মন্দ্রভাষী শব্দ

রিতু জাহান ১৬ জানুয়ারি ২০১৯, বুধবার, ০৯:২৪:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

নিজের অজান্তে কিছু নিজস্বতা ভেঙ্গে যায় দুমড়ে মুচড়ে,
তা দুমড়ানো মুচড়ানো থাক গোপন কোনো কুঠিরে
শতবছর থেকে শতবছর।
গুরুগম্ভীর মন্দ্রভাষী উচ্চ কলধ্বনির প্রেমের যা কিছু শব্দমালা
তা ওখানেই গুমরে মরে কিছু ভেসেও ওঠে।
ক্রোশ ক্রোশ দূরের সেই অনেক কাছের অবয়বহীন নীল টুকরো ভালবাসা ঠেলে ফেলা বড় অভিমানে
না কোনো প্রশ্ন না কোনো উত্তর।
সে সব জানা অজানা অভিমানের শব্দমালা ভেসে ওঠে
রৌদ্রবিহীন ঠান্ডা বড় ঠান্ডা শ্যাওলা জমা জলে
যেখানে কালে ভাদ্রে এক পদ্ম ফোটে।
সে সব শব্দমালায় বেঁচে থাকি
তা বেঁচে থাকারই একমাত্র রশদ
যা নিঃশ্বাসের সাথে উঠে আসা অক্সিজেনের অলঙ্কার বিশেষ।

,,,রিতু,,,

১জন ১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ