সোনেলা ব্লগের একটি নীতিমাল খুবই জরুরি, সেই সাথে এই ব্লগের প্রথম পাতায় একজন ব্লগারের কয়টি ব্লগ পোস্ট থাকতে পারে সেই সম্পর্কেও একটি ধারনা দেওয়া দরকার। আর বড়ই কষ্টের সাথে দেখলাম এতো চমৎকার একটি পরিচ্ছন্ন সাইটে একজন ব্যক্তির তিনটি লেখা প্রথম পাতায় থাকে, সেই কারনে এই পোস্ট না করে আর পারলাম না। আশা করি মডারেটর গুরুত্বের সাথে জানাবেন একজন ব্যক্তির কয়টি লেখা প্রথম পাতায় থাকতে পারে। একের অধিক লেখা থাকার কারনে আমাদের মতো সাধারণ ব্লগাররা একটু খটকার মাঝে পড়ে যাই, এবং আমাদের ব্লগ পোস্ট দ্বিতীয় পাতায় চলে যায়। তাই আমি বিনীত অনুরোধ করবো মডারেটর এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। কাফি রশিদ নামের একজন ব্লগার অনবরত পোস্ট করে যাচ্ছেন প্রথম পাতায় তার লেখা থাকা সত্বেও বিষয়টা একটু দেখবেন।
বিশেষ দ্রষ্টব্য : এই মুহূর্তে আমার ধারাবাহিক গল্পও প্রথম পাতায় আছে, এটা নিয়ে দুটি লেখা, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধুমাত্র মডারেটর এর দৃষ্টি আকর্ষণের জন্য এই পোস্ট।
২২টি মন্তব্য
মিসু
একমত আপনার সাথে । একটি নীতিমালা জরুরি হয়ে পরেছে । একজন ব্লগারের কয়টি পোস্ট প্রথম পাতায় থাকবে , প্রথম পাতায় পোস্টের সংখ্যা আরো বাড়ানো যায় কিনা ? দিনের বা সপ্তাহের নির্বাচিত পোস্ট হিসেবে কোন লেখাকে বিবেচনা করা যায় কিনা ? এসব নিয়ে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন ।
সাতকাহন
ধন্যবাদ
জিসান শা ইকরাম
চিন্তা ভাবনা করা হচ্ছে , কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হতে পারে , যে সমস্ত ব্লগার এখানে নতুন , তাঁদের দু একটি লেখা নির্বাচিত পাতায় না আসলে – মন খারাপ করতে পারেন । আমরা চাচ্ছি নতুন ব্লগাররা উৎসাহিত হোক ।
প্রথম পাতায় ১০ টি পোস্ট আছে এখন । আরো বাড়ালে কি ভালো হবে ?
এই মেঘ এই রোদ্দুর
হুম আরো বাড়ালে ভাল হবে
কাফি রশিদ
আমার তিনটা পোস্ট তিন দিনে দেয়া। এখানে অ্যাতো অ্যাতো ব্লগারদের মধ্যে যদি অ্যামন কয়েকজন ব্লগার না থাকে যারা কিনা দিনে ২০-২৫টি পোস্ট দিতে পারে না তাহলে আমার কিছু করার নাই। আমার পোস্টেই প্রথম কয়েক পাতা ভরে যাবে এজন্য পোস্ট রেডি থাকা সত্ত্বেও দিনে একটা করে পোস্ট করছি। পরিচ্ছন্নতার ইস্যুতে প্রথম পাতায় একজনের পোস্ট একটার বেশি থাকা যাবেনা অ্যামন অদ্ভুত অভিযোগ আমি কোথাও দেখিনি। পোস্ট প্রথম পাতা থেকে কীভাবে সরাতে আমার জানা নাই, জানা থাকলে আপনার মতোন সংকীর্ণমনা মানুষদের জন্য কোন পোস্টই প্রথম পাতায় দিতাম না।
সাতকাহন
আপনি ব্লগিংয়ের নিয়ম-কানুন কিছুই জানেন না, আবারও ফাউল করছেন, বুঝতে হবে এটা শুধু আপনার একার সম্পদ না। এভাবে রিএ্যাক্ট করাটা আপনার উচিত হয়নি, এখানে সংকীর্ণমনা বিষয়টা আসছে কেনো ? আরো অনেক ব্লগার আছে, আপনিই যদি আপনার লেখা দিয়ে ভরিয়ে রাখেন প্রথম পাতা তাহলে ক্যাম্নে কি ? এটা কি আপনার একার ব্লগ সাইট। আমি প্রশ্ন করেছি মডারেটরকে। সে নিজেই উত্তর দিবে।
জিসান শা ইকরাম
@সাতকাহন , এখন কিন্তু রমজান মাস । সংযমের মাস । রাগ হওন চইলতো না । রমজান শুধু না খেয়ে সংযম এর মাস নয় , কথা এবং কাজেও সংযম প্রদশ্রন করতে হবে ।
এটি আপনার আমার সবার সাইট । মিলে মিশে থাকি আমরা একান্ত আপন হয়ে ।
জিসান শা ইকরাম
@কাফি রশিদ ভাই , কয়েকজন নিয়মিত লেখক বিভিন্ন কারনে ব্যাস্ত – একারনে পোস্ট একটু কমে গিয়েছে । আপনি রোজ একটি পোস্ট দিচ্ছেন , সবাই আমরা তা দেখি । যে সামান্য প্রশ্ন উঠেছে – তা কাটিয়ে ওঠা সম্ভব আমাদের পক্ষে ।
ভুল বোঝাবুঝির অবসান হোক আমাদের মাঝ থেকে ।
এই মেঘ এই রোদ্দুর
আমিও তো রোজ একটি পোষ্ট দেই……..তাতে তো কোন সমস্যা থাকার কথা না…..
মেহেদী হাসান
ভাই ক্যাচাল করেন ক্যান?? ক্যাচাল করা ভালা না := , এই ব্লগ সাইটে ব্লগারের সংখ্যা কম, আবার পোস্টের সংখ্যাও কম। তাই কেউ যদি নিয়মিত পোস্ট করে তবে একাধিক লেখা প্রথম পাতায় থাকার সম্ভবনা থেকে যায়, আমি ব্যক্তিগতভাবে সবাইকে নিয়মিত পোস্ট করার জন্যে উৎসাহ দেব। কাফি রশিদ ভাই রাগ কইরেন ;( ;( না। সাতকাহনও মাথা ঠাণ্ডা করেন -:- -:- ।
আসেন আমারা সকলেই ভালো ভালো পোস্ট করে সোনেলাকে সমৃদ্ধ করি, সমৃদ্ধ করি বাংলার তথ্য ভাণ্ডার। ভালো থাকুন।
জিসান শা ইকরাম
ভালো বলেছেন খুব
” করার জন্যে উৎসাহ দেব। কাফি রশিদ ভাই রাগ কইরেন না। সাতকাহনও মাথা ঠাণ্ডা করেন ।
আসেন আমারা সকলেই ভালো ভালো পোস্ট করে সোনেলাকে সমৃদ্ধ করি, সমৃদ্ধ করি বাংলার তথ্য ভাণ্ডার। ভালো থাকুন। ” —
কাফি রশিদ
ও আচ্ছা। আমার রিঅ্যাক্ট করা উচিৎ হয়নি কিন্তু আপনি আমার নামে পোস্ট করেছেন তা খুব উদারমনার কাজ হয়েছে। ব্লগে আরও অনেক ব্লগার আছে, তাতে আমার কী? আমার পর একদিনে পোস্ট করছে ৪ থেকে ৫ জন, আমি আরও ১০-১২টা পোস্টের আশায় কয়েকদিন অপেক্ষা করবো? আপনারা পোস্ট না করলে সেটার দায় আমার?
জিসান শা ইকরাম
এখন কিন্তু রমজান মাস । সংযমের মাস । রাগ হওন চইলতো না । রমজান শুধু না খেয়ে সংযম এর মাস নয় , কথা এবং কাজেও সংযম প্রদশ্রন করতে হবে ।
এটি আপনার আমার সবার সাইট । মিলে মিশে থাকি আমরা একান্ত আপন হয়ে ।
জিসান শা ইকরাম
একটি নীতিমাল খুবই জরুরি এতে কোন সন্দেহ নেই । প্রস্তাব করুন অনুগ্রহ করে । কিভাবে সব কিছু ভালো এবং সুন্দর হয় – তা অবশ্যই আমরা করবো । সবার মতামত নিয়েই নীতিমালা প্রস্তুত করা হবে ।
এখানে যারা লিখছেন অধিকাংশই নতুন লিখছেন ব্লগে । ব্লগ সম্পর্কে তেমন ধারনা নেই । ফেইসবুক , কবিতার বই ইত্যাদির মাঝে লেখালেখি করেন তাঁরা । আমরা ব্লগিং টা বুঝতে তাঁদেরকে সহযোগিতা করি ? 🙂
একের অধিক লেখা চলে আসছে ইদানিং বিভিন্ন কারনে – যারা নিয়মিত লিখতে প্রথম থেকে , তাঁদের কয়েকজনের পরীক্ষা চলছে । মেইল পাচ্ছি তাঁদের । পরীক্ষার পরে নিশ্চয়ই আবার নিয়মিত হবেন আশাকরি। কিছুটা প্রভাব পরেছে সাম্প্রতিক যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে । গোলাম আযমের রায়ে হতাশ । যেহেতু লেখক একটু কমে গিয়েছে – সেক্ষেত্রে এক জনের লেখা প্রথম পাতায় একের অধিক চলে আসছে ।
সময়ের ক্রমানুযায়ী লেখা প্রকাশ হচ্ছে ।
তবে নির্বাচিত পোস্ট হিসেবে প্রথম পাতায় কিছু পোস্ট রাখা যায় কিনা , তা ভেবে দেখা হচ্ছে ।
সোনেলাকে নিয়ে যে কোন ভালো পরামর্শ আন্তরিকতার সাথে গ্রহণ করা হবে ।
পোস্টের জন্য ধন্যবাদ ।
যাযাবর
প্রথম পাতায় স্টিকি , সপ্তাহের সেরা লেখা , দিনের নির্বাচিত লেখা , এরপর সবার লেখা এমন দিলে ভালো হয় ।
ছাইরাছ হেলাল
এত অল্পে এত রাগ আমরা কিন্তু না করলেও পারি । আমি সহ আরও কয়েকজন ব্লগার ব্যাস্ততার কারণে
একটু অনিয়মিত , তাই নূতন লেখা না আসাতে প্রথম পৃষ্ঠায় একজনের একাধিক লেখা দেখা যাচ্ছে । এটি এমন কিছু না ।
আপনারা দু’জনের লেখার কিন্তু আমি নিয়মিত পাঠক । তাই আপনারা এটি আমাদের সবার ব্লগ ভেবেই শান্ত হবেন
এমন আশাই করি ।
আসুন আমরা একটি নীতি মালা তৈরী করি সবাই মিলে , আপনিও একটি প্রস্তাবনা দিন , সবাই আমরা আলোচনা করি এবং সিদ্ধান্তে আসি একটি সুন্দর নীতিমালা তৈরীতে ।
কাফি রশিদ
আমি দুঃখিত।
কিন্তু ব্লগার সাতকাহন এমন ভাবে লিখেছেন যেন প্রথম পাতায় একের বেশি পোস্ট থাকা ভয়াবহ মাত্রার অপরাধ। তার উপর নাম উল্লেখ করায় রাগ লেগেছিল। নাম উল্লেখ না করেই মডারেটরকে প্রথম পাতায় একজন ব্লগারের পোস্টের সংখ্যা নির্দিষ্ট করে দিতে বলতে পারতেন। তবে আমার মনে হয় না সেটা করা উচিৎ হবে। প্রথম পাতায় পোস্ট রেস্ট্রিকশন না করে ফিচারড পোস্ট ট্যাব চালু করা যায়।
ছাইরাছ হেলাল
ঠিক আছে , আমরা অবশ্যই সহনশীল হব ।
আমরা কিন্তু খুব বেশী ব্লগার না এখানে ।
অবশ্যই একই পরিবার ভুক্ত ।
জিসান শা ইকরাম
আসলে সময় টা খুব অস্থির যাচ্ছে । ২ জন যুদ্ধাপরাধীদের রায়ের পরে আমরা একটু অস্থির হয়েছি। আমাদের আবেগের সাথে প্রত্যাশিত রায় না হওয়ায় কিছুটা হতাশা দেখা দিয়েছে – এই হতাশা মিশ্রিত ক্ষোভ প্রকাশ হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে । আর ব্লগে এভাবে বলা হয় – এমন উদাহারন আছে। কিছুদিন লিখুন , বুঝতে পারবেন ।
ব্লগকে আপনি একটি উন্মুক্ত স্থান হিসেবে ভাবুন – যেখানে কথা বলবে সবাই সড়াসড়ি , কোন লুকোছাপা নেই । এমন ভাবলেই দেখবেন সব স্বাভাবিক।
আপনার প্রস্তাব আন্তরিকতা সহকারে ভেবে দেখবো আমরা ।
আদিব আদ্নান
এখন রমজান , এটি আমরা মনে রাখতে চাই ।
এই মেঘ এই রোদ্দুর
বানানটা ঠিক করলে ভাল হত ////// দুষ্টি না দৃষ্টি হবে
বনলতা সেন
আমার কাছে এগুলো কোন কঠিন সমস্যা মনে হয় না ।
আমরা সহনশীল হব একে অপরের প্রতি ।