
বনজ প্রাণীর মত সময়ের অলিগলি পেড়িয়ে
চেনা জীবনের চৌহদ্দিতে দাঁড়িয়ে
প্রাণের দ্বার খুলি, দেখতে পাই
অতল গহ্বরের অ-প্রচ্ছন্ন হাতছানি;
ছায়া দিগন্তের সোঁদালো আবেশে
জৈবতার স্পন্দনে সুগন্ধ-নিঃশ্বাস নিতে নিতে
আঁকড়ে থাকতে চাই পলক পলক জীবন।
সৃষ্টি-স্রষ্টার এই পাশা খেলা, এই প্রমোদ বাহু-পাশ থেকে
মুক্তি চাই, চাই অনন্ত জীবন।
শোক-তাপের এই গরমিলে
জীবনের মণিমুক্তার সবটুকু-ই আমার চাই।
ছবি নেটের।
৩২টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর হয়েছে একান্ত অনুভূতি প্রকাশ।
শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
কবে একান্ত অনুভূতিগুলো কবিতা হবে বলতে পারেন? অনন্ত জীবন না। যতটুকু সময় আমার জন্য বরাদ্দ ততটুকু ভালো থাকতে চাই। আপাতত মনি মুক্তো নয়।আলু ভর্তা ডাল হলেই চলবে।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
আপনি যদি একটু শিখিয়ে পড়িয়ে নিতেন, তাহলে একটু বেঁচে বর্তে যেতাম।
সত্যি বলতে কী, আমি যা যা, যাদের লেখা পড়ি তাতে জীবনেও কবিতা লিখতে পারবো বলে মনে হয় না।
ভিন্ন ভাবে যদি বলি, এই তো সেদিন খুব বিখ্যাত কবির কবিতা পড়তে গিয়ে মনে হচ্ছিল, আমার লেখাগুলোই যেন প্রায় কপি-পেস্ট
করে বসিয়ে দিয়েছে। অবাক হয়েছি, ভালো- ও লেগেছে। বুঝতেই পারছেন, লেখা-অন্ত-প্রাণ আমার। ভাল-মন্দ শুদ্ধ-অশুদ্ধের ভয়-ডর নেই।
শুভ কামনা আপনার জন্য-ও।
শুধু এপারের ডাল ভাত চাইলে তো হবে না!!
2:200
فَإِذَا قَضَيْتُم مَّنٰسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ ءَابَآءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهُۥ فِى الْءَاخِرَةِ مِنْ خَلٰقٍ
And when you have completed your rites, remember Allah like your [previous] remembrance of your fathers or with [much] greater remembrance. And among the people is he who says, “Our Lord, give us in this world,” and he will have in the Hereafter no share.
2:201
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَفِى الْءَاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
But among them is he who says, “Our Lord, give us in this world [that which is] good and in the Hereafter [that which is] good and protect us from the punishment of the Fire.”
2:202
أُولٰٓئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا ۚ وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ
Those will have a share of what they have earned, and Allah is swift in account.
আরজু মুক্তা
আমি হচ্ছি কুয়ার ব্যাঙ। আপনি সাগর। লজ্জা দিয়েন না।
ইহকাল পরকাল দুটার জন্যই করতো হয়।
ছাইরাছ হেলাল
এবারে/এখন তো আমাকেই লজ্জা দেয়ার চেষ্টা নিয়েছেন!!
ভাল থাকবেন।
পপি তালুকদার
অনন্ত জীবন নয় ধরনীর বুকে নির্ধারিত সময়টুকু থাকতে চাই।চাই সকল আশংকা, হতাশা আর অস্থিরতা থেকে মুক্তি।
শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপনার মতই চাওয়া, তবে ইট্টু বেশী,
ও-দিকেরটাও ঠিকঠাক প্রতিশ্রুতি মত চাই। (আল্লাহ মাফ করবেন)
ভাল থাকবেন আপনি।
সুপর্ণা ফাল্গুনী
মনিমুক্তা দিয়ে কি করুম , চিতায় তো নিতে পারবো না যা আছে তা-ও? অনন্ত জীবনের আশা সবাই করি তবে সেটা সত্যি হলে জীবন আরো বেশি বিষাদময় হয়ে উঠতো । অবিরাম শুভেচ্ছা জানিয়ে গেলাম
ছাইরাছ হেলাল
উল্টা সহমরণ হলে কিন্তু আস্ত-মস্তটাই নিতে পারতেন চিতায়!! তবে অমরাবতী তে না গেলে তো হবে না।
সব বিষাদ ছুঁড়ে ফেলে স্বর্গ-সুখ চাই, এ-পাড়ে, ও-পাড়েও।
ভাল থাকবেন আপনি।
সাবিনা ইয়াসমিন
মণিমুক্তা আগলে রাখুন, এগুলো যক্ষের মতো আগলে রাখতে হয়।
মন্তব্য পরে দিবো।
ছাইরাছ হেলাল
মনি-মুক্তোর ভাগ আপনাকে ও দিব, ভাববেন-না; এবারে অভিশাপ উইথড্র করুন।
অপেক্ষা করতেই আছি। একদম ই তুলা-তুলা ল্যাহা।
ডিঙি দিয়ে এ লেখায় এলেন!! আগের লেখা কে পড়বে!!
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
ডিঙি বেয়ে আসতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে মহারাজ। ভালো হতো যদি একটা স্পিডবোট অথবা জেট বিমান দিতেন।
আহা, অভিশাপ!
দারুণ জিনিস!!
ছাইরাছ হেলাল
উহ্ এই ডিঙি হলো, যেমন আপনি ভীড় করে দাঁড়িয়ে কিছু দেখতে চাচ্ছেন, কিন্তু সামনে মানুষ,
তখন আপনি পায়ের বুড়ো আঙ্গুলে ভড় করি উঁচু হয়ে দেখার চেষ্টা নিলেন!!! বোঝাতে পেরেছি।
আগের লেখায় মন্তব্য না দিয়ে উঁচু হয়ে এখানে এলেন সেটি বলতে চেয়েছি।
নো ডিঙি মারা, মনে থাকে যেন।
সাবিনা ইয়াসমিন
আগের লেখা মানে? সবইতো পড়ি আর মন্তব্য দেই! দিনদিন আপনার যে কি হচ্ছে মহারাজ!
ছাইরাছ হেলাল
আউলা ধরা পড়লে এমন করে বলতে হয়/হবে তা বুঝছি।
২১ তারিখে এই লেখায় যখন মন্তব্য দিয়েছেন তখন কিন্তু ২০ তারিখের লেখা পড়েন নি,
সেটিতে আপনি মন্তব্য করেছেন ২৩ তারিখে। তাই বলছি নো ডিঙি!!
অবশ্য অবশ্যই আপনি শ্রম দিয়ে/নিয়ে আমার লেখা পড়েন, মন্তব্য ও করেন, তবে সব নয়।
ধরুন গিয়ে শ’খানেক লেখা পড়ার সময় হয়নি/পাননি!! ব্যস্ততা বলে কথা।
গরমে ভাল থাকুন। ধন্যবাদ।
হালিমা আক্তার
সুন্দর অনূভুতির প্রকাশ। শুভকামনা।
ছাইরাছ হেলাল
ভাল থাকুন, আপনার জন্য ও শুভ কামনা।
সঞ্জয় মালাকার
এই- ধরনীর বুকে নির্ধারিত সময়টুকু থাকতে চাই।
ছাইরাছ হেলাল
আমরাও এমন আশাই করি।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
অনন্ত জীবন চাইলেও পাওয়া যায় না। তবুও আশায় বাঁচা।
স্রষ্টার পাশা খেলা সৃষ্টিকে নিয়ে চলতেই থাকবে।
শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট ও প্রভু, আনমনে।
আমরা শুধুই দেখে যাচ্ছি।
ভাল থাকুন।
মনির হোসেন মমি
কে কী খেলা খেলে মণিমুক্ত কার কী লাগে বুঝিনা শুধু বুঝি জগতে যতটুকু সময় আমায় বেধে দিয়েছে স্রষ্টা তাই যেন কোন মতে পাশ;কাটিয়ে পার করতে পারি।
আপনার কবিতা আর পুরস্কারপ্রাপ্তদের কবিতা যখন পড়ি তখন ভাবি পুরস্কার পাওয়া কবিরা লেখেন তাতো আমিও পারি শুধু পারিনা আপনার মত কবিতায় চমৎকৃত সব শব্দ নিয়ে খেলা করতে।একেই বলে কবি ও কবিতা।
ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
ছাইরাছ হেলাল
বিধাতার রেয়াজ-নেয়াজ বুঝে নিতে পারার সাধ্য আমাদের নেই।
শুধু তাঁর করুনা ভিক্ষা করি।
আমি তো তাদের থেকেই শিখে শিখে লিখি, তাঁরা মান্যবর।
মন চাইলে আপনিও লিখবেন, অসুবিধা নেই। আমরা পাশে পাশে ই থাকি তো।
ভাল থাকুন।
রেজওয়ানা কবির
মনি মুক্তোর ভাগ আমিও চাই ভাইয়া🤔অনেকদিনপর এসে আপনার লেখা পড়লাম তবে সত্যি অনন্ত জীবন যদি পেতাম খুব ভালো হত কিন্তু তাতো সম্ভব নয়। শুভকামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
আমিও অনেক দিন পর আপনাকে দেখলাম, শতেক ব্যস্ততার মধ্যে আমাদের ভুলে জান নি দেখতে পাচ্ছি।
ভাল থেকে আমাদের জন্য এখানে একটু সময় বরাদ্দ রাখবেন।
এ সময়ে নিরাপদে থাকবেন।
ধন্যবাদ।
চাইলেই কি আর সব পাওয়া যায়!! তবে চাই অবশ্যই।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া, আপনিও ভালো থাকবেন এই কামনা।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকে।
তৌহিদুল ইসলাম
স্রষ্টার সাথে পাশা খেলায় মানুষ কোনদিনও জিততে পারেনি। তবে হ্যাঁ , আমাদের ভালো কাজগুলি মণিমুক্তা হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে তাঁর কাছে, আমাদের কাছেও।
শুভকামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
স্রষ্টা থাকুন নিজ নিয়মে, কিন্তু আমাদের প্রাণ তো যায়-যায়, তাই কেঁদেকেটে সাহায্য প্রার্থনা করি।
আপনিও ভাল থাকবেন।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
চাই তো আমরা সবাইই, কিন্তু কজনে পাই?
ছাইরাছ হেলাল
চাওয়া চালু রাখতে হবে, পাওয়ার আশা না করেই।
ভাল থাকুন।