি
তা বেঁচে থাকারই একমাত্র রশদ
যা নিঃশ্বাসের সাথে উঠে আসা অক্সিজেনের অলঙ্কার বিশেষ।
,,,রিতু,,,
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
গুমরে গুমরে মরতে দিবেন আবার সেখান থেকে অক্সিজেন নিচ্ছেন/নিবেন
এ এক বিরাট বৈপরীত্য!!
অবশ্য ফোটা পদ্ম পেলে আর কে কাকে আটকায়!!
যাক ফিরলেন!!
মন দিন, মন দিন।
রিতু জাহান
নাহ! কোনো বৈপরীত্য নাই তো। সে সব আটকে থাকা শব্দেই যে আমার অক্সিজেন। আটকে রাখে তা শুধু আমিই মেলে ধরি। নিত্য যে বাতাসের অক্সিজেন তা তো শুধু শরীরটাকেই বাঁচিয়ে রাখে। আমার মনের খোরাক মনের সে অক্সিজেন তা নিজের কুঠিরেই আটকে থাকে, নিজস্ব জানালার এক কপাটে। খুলি আমি তা আমার মতো করেই।
হুম, গুরুজি, সংসারের সকল কিছু কাজ আপাততো বন্ধ। খুব লক্ষী পাঠকের মতো পড়তে বসেছি।
সাহস দিয়েন গুরুজি।
ইঞ্জা
দারুণ প্রকাশ, ভালো লাগা রইলো আপু।
রিতু জাহান
অনেক ধন্যবাদ প্রিয় ভাইজু। ভালো থাকুন পাশে থাকুন ভাই।
মোঃ মজিবর রহমান
বুকের গহীনে লুকানো ভালোবাসা, কষ্ট হাসি-কান্না অন্তরের আস্তাবলেই গুমরে কাদবে তা কি হই, তা কলমের ডগায় মনের খাতা বাহির হয়ে পাঠকের চোখের পাতায় পত পত করে উঠে। যত জঞ্জাল আবরন পড়ুক কারো না কারো চোখে ধরা পড়বেই।
এভাবেই প্রকাশ করুন পাঠক মনের রশদ পাবেই পাবে।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই । এমন করে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আগোছালো পোষ্টই বুঝা যায় আপুটি ব্যাস্ত।সব ব্যাস্ততায় সফলতা আসুক শব্দরাও ধরা দিক নতুন উদ্দ্যোমে। -{@
রিতু জাহান
নতুন উদ্যমেই আসব এসেছি ভাই। আপনার এই বুনো ঘোড়া বোনটিকে আটকিয়ে রাখবে কার এতো সাদ্ধি আছে। উপর আল্লাহ যেদিন নিবে শুধু সেদিন থেমে যাব। পাশে থাকুন ভাই শুধু এই আশা।
বন্যা লিপি
নিজের অজান্তে কিছু নিজস্বতা ভেঙে যায় নিঃশব্দে!!!!
আত্না বোঝে, নিজস্বতায় খরা এলে, মন কেমন করে। নিজস্বতায় ফুটুক হাজার পদ্মের হাসি।
শব্দের আশ্রয়ে চলুক পাঠকমনের চাহিদা যোগানের রসদ।
শুভেচ্ছা সতত -{@
রিতু জাহান
আপনাকেও শুভেচ্ছা পাশে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো প্রিয়।
জিসান শা ইকরাম
সবকিছু জমা থাক এক গোপন কোঠরে,
যা মনি মানক্যের মতই জ্বল জ্বল করুক মনের গহীনে।
ভালো হয়েছে,
রিতু জাহান
জী ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া।
মাহমুদ আল মেহেদী
জমা যে থাকে না আপু প্রকাশ যে পােয়েই যায় নিজের মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে যা ভালো লেগে যায় বা মিলে যায়। যেমন মিললো এই লেখার সাথে আমার মনের কথন।
রিতু জাহান
ধন্যবাদ ভাই। গল্প দিন ছোটো ছোটো গল্প।
মাহমুদ আল মেহেদী
জমা যে থাকে না আপু প্রকাশ যে পায়েই যায় নিজের মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে যা ভালো লেগে যায় বা মিলে যায়। যেমন মিললো এই লেখার সাথে আমার মনের কথন।
রিতু জাহান
অনেক ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা জানবেন ভাই।
রিমি রুম্মান
ছোট্ট লেখা, অথচ কেমন ছুঁয়ে গেলো! (3
রিতু জাহান
ভালবাসা নিও আপু।
সাবিনা ইয়াসমিন
বিক্ষিপ্ত মনের লেখা ছিলো কি ?? এই লেখাটিতে রিতুকে একটু অভিমানী,,কিছুটা এলোমেলো মনে হলো !!
এতোদিন খুঁজলে নীলকুরীঞ্জি এখন হাতে নিলে ফোঁটা পদ্ম !!
তুমি যা কিছুই হাতে রাখো সবই এমন দুর্লভ হয়ে যায় কেন বলতো ?
রিতু জাহান
তুমি ছুঁয়ে দেও বলেই যে। কেমন আছো। এখন এক অন্য রিতু যদি সামনে আসে, তবে হাত বাড়িয়ে নিবে তো! কবিতাকে বাক্সবন্দি করব ভেবেছি। কি বলো?
সাবিনা ইয়াসমিন
রিতু মানে যদি ঋতু হয় তবে তার নব-নব রুপে আবির্ভাব হবেই,,,, প্রকৃতিও সাজবে ঋতুর সাথে তালে তাল রেখে,,,
আর যদি রত্ন থেকে রিতু হয় তাহলেও কিন্তু সে ভালোবাসারই হয়,,রত্ন কে হারাতে চায় !!
থাকো তুমি আমাদের মাঝে আমাদের ঋতু / রত্ন হয়ে,,,,কবিতাকে বন্দি না রেখে ছড়িয়ে দিও ভক্ত প্রেমিকের মাঝে,,,, শুভ কামনা (3