মনটা ভালো নেই আজ। আচ্ছা মতিন মিয়ার কাছে গেলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যাই মতিন মিয়ার কাছে যাই। এইতো মতিন মিয়া পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। মতিন মিয়া কি করেন? দেখতেছি! কি দেখেন? জানিনা। মানে? পানিতে দেখেন সাজু ভাই। কি দেখবো? কি দেখলেন? পানিতে আবার কি দেখবো? পানিতে তো পানি ছাড়া আবার কি দেখবো। কিন্তু আমি তো কচুরিপানা দেখলাম। মানে? মতিন মিয়া চুপ করে থাকে। আচ্ছা মতিন মিয়া মানুষের মন খারাপ হয় কেন? মানুষের মন খারাপ হয়না। তাহলে আমার কেন আজ মন খারাপ হইলো? মানুষ যখন কোন কিছুতে মন দিতে পারে না,যখন কোন কাজ ঠিক মতো করতে পারে না,তখন নিজে নিজেই মুখ থেকে একটা কথা বানিয়ে আমাদের শুনায় যে,ভাই আমার মন খারাপ হয়েছে। কিন্তু এটার যুক্তিকতা কি,মতিন মিয়া? মন খারাপ বলে কিছু থাকলে মন খারাপের ঔষধ এতোদিন আবিষ্কার হইতো। আছে কি ঔষধ, সাজু ভাই?
—
আচ্ছা মতিন মিয়া আপনার কখনো খারাপ বা একা একা লাগেনা? মতিন মিয়া কিছু না বলে একা একা হাঠতে থাকে। আমি তার পিছু নেই। কি হলো বললেন না যে মতিন মিয়া? আবার চুপ করে থাকে মতিন মিয়া। কি বুঝবো আমি? মতিন মিয়ারও খারাপ লাগে,তারও একা একা লাগে। নাকি অন্য কিছু। কিন্তু মতিন মিয়া তো চুপ করে থাকার কথা না। তাহলে নিশ্চয়ই বড় কোন রহস্য আছে এর মাঝে। আমাকে জানতেই হবে।।
—
মতিন মিয়া চুপ করেই থাকবেন? এবারো কোন উত্তর মিলে না। মনে মনে আমি বলছি ( মতিন মিয়ার পরিবারকে কি তাকে বের করে দিয়েছে? তাকে কি তার পরিবার ভুল বুজেছে? নাকি তার আচরণে সবাই তাকে পাগল ভেবে বের করে দিয়েছে। হয়তো সে তার পরিবারের তার জন্য হাসির পাত্র হয়েছে,যার কারনে তাকে তাদের কাছ থেকে দূরে রেখেছে। হয়তো তারাও আমার মতো তার রহস্যের কারন জানতে না পেরে তাকে ঘরছাড়া করেছে)।
—
কিন্তু এতোদিন তাই বলে কেউ দেখা করতে আসবে না? কেউ একবার খোজ নিতেও আসবে না? কেউ একটা বার জানতেও আসবে না এই অদ্ভুত মানুষটা কেমন আছে? তাহলে কেন আসলো না? আবার আমি মনে মনে বলি ( তাহলে কি মতিন মিয়া কোন মেয়েকে খুব ভালোবেসে বাসা থেকে বের হয়ে চলে এসেছে? নাকি সেই মেয়ে তাকে আসবে বলে ধোকা দিয়ে চলে গেছে,তাই লজ্জায় সে আর বাসা ফিরে যায়নি। নাকি তার ভালবাসা মরে গেছে,যেই শোকে সে এমন রহস্যময় মতিন মিয়া হয়ে গেছে)।
—
কিন্তু একটা মানুষ এমন কেন হবে? তার তো কেউ একজন থাকার কথা। আর সে উত্তর দিচ্ছে না কেন? এভাবে তো মতিন মিয়া চুপ করে থাকে না। তাহলে কি এমন লুকিয়ে আছে এই প্রশ্নের মধ্যে? আছে কি এমন কোন গভীর রহস্য যা শুনলে আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। আমার চোখ বড় হয়ে যাবে,আমার অজান্তেই আমার চোখ লাল হয়ে যাবে। আছে কি এমন কিছু?
—
মতিন মিয়া এভাবে চুপ করেই কি থাকবেন? নাকি কিছু বলবেন? সাজু ভাই এতক্ষণে অনেক কিছু ভাবছেন আমাকে নিয়ে তাই না। আমি কিছু বললাম না। সাজু ভাই দুনিয়াটা অনেক রহস্যময়। কেন? আমি যদি কিছু বলি,তাহলে পাগলের মতো বলি,আবার যদি কিছু না বলে চুপ করে থাকি,তাহলে হয়তো বিশাল কোন এক রহস্য আছে। রহস্য আমাদের ছাড়ে না।
—
জানিনা মতিন মিয়ার এই চুপ করে থাকা কি বুঝিয়েছে। হয়তো নতুন কোন রহস্য। আজ যাই। সন্ধ্যা হয়ে গেছে। আরেকদিন আসবো।
চলবে—–
১৬টি মন্তব্য
সিকদার সাদ রহমান
আসার অপেক্ষায় রইলাম কিন্তু!
রাফি আরাফাত
ধন্যবাদ
সকাল স্বপ্ন
তারপর জানার ইচ্ছা থাকলাম,
মতিন মিয়ার গতি না জেনে ছারছি না।
গল্প— ভাল লাগার
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ
মনির হোসেন মমি
অতপর এর অপেক্ষায়।
রাফি আরাফাত
অপেক্ষা আমার নিজেরেও!
আরজু মুক্তা
রহস্যাবৃত! অপেক্ষায়!!
রাফি আরাফাত
রহস্যের সঠিক সমাধান মতিন মিয়াই দিতে পারবে। তার অপেক্ষা এখন আমারও
শামীম চৌধুরী
চালিয়ে যান ভাই। শেষ পর্বে সব মিলিয়ে একটা গঠনমূলক মন্তব্য করবো মতিন মিয়ার চুপ থাকার রহস্য নিয়ে।
রাফি আরাফাত
অপেক্ষায় থাকলাম ভাই!
শামীম চৌধুরী
জ্বী। তবে অপেক্ষা থেকে প্রাপ্তির সুযোগটা যে আপনাকেই করে দিতে হবে ভাই। আমিও অপেক্ষায় কইলাম কবে আপনার অপেক্ষার সমাপ্তি টানতে পারবো। ভালো থাকবেন। আর পাশের জনকেও ভালো রাখবেন।
রাফি আরাফাত
ইনসা আল্লাহ ভাই!
জিসান শা ইকরাম
প্রিয় ব্লগার আপনি সোনেলার নীতিমালা একটু কষ্ট করে পড়ুন,
নিজের পোষ্ট নিজেই মডারেট করুণ, তাহলে মডারেটরদের আর কষ্ট করতে হবেনা।
নীতিমালা এই লিংকে দেখুন > https://sonelablog.com/tac/
এক পোষ্ট থেকে অন্য পোষ্টের সময়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ২৪ ঘন্টা।
১ সেকেন্ড কম হলেও তা নীতিমালা লংগন বলে বিবেচিত হবে।
আপনার লেখাটি খসড়ায় আছে, ওখান থেকে কপি করে পুনরায় পোষ্ট দিন।
শুভ ব্লগিং।
রাফি আরাফাত
সত্যি দুঃখিত।
জিসান শা ইকরাম
মতিন মিয়া ০৫ পোষ্ট করেছেন ৫ মে ২০১৯, রবিবার, ১২:৩৫:৪৯ অপরাহ্ন ,
পরের পোষ্ট দিতে পারবেন ১২ঃ৩৬ অপরাহ্ন এ।
আর এত তারাহুরা কেন? সোনেলা তো আছেই, একটি পোষ্ট দেয়ার পর সবাইকে পড়ার জন্য কিছুটা সময় দিন।
এই অবসরে আপনি অন্যদের পোষ্ট পড়ুন। রোজ আপনার লেখা পড়তে পড়তে কিছু ব্লগারদের ক্লান্তি এসে যেতে পারে।
তখন ফেইসবুকের মত পোষ্ট না পড়েই মন্তব্য পাবেন > সুন্দর, এক্সিলেন্ট, দারুণ হইছে, চমৎকার।
আপনি কি এমন মন্তব্য চান? ্নাকি আপনার পুরো লেখা পড়ে সবাই কমেন্ট দিক, এটা চান?
রাফি আরাফাত
আসলে প্রথম বার তো ভাই তাই এসব বিষয়ে একটু অজানা। যাই হোক এখন থেকে সব মেনেই চলবো!